
পেনাল্টিকে ভাগ্য পরীক্ষা বলা হলেও, এর সাফল্য-ব্যর্থতার সঙ্গে জড়িয়ে থাকে আনুষঙ্গিক অনেক কিছু। যিনি পেনাল্টি নেবেন তাঁর উপস্থিত বুদ্ধি, কৌশল ও শেষ মুহূর্তে নেওয়া সিদ্ধান্তে বদলে যেতে পারে এর গতিপথও। আবার গোলবারের নিচে দাঁড়ানো গোলরক্ষকের বিচক্ষণতার ওপরও নির্ভর করে পেনাল্টির ভাগ্য। তবে এই পেনাল্টি নেওয়া না নেওয়া নিয়ে বিভিন্ন সময় তারকা খেলোয়াড়দের দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে। যার সাম্প্রতিক উদাহরণ হলেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।
মঁপেলিয়রের প্রথমবার পেনাল্টি মিস করার পর দ্বিতীয় পেনাল্টিটিও নিতে চেয়েছিলেন এমবাপ্পে। তবে তাঁকে সেই পেনাল্টিটি নিতে দেননি নেইমার। আলাপের পর ব্রাজিলিয়ান তারকা নিজেই পেনাল্টি নেন এবং গোল করেন। এরপর পেনাল্টি নেওয়ার ইস্যুতে এমবাপ্পেকে নিয়ে করা একটি সমালোচনামূলক পোস্টে ‘লাইক’ দিয়ে আলোচনায় আসেন নেইমার। পিএসজি শিবিরেও এই বিষয়টি নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ার খবর শোনা গেছে। তবে খেলোয়াড়দের মাঝে পেনাল্টি শট নেওয়া নিয়ে দ্বন্দ্ব এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটার দৃষ্টান্ত রয়েছে।
নেইমার বনাম কাভানি
২০১৭ সালে পিএসজিতে এসে নেইমার শুরুতেই দ্বন্দ্বে জড়ান এডিনসন কাভানির সঙ্গে। সেদিন অনেকটা জোর করে নেইমারের কাছ থেকে কেড়ে নিয়ে পেনাল্টি নেন কাভানি। তবে সেই পেনাল্টি শটে গোল করতে পারেননি উরুগুয়েন তারকা। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কাভানি। পিএসজির পরের পেনাল্টিটি অবশ্য নেইমারই নিয়েছিলেন এবং তা থেকে তিনি গোলও করেন।
বালোতেল্লি বনাম ইতো-হেন্ডারসন
‘ব্যাড বয়’ খ্যাতি পাওয়া ইতালিয়ান তারকা মারিও বালোতেল্লি একাধিকবার পেনাল্টি নেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়ান। ২০০৯ সালে ইন্টার মিলানের হয়ে খেলার সময় স্যামুয়েল ইতোকে সরিয়ে নিজেই পেনাল্টি নেওয়ার চেষ্টা করেন। তবে হাভিয়ের জানেত্তির হস্তক্ষেপে ইতোই শেষ পর্যন্ত পেনাল্টি নেওয়ার সুযোগ পান এবং গোল করেন। ২০১৫ সালে বেসিকতাসের বিপক্ষে লিভারপুলের হয়ে খেলার সময় জর্দান হেন্ডারসনের কাছ থেকে বল কেড়ে নিয়ে পেনাল্টি নেন বালোতেল্লি এবং সেই শটে তিনি গোলও করেন। এই ঘটনা নিয়ে স্টিভেন জেরার্ড পরে বলেছিলেন, ‘এটা হেন্ডারসনের প্রতি অসম্মান।’
ভিদাল বনাম বালাক
বেয়ার লেভারকুসেনের হয়ে খেলার সময় আর্তুরো ভিদাল ও মাইকেল বালাক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। বালাকের সঙ্গে ঝগড়া নিয়ে ভিদাল বলেছিলেন, ‘সে আমাকে বল দিতে বলেছিল এবং আমি বলেছি না। আমরা ভালো বন্ধু ছিলাম এবং আমি তাকে এটি দিতে পারতাম। কিন্তু এটা আমাকেই নিতে হয়েছে।’
মেসি বনাম ইব্রা
পেনাল্টি নেওয়া নিয়ে লিওনেল মেসি অবশ্য সেবার জ্লাতন ইব্রাহিমোভিচের সঙ্গে ঝগড়ায় জড়াননি। বরং নিজে সরে দিয়ে ইব্রাকেই পেনাল্টি নিতে দেন আর্জেন্টাইন মহাতারকা।

পেনাল্টিকে ভাগ্য পরীক্ষা বলা হলেও, এর সাফল্য-ব্যর্থতার সঙ্গে জড়িয়ে থাকে আনুষঙ্গিক অনেক কিছু। যিনি পেনাল্টি নেবেন তাঁর উপস্থিত বুদ্ধি, কৌশল ও শেষ মুহূর্তে নেওয়া সিদ্ধান্তে বদলে যেতে পারে এর গতিপথও। আবার গোলবারের নিচে দাঁড়ানো গোলরক্ষকের বিচক্ষণতার ওপরও নির্ভর করে পেনাল্টির ভাগ্য। তবে এই পেনাল্টি নেওয়া না নেওয়া নিয়ে বিভিন্ন সময় তারকা খেলোয়াড়দের দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে। যার সাম্প্রতিক উদাহরণ হলেন নেইমার ও কিলিয়ান এমবাপ্পে।
মঁপেলিয়রের প্রথমবার পেনাল্টি মিস করার পর দ্বিতীয় পেনাল্টিটিও নিতে চেয়েছিলেন এমবাপ্পে। তবে তাঁকে সেই পেনাল্টিটি নিতে দেননি নেইমার। আলাপের পর ব্রাজিলিয়ান তারকা নিজেই পেনাল্টি নেন এবং গোল করেন। এরপর পেনাল্টি নেওয়ার ইস্যুতে এমবাপ্পেকে নিয়ে করা একটি সমালোচনামূলক পোস্টে ‘লাইক’ দিয়ে আলোচনায় আসেন নেইমার। পিএসজি শিবিরেও এই বিষয়টি নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ার খবর শোনা গেছে। তবে খেলোয়াড়দের মাঝে পেনাল্টি শট নেওয়া নিয়ে দ্বন্দ্ব এবারই প্রথম নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটার দৃষ্টান্ত রয়েছে।
নেইমার বনাম কাভানি
২০১৭ সালে পিএসজিতে এসে নেইমার শুরুতেই দ্বন্দ্বে জড়ান এডিনসন কাভানির সঙ্গে। সেদিন অনেকটা জোর করে নেইমারের কাছ থেকে কেড়ে নিয়ে পেনাল্টি নেন কাভানি। তবে সেই পেনাল্টি শটে গোল করতে পারেননি উরুগুয়েন তারকা। যা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কাভানি। পিএসজির পরের পেনাল্টিটি অবশ্য নেইমারই নিয়েছিলেন এবং তা থেকে তিনি গোলও করেন।
বালোতেল্লি বনাম ইতো-হেন্ডারসন
‘ব্যাড বয়’ খ্যাতি পাওয়া ইতালিয়ান তারকা মারিও বালোতেল্লি একাধিকবার পেনাল্টি নেওয়া নিয়ে দ্বন্দ্বে জড়ান। ২০০৯ সালে ইন্টার মিলানের হয়ে খেলার সময় স্যামুয়েল ইতোকে সরিয়ে নিজেই পেনাল্টি নেওয়ার চেষ্টা করেন। তবে হাভিয়ের জানেত্তির হস্তক্ষেপে ইতোই শেষ পর্যন্ত পেনাল্টি নেওয়ার সুযোগ পান এবং গোল করেন। ২০১৫ সালে বেসিকতাসের বিপক্ষে লিভারপুলের হয়ে খেলার সময় জর্দান হেন্ডারসনের কাছ থেকে বল কেড়ে নিয়ে পেনাল্টি নেন বালোতেল্লি এবং সেই শটে তিনি গোলও করেন। এই ঘটনা নিয়ে স্টিভেন জেরার্ড পরে বলেছিলেন, ‘এটা হেন্ডারসনের প্রতি অসম্মান।’
ভিদাল বনাম বালাক
বেয়ার লেভারকুসেনের হয়ে খেলার সময় আর্তুরো ভিদাল ও মাইকেল বালাক দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। বালাকের সঙ্গে ঝগড়া নিয়ে ভিদাল বলেছিলেন, ‘সে আমাকে বল দিতে বলেছিল এবং আমি বলেছি না। আমরা ভালো বন্ধু ছিলাম এবং আমি তাকে এটি দিতে পারতাম। কিন্তু এটা আমাকেই নিতে হয়েছে।’
মেসি বনাম ইব্রা
পেনাল্টি নেওয়া নিয়ে লিওনেল মেসি অবশ্য সেবার জ্লাতন ইব্রাহিমোভিচের সঙ্গে ঝগড়ায় জড়াননি। বরং নিজে সরে দিয়ে ইব্রাকেই পেনাল্টি নিতে দেন আর্জেন্টাইন মহাতারকা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
১৩ মিনিট আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
১ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে