নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অনেকটা জোর করেই টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ খেলাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই মাঠে বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এ মৌসুমের লিগ ফুটবল। ফুটবলের দাপটে কোণঠাসা তিরন্দাজরা স্টেডিয়ামে নিজেদের কক্ষে বন্দী!
ফেব্রুয়ারি ও মার্চ-এই দুই মাসে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ৩৫টি ম্যাচ খেলাবে বাফুফে। ৬০ দিনের মধ্যে বেশিরভাগটা সময় মাঠ থাকবে ফুটবলের দখলে। তিরন্দাজরা কখন, কীভাবে অনুশীলন করবেন সেই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা।
জোর করে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে বাফুফে, গতকাল এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আর্চারি ফেডারেশনের সভাপতি লেফট্যান্ট জেনারেল(অব.) মইনুল ইসলাম। আর্চারির অভিযোগের তিরে বিদ্ধ বাফুফে তাই বসেছে সমাধানের টেবিলে। দুই ফেডারেশনের বৈঠকও হয়েছে আজ দুপুরে। আলোচনার পর দুই পক্ষেই সমন্বয়ের সুর। আর্চারি ফেডারেশনের সভাপতি বলেছেন, ‘গতকাল সংবাদ সম্মেলনের পর রাত দশটার সময় ওরা (বাফুফে) ফোন দেয় যে আমাদের সাথে বসতে চায়। তাই আজ বসেছিল। আসলে আমাদের সমন্বয় হচ্ছিল না। ওদের ম্যাচ আয়োজনের জায়গা নেই তাই ওরা এখন যে সূচি দিয়েছে সেভাবে হবে। আমরা এখন কীভাবে সমন্বয় করবো সেটা নিয়ে কাজ করব।’
আলোচনার পর যতটুকু জানা গেছে, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত টঙ্গীর মাঠ নিয়মিত ব্যবহার করবে বাফুফে। এরপর অবস্থা মোটামুটি স্বাভাবিক হওয়ার আভাস! তাহলে প্রশ্ন, এই সময়টায় কী তবে বেকার সময় কাটাবেন তিরন্দাজরা? প্রশ্নের উত্তরে একইসঙ্গে হতাশ ও ক্ষুব্ধ আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। আজকের পত্রিকাকে বললেন, ‘অনেকটা ছুটির মতোই। আমরা চেষ্টা করব দুপুর একটার আগে যতটা সম্ভব অনুশীলন করার। আসলে কী, এভাবে হয় না!’
বাফুফের পরিকল্পনাহীন কর্মকাণ্ড দেখে উষ্মা ফ্রেডরিখের কণ্ঠে, ‘বাংলাদেশে কী মাঠ শুধু দুটি? আমার জানা মতে, এই দেশে বেশ কয়েকটি ভালো মাঠ আছে। বাফুফে আর কিছুটা সময় নিয়ে, পরিকল্পনা করে মাঠের ব্যবস্থা করতে পারত। আমাদের সামনে ব্যস্ত সূচি আছে। এর আগে অনুশীলনে ছেদ পড়াটা ভালো লাগার কথা না।’
অনুশীলনে ছেদ পড়ায় জার্মানিতে ছুটি কাটাতে যাবেন মার্টিন ফ্রেডরিখ। ফেরার চেষ্টা করবেন ২০ ফেব্রুয়ারির আগে। এই সময়টাতে দেশি কোচ জিয়াউল হকের অধীনে অনুশীলন চালিয়ে যাবেন তিরন্দাজরা।

অনেকটা জোর করেই টঙ্গী শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ খেলাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এই মাঠে বসুন্ধরা কিংস ও স্বাধীনতা ক্রীড়া সংঘের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এ মৌসুমের লিগ ফুটবল। ফুটবলের দাপটে কোণঠাসা তিরন্দাজরা স্টেডিয়ামে নিজেদের কক্ষে বন্দী!
ফেব্রুয়ারি ও মার্চ-এই দুই মাসে শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে ৩৫টি ম্যাচ খেলাবে বাফুফে। ৬০ দিনের মধ্যে বেশিরভাগটা সময় মাঠ থাকবে ফুটবলের দখলে। তিরন্দাজরা কখন, কীভাবে অনুশীলন করবেন সেই প্রশ্নের উত্তরে ধোঁয়াশা।
জোর করে মাঠের নিয়ন্ত্রণ নিয়েছে বাফুফে, গতকাল এই অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আর্চারি ফেডারেশনের সভাপতি লেফট্যান্ট জেনারেল(অব.) মইনুল ইসলাম। আর্চারির অভিযোগের তিরে বিদ্ধ বাফুফে তাই বসেছে সমাধানের টেবিলে। দুই ফেডারেশনের বৈঠকও হয়েছে আজ দুপুরে। আলোচনার পর দুই পক্ষেই সমন্বয়ের সুর। আর্চারি ফেডারেশনের সভাপতি বলেছেন, ‘গতকাল সংবাদ সম্মেলনের পর রাত দশটার সময় ওরা (বাফুফে) ফোন দেয় যে আমাদের সাথে বসতে চায়। তাই আজ বসেছিল। আসলে আমাদের সমন্বয় হচ্ছিল না। ওদের ম্যাচ আয়োজনের জায়গা নেই তাই ওরা এখন যে সূচি দিয়েছে সেভাবে হবে। আমরা এখন কীভাবে সমন্বয় করবো সেটা নিয়ে কাজ করব।’
আলোচনার পর যতটুকু জানা গেছে, ২০ ফেব্রুয়ারি পর্যন্ত টঙ্গীর মাঠ নিয়মিত ব্যবহার করবে বাফুফে। এরপর অবস্থা মোটামুটি স্বাভাবিক হওয়ার আভাস! তাহলে প্রশ্ন, এই সময়টায় কী তবে বেকার সময় কাটাবেন তিরন্দাজরা? প্রশ্নের উত্তরে একইসঙ্গে হতাশ ও ক্ষুব্ধ আর্চারির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। আজকের পত্রিকাকে বললেন, ‘অনেকটা ছুটির মতোই। আমরা চেষ্টা করব দুপুর একটার আগে যতটা সম্ভব অনুশীলন করার। আসলে কী, এভাবে হয় না!’
বাফুফের পরিকল্পনাহীন কর্মকাণ্ড দেখে উষ্মা ফ্রেডরিখের কণ্ঠে, ‘বাংলাদেশে কী মাঠ শুধু দুটি? আমার জানা মতে, এই দেশে বেশ কয়েকটি ভালো মাঠ আছে। বাফুফে আর কিছুটা সময় নিয়ে, পরিকল্পনা করে মাঠের ব্যবস্থা করতে পারত। আমাদের সামনে ব্যস্ত সূচি আছে। এর আগে অনুশীলনে ছেদ পড়াটা ভালো লাগার কথা না।’
অনুশীলনে ছেদ পড়ায় জার্মানিতে ছুটি কাটাতে যাবেন মার্টিন ফ্রেডরিখ। ফেরার চেষ্টা করবেন ২০ ফেব্রুয়ারির আগে। এই সময়টাতে দেশি কোচ জিয়াউল হকের অধীনে অনুশীলন চালিয়ে যাবেন তিরন্দাজরা।

অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১৫ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বড় বা ভালো মানের বিদেশি তারকা ক্রিকেটারের সংকট নতুন কিছু নয়। মঈন আলী, মোহাম্মদ নবি, জিমি নিশাম, আজমতউল্লাহ ওমরজাইয়ের মতো হাতে গোনা কয়েকজন বিদেশি তারকা ২০২৬ বিপিএলে থাকলেও তাতে টুর্নামেন্টের জৌলুশ বাড়ছে না। এমনও কিছু কিছু ক্রিকেটার আছেন
১ ঘণ্টা আগে
ক্যারিয়ারের শেষ দিকে এসেও ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন বিরাট কোহলি। টি-টোয়েন্টি ও টেস্ট ছেড়ে এখন কেবল ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক। এক সংস্করণেই দিয়েই নিয়মিত আসছেন আলোচনায়। সবশেষ খবর, সাড়ে ৪ বছর পর ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছেন কোহলি।
১ ঘণ্টা আগে
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিততে চেষ্টার কমতি ছিল না পিএসজির। ক্লাব পর্যায়ে ইউরোপের সেরা হতে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, নেইমারদের মতো সেরা তারকাদের দলে ভিড়িয়েছিল প্যারিসিয়ানরা। এজন্য কাতারি মালিকানাধীন দলটিকে ঢালতে হয়েছে কাড়ি কাড়ি টাকা। তবে মেসি, এমবাপ্পে, নেইমারদের মতো ফুটবলারদের অধীনে চ্যাম
২ ঘণ্টা আগে