নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কিছুদিন ধরেই সম্পর্কটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের। গত মার্চে নারী ফুটবল দলের অলিম্পিক বাছাইপর্বের অর্থ সংস্থান নিয়ে সরকারের সঙ্গে বেশ শীতল একটা সম্পর্ক বাফুফে সভাপতির। আজ তাই সুযোগ পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে ইঙ্গিতে এক হাত নিয়েছেন সালাউদ্দিন।
সাফে সেমিফাইনালে খেলায় বাংলাদেশ ফুটবল দলকে ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সালাউদ্দিন। আজ ফেডারেশন ভবনে ফুটবলারদের হাতে সেই বোনাসের টাকা তুলে দিয়েছেন বাফুফে সভাপতি। অর্থ তুলে দিতে গিয়ে একটা ক্ষোভও ঝেড়েছেন সালাউদ্দিন এবং সেটি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দিকে ইঙ্গিত করেই।
আগামী অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রাক-বাছাইপর্ব খেলবে বাংলাদেশ দল। ম্যাকাও, মঙ্গোলিয়া, ভুটান, লাওস, ব্রুনাই দারুস সালাম, পূর্ব তিমুর, পাকিস্তান, গুয়াম ও শ্রীলঙ্কা-এই দলগুলোর মধ্যে একটি দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে প্রাক বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রাক বাছাইপর্বে হেরে গেলে কপালে দুঃখ আছে বাংলাদেশ দলের। ২০১৬ সালের মতো আন্তর্জাতিক ফুটবলে নির্বাসনে চলে যেতে পারে বাংলাদেশ ফুটবল দলকে। সেই বিষয়টি ফুটবলারদের মনে করিয়ে দিতে গিয়ে মাঠের বিষয়টিও টেনে আনলেন সালাউদ্দিন।
২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। পরিকল্পনায় ছিল এক বছরের মধ্যেই শেষ হবে সেই সংস্কার। কিন্তু প্রায় দুই বছরেও সংস্কার শেষ না হওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম কেবল সিলেটেই আছে। অক্টোবরে প্রাক বাছাইয়ের হোম ম্যাচ খেলতে হলে সে মাঠেই নামতে হবে জামালদের।
তাই সময়মতো মাঠ বুঝে না পাওয়ায় সিলেট স্টেডিয়ামকে ‘জঙ্গল’ ইঙ্গিত করে বেশ উঁচু স্বরেই কথা বলেছেন সালাউদ্দিন। এনএসসিকে খোঁচা মেরে তিনি বলেছেন, ‘আমরা চার-পাঁচ বছর যাবৎ বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে পারি না। ফলে সকলে আমাদের খেলা দেখতে পারে না। আমি আশা করি আগামী কয়েক মাসের মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হবে। আমি নিজেও শুনিনি একটা স্টেডিয়াম ঠিক করতে তিন চার বছরের মতো সময় লাগে। খেলোয়াড়রা খেলবে কোথায়? জঙ্গলে? সামনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। খেলোয়াড়রা খেলবে কোথায়?’
মাঠের দুশ্চিন্তায় তিনি পাগল হয়ে যান, এমন মন্তব্য করে সালাউদ্দিন বলেছেন, ‘মাঠের কথা যেটা বলছেন, আমার সবচেয়ে বড় সমস্যা এটাই আমি মাঠের জন্য পাগল হয়ে যাই। কিন্তু মাঠের দায়িত্ব আমাদের হাতে নাই। এই মাঠে ফুটবল হয় না। এই মাঠে ভালো ফুটবল সম্ভব না। আমি চেষ্টা করছি মাঠগুলো আমাদের নিয়ন্ত্রণে নেয়ার। ফুটবলের জন্য মাঠ খুবই গুরুত্বপূর্ণ।’

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে কিছুদিন ধরেই সম্পর্কটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের। গত মার্চে নারী ফুটবল দলের অলিম্পিক বাছাইপর্বের অর্থ সংস্থান নিয়ে সরকারের সঙ্গে বেশ শীতল একটা সম্পর্ক বাফুফে সভাপতির। আজ তাই সুযোগ পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদকে ইঙ্গিতে এক হাত নিয়েছেন সালাউদ্দিন।
সাফে সেমিফাইনালে খেলায় বাংলাদেশ ফুটবল দলকে ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছিলেন সালাউদ্দিন। আজ ফেডারেশন ভবনে ফুটবলারদের হাতে সেই বোনাসের টাকা তুলে দিয়েছেন বাফুফে সভাপতি। অর্থ তুলে দিতে গিয়ে একটা ক্ষোভও ঝেড়েছেন সালাউদ্দিন এবং সেটি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দিকে ইঙ্গিত করেই।
আগামী অক্টোবরে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রাক-বাছাইপর্ব খেলবে বাংলাদেশ দল। ম্যাকাও, মঙ্গোলিয়া, ভুটান, লাওস, ব্রুনাই দারুস সালাম, পূর্ব তিমুর, পাকিস্তান, গুয়াম ও শ্রীলঙ্কা-এই দলগুলোর মধ্যে একটি দলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ভিত্তিতে প্রাক বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ দল। প্রাক বাছাইপর্বে হেরে গেলে কপালে দুঃখ আছে বাংলাদেশ দলের। ২০১৬ সালের মতো আন্তর্জাতিক ফুটবলে নির্বাসনে চলে যেতে পারে বাংলাদেশ ফুটবল দলকে। সেই বিষয়টি ফুটবলারদের মনে করিয়ে দিতে গিয়ে মাঠের বিষয়টিও টেনে আনলেন সালাউদ্দিন।
২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ। পরিকল্পনায় ছিল এক বছরের মধ্যেই শেষ হবে সেই সংস্কার। কিন্তু প্রায় দুই বছরেও সংস্কার শেষ না হওয়ায় বাংলাদেশের আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম কেবল সিলেটেই আছে। অক্টোবরে প্রাক বাছাইয়ের হোম ম্যাচ খেলতে হলে সে মাঠেই নামতে হবে জামালদের।
তাই সময়মতো মাঠ বুঝে না পাওয়ায় সিলেট স্টেডিয়ামকে ‘জঙ্গল’ ইঙ্গিত করে বেশ উঁচু স্বরেই কথা বলেছেন সালাউদ্দিন। এনএসসিকে খোঁচা মেরে তিনি বলেছেন, ‘আমরা চার-পাঁচ বছর যাবৎ বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে পারি না। ফলে সকলে আমাদের খেলা দেখতে পারে না। আমি আশা করি আগামী কয়েক মাসের মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হবে। আমি নিজেও শুনিনি একটা স্টেডিয়াম ঠিক করতে তিন চার বছরের মতো সময় লাগে। খেলোয়াড়রা খেলবে কোথায়? জঙ্গলে? সামনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। খেলোয়াড়রা খেলবে কোথায়?’
মাঠের দুশ্চিন্তায় তিনি পাগল হয়ে যান, এমন মন্তব্য করে সালাউদ্দিন বলেছেন, ‘মাঠের কথা যেটা বলছেন, আমার সবচেয়ে বড় সমস্যা এটাই আমি মাঠের জন্য পাগল হয়ে যাই। কিন্তু মাঠের দায়িত্ব আমাদের হাতে নাই। এই মাঠে ফুটবল হয় না। এই মাঠে ভালো ফুটবল সম্ভব না। আমি চেষ্টা করছি মাঠগুলো আমাদের নিয়ন্ত্রণে নেয়ার। ফুটবলের জন্য মাঠ খুবই গুরুত্বপূর্ণ।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১০ ঘণ্টা আগে