
ফুটবল বিশ্বকাপ শেষে ফ্রান্সের কোচ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন জিনেদিন জিদান। সেখানে জিদানকে নিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েতের মন্তব্য নিয়ে চলছে সমালোচনা। রিয়াল মাদ্রিদ ক্লাব দাবি করছে, ফরাসি এই কিংবদন্তিকে যথার্থ সম্মান দেওয়া হয়নি।
রিয়াল তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জিদানকে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘জিনেদিন জিদানকে নিয়ে এফএফএফ সভাপতি নোয়েল লে গ্রায়েতের মন্তব্যে দুঃখ প্রকাশ করছে রিয়াল মাদ্রিদ। জিদান অন্যতম সেরা ফুটবল কিংবদন্তি। এমন মন্তব্য জিদানের মতো খেলোয়াড়ের প্রতি যথাযথ শ্রদ্ধার অভাব। খেলোয়াড় ও কোচ হিসেবে জিদান অনেক কিছু অর্জন করেছেন। এবারের ব্যালন ডি’অর জয়ী আমাদের অধিনায়ক করিম বেনজেমা তো তাঁর হাতেই তৈরি। পাঁচবার চ্যাম্পিয়নস লিগসহ অনেক কিছু জিতেছেন।’
শনিবার দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে এফএফএফ। ২০২৬ পর্যন্ত ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্বে থাকবেন দেশম। এরপর আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছে? সম্ভবত না। আমি তার ফোনও পাইনি। তার সঙ্গে আমি কখনোই দেখা করিনি।’ এফএফএফ সভাপতির এমন বক্তব্যের পর এমবাপ্পে টুইট করেন, ‘জিদান মানেই ফ্রান্স। তাঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’
জাতীয় দলে কোচিং না করালেও কোচ হিসেবে জিদান অর্জন করেছেন অনেক। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাঙ্কোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটি করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাঙ্কোসরা। আর খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপ এবং ২০০০ ইউরো জিতেছিলেন জিদান।

ফুটবল বিশ্বকাপ শেষে ফ্রান্সের কোচ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন জিনেদিন জিদান। সেখানে জিদানকে নিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রায়েতের মন্তব্য নিয়ে চলছে সমালোচনা। রিয়াল মাদ্রিদ ক্লাব দাবি করছে, ফরাসি এই কিংবদন্তিকে যথার্থ সম্মান দেওয়া হয়নি।
রিয়াল তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জিদানকে নিয়ে করা মন্তব্যের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, ‘জিনেদিন জিদানকে নিয়ে এফএফএফ সভাপতি নোয়েল লে গ্রায়েতের মন্তব্যে দুঃখ প্রকাশ করছে রিয়াল মাদ্রিদ। জিদান অন্যতম সেরা ফুটবল কিংবদন্তি। এমন মন্তব্য জিদানের মতো খেলোয়াড়ের প্রতি যথাযথ শ্রদ্ধার অভাব। খেলোয়াড় ও কোচ হিসেবে জিদান অনেক কিছু অর্জন করেছেন। এবারের ব্যালন ডি’অর জয়ী আমাদের অধিনায়ক করিম বেনজেমা তো তাঁর হাতেই তৈরি। পাঁচবার চ্যাম্পিয়নস লিগসহ অনেক কিছু জিতেছেন।’
শনিবার দিদিয়ের দেশমের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে এফএফএফ। ২০২৬ পর্যন্ত ফ্রান্স ফুটবল দলের কোচের দায়িত্বে থাকবেন দেশম। এরপর আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছে? সম্ভবত না। আমি তার ফোনও পাইনি। তার সঙ্গে আমি কখনোই দেখা করিনি।’ এফএফএফ সভাপতির এমন বক্তব্যের পর এমবাপ্পে টুইট করেন, ‘জিদান মানেই ফ্রান্স। তাঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’
জাতীয় দলে কোচিং না করালেও কোচ হিসেবে জিদান অর্জন করেছেন অনেক। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাঙ্কোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটি করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাঙ্কোসরা। আর খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপ এবং ২০০০ ইউরো জিতেছিলেন জিদান।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২ ঘণ্টা আগে