
অতীতে এমন দৃশ্য ফুটবলে সচরাচর ঘটত—গোল দেওয়ার পর পরনের জার্সি খুলে উদ্যাপন করছেন ফুটবলাররা। কিন্তু এখন নিয়ম বদলে গেছে। গোল দেওয়ার পর কোনোভাবেই জার্সি খোলা যাবে না। যদি কোনো ফুটবলার সাহস করেন, তাহলে তাঁকে হলুদ কার্ড দেখানো হবে।
ব্রাজিলের বিপক্ষে গতকাল গোল দেওয়ার পর এমনই ধৃষ্টতা দেখিয়েছেন ভিনসেন্ট আবুবকর। এর শাস্তিস্বরূপ ফলও পেয়েছেন ক্যামেরুনের অধিনায়ক। জার্সি খুলে ফেলার অপরাধে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে।
গ্রুপের শেষ ম্যাচে গতকাল আবুবকরের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। পুরো ম্যাচে আক্রমণের পর আক্রমণ করেও যখন গোল পাচ্ছিল না ব্রাজিল, তখন অতিরিক্ত সময়ে গোল করে বসে ক্যামেরুন। ৯২ মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন অধিনায়ক। এর পরই জার্সি খুলে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন এই ফরোয়ার্ড। এর শাস্তি হিসেবে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচে এটি দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে।
তবে, লাল কার্ড পাওয়ার সময় আবুবকরের মুখে কোনো হতাশা ছিল না। বরং, হাসিমুখেই মাঠ ছেড়েছেন তিনি। হাসিটা অবশ্য থাকারই কথা তাঁর। কেননা, আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে জয় পায় ক্যামেরুন। এমন স্মরণীয় মুহূর্তের নায়ক আবার তিনি। এ ছাড়া বিশ্বকাপে ২০ বছর পর তাঁর গোলেই প্রথম জয়ও পেয়েছে আফ্রিকার দেশটি। সে হিসাবে হয়তো লাল কার্ডকে তাঁর শাস্তি মনেই হয়নি। মাঠ ছাড়ার সময় যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাতাহর সঙ্গে হাতও মিলিয়েছেন ক্যামেরুনের অধিনায়ক।
লাল কার্ডে আফসোস না থাকলেও দলকে দ্বিতীয় রাউন্ডে তুলতে না পারার আক্ষেপ হয়তো পোড়াবে আবুবকরকে। শেষ ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারালেও অন্য ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়ায় সুইজারল্যান্ড সুযোগ পেয়েছে শেষ ষোলোতে।

অতীতে এমন দৃশ্য ফুটবলে সচরাচর ঘটত—গোল দেওয়ার পর পরনের জার্সি খুলে উদ্যাপন করছেন ফুটবলাররা। কিন্তু এখন নিয়ম বদলে গেছে। গোল দেওয়ার পর কোনোভাবেই জার্সি খোলা যাবে না। যদি কোনো ফুটবলার সাহস করেন, তাহলে তাঁকে হলুদ কার্ড দেখানো হবে।
ব্রাজিলের বিপক্ষে গতকাল গোল দেওয়ার পর এমনই ধৃষ্টতা দেখিয়েছেন ভিনসেন্ট আবুবকর। এর শাস্তিস্বরূপ ফলও পেয়েছেন ক্যামেরুনের অধিনায়ক। জার্সি খুলে ফেলার অপরাধে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে।
গ্রুপের শেষ ম্যাচে গতকাল আবুবকরের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। পুরো ম্যাচে আক্রমণের পর আক্রমণ করেও যখন গোল পাচ্ছিল না ব্রাজিল, তখন অতিরিক্ত সময়ে গোল করে বসে ক্যামেরুন। ৯২ মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন অধিনায়ক। এর পরই জার্সি খুলে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন এই ফরোয়ার্ড। এর শাস্তি হিসেবে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচে এটি দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে।
তবে, লাল কার্ড পাওয়ার সময় আবুবকরের মুখে কোনো হতাশা ছিল না। বরং, হাসিমুখেই মাঠ ছেড়েছেন তিনি। হাসিটা অবশ্য থাকারই কথা তাঁর। কেননা, আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে জয় পায় ক্যামেরুন। এমন স্মরণীয় মুহূর্তের নায়ক আবার তিনি। এ ছাড়া বিশ্বকাপে ২০ বছর পর তাঁর গোলেই প্রথম জয়ও পেয়েছে আফ্রিকার দেশটি। সে হিসাবে হয়তো লাল কার্ডকে তাঁর শাস্তি মনেই হয়নি। মাঠ ছাড়ার সময় যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাতাহর সঙ্গে হাতও মিলিয়েছেন ক্যামেরুনের অধিনায়ক।
লাল কার্ডে আফসোস না থাকলেও দলকে দ্বিতীয় রাউন্ডে তুলতে না পারার আক্ষেপ হয়তো পোড়াবে আবুবকরকে। শেষ ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারালেও অন্য ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়ায় সুইজারল্যান্ড সুযোগ পেয়েছে শেষ ষোলোতে।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
৯ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৯ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১৪ ঘণ্টা আগে