
এবারের মৌসুমের শুরু থেকে ছন্দহীন লিভারপুল ও চেলসি। সেই চিত্র পাওয়া গেছে অ্যানফিল্ডেও। ৯০ মিনিট লড়াই করেও কোনো দল গোল করতে পারেনি।
দলবদলে একের পর এক ফুটবলার ভিড়িয়েও দল হয়ে উঠতে পারছে না চেলসি। টানা তিন ম্যাচ হারের পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পাওয়ার পর আজ ড্র করল। অন্যদিকে টানা তিন ম্যাচ জয়হীন রইল স্বাগতিকেরা। শেষ দুই ম্যাচে হেরে যাওয়া দলটি নিজেদের মাঠের সুবিধাটা নিতে পারল না।
নিজেদের শক্তি আর সামর্থ্যের জন্যই লিভারপুল-চেলসি ম্যাচের প্রতি দর্শকদের আগ্রহ বেশ ভালোই ছিল। সে আশার পারদও চূড়ায় উঠে গিয়েছিল ম্যাচের চার মিনিটেই চেলসির হয়ে কাই হাভার্টজের গোলে। কিন্তু অফসাইডের ফাঁদে গোলটি বাদ পড়ায় ম্যাচ স্বাভাবিক পথেই গড়ায়। প্রথমার্ধে তাই দুই দলই চেষ্টা করেছে গোল করার। তবে সে আশা পূরণ হয়নি কারওরই।
দ্বিতীয়ার্ধে চেলসির হয়ে অভিষেক হয় নতুন আসা মিখাইলো মুদ্রিকের। মাঠে নেমেই বেশ কিছু সুযোগও তৈরি করেছিলেন এই ইউক্রেনীয় নেইমার। কিন্তু সতীর্থদের মিসের মহড়ায় গোলের দেখা পায়নি চেলসি।
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ড থেকে জয় না পেলেও আবারো যে পরাজয়ের দেখা পায়নি এতেই সন্তুষ্ট বলে জানিয়েছেন ম্যাসন মাউন্ট। চেলসির এই ফরোয়ার্ড বলেছেন, ‘এখানে (অ্যানফিল্ডে) পরিস্থিতি কঠিন হবে আমরা জানতাম। সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। অনেক সুযোগ তৈরি করেছি আমরা।’
চোটের কারণে একাদশের বেশ কিছু ফুটবলার দলের বাইরে থাকায় দলের অবস্থা ভালো নয় লিভারপুলের। এমন কঠিন সময়ে চেলসির মতো দলের বিপক্ষে ড্রও যে ভালো ফল জানিয়েছেন জেমস মিলনার। লিভারপুল অধিনায়ক বলেছেন, ‘আমরা খুব ভালো খেলিনি যে ম্যাচ জিতব। তবে ভালো লক্ষণ যে আমরা দল হিসেবে খেলতে পেরেছি।’
অ্যানফিল্ডে কোনো দল জয় না পেলেও ব্যক্তিগত মাইলফলক অর্জন করেছেন ইয়ুর্গেন ক্লপ ও সেজার আজপিলিকুয়েতা। আজকের ম্যাচ দিয়ে কোচিং ক্যারিয়ারে ১ হাজার বার ডাগ আউটে দাঁড়িয়েছেন লিভারপুলের কোচ ক্লপ। অন্যদিকে চেলসির জার্সিতে ৫০০ তম ম্যাচ খেলেছেন ডিফেন্ডার আজপিলিকুয়েতা।

এবারের মৌসুমের শুরু থেকে ছন্দহীন লিভারপুল ও চেলসি। সেই চিত্র পাওয়া গেছে অ্যানফিল্ডেও। ৯০ মিনিট লড়াই করেও কোনো দল গোল করতে পারেনি।
দলবদলে একের পর এক ফুটবলার ভিড়িয়েও দল হয়ে উঠতে পারছে না চেলসি। টানা তিন ম্যাচ হারের পর ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয় পাওয়ার পর আজ ড্র করল। অন্যদিকে টানা তিন ম্যাচ জয়হীন রইল স্বাগতিকেরা। শেষ দুই ম্যাচে হেরে যাওয়া দলটি নিজেদের মাঠের সুবিধাটা নিতে পারল না।
নিজেদের শক্তি আর সামর্থ্যের জন্যই লিভারপুল-চেলসি ম্যাচের প্রতি দর্শকদের আগ্রহ বেশ ভালোই ছিল। সে আশার পারদও চূড়ায় উঠে গিয়েছিল ম্যাচের চার মিনিটেই চেলসির হয়ে কাই হাভার্টজের গোলে। কিন্তু অফসাইডের ফাঁদে গোলটি বাদ পড়ায় ম্যাচ স্বাভাবিক পথেই গড়ায়। প্রথমার্ধে তাই দুই দলই চেষ্টা করেছে গোল করার। তবে সে আশা পূরণ হয়নি কারওরই।
দ্বিতীয়ার্ধে চেলসির হয়ে অভিষেক হয় নতুন আসা মিখাইলো মুদ্রিকের। মাঠে নেমেই বেশ কিছু সুযোগও তৈরি করেছিলেন এই ইউক্রেনীয় নেইমার। কিন্তু সতীর্থদের মিসের মহড়ায় গোলের দেখা পায়নি চেলসি।
লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ড থেকে জয় না পেলেও আবারো যে পরাজয়ের দেখা পায়নি এতেই সন্তুষ্ট বলে জানিয়েছেন ম্যাসন মাউন্ট। চেলসির এই ফরোয়ার্ড বলেছেন, ‘এখানে (অ্যানফিল্ডে) পরিস্থিতি কঠিন হবে আমরা জানতাম। সব মিলিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল। অনেক সুযোগ তৈরি করেছি আমরা।’
চোটের কারণে একাদশের বেশ কিছু ফুটবলার দলের বাইরে থাকায় দলের অবস্থা ভালো নয় লিভারপুলের। এমন কঠিন সময়ে চেলসির মতো দলের বিপক্ষে ড্রও যে ভালো ফল জানিয়েছেন জেমস মিলনার। লিভারপুল অধিনায়ক বলেছেন, ‘আমরা খুব ভালো খেলিনি যে ম্যাচ জিতব। তবে ভালো লক্ষণ যে আমরা দল হিসেবে খেলতে পেরেছি।’
অ্যানফিল্ডে কোনো দল জয় না পেলেও ব্যক্তিগত মাইলফলক অর্জন করেছেন ইয়ুর্গেন ক্লপ ও সেজার আজপিলিকুয়েতা। আজকের ম্যাচ দিয়ে কোচিং ক্যারিয়ারে ১ হাজার বার ডাগ আউটে দাঁড়িয়েছেন লিভারপুলের কোচ ক্লপ। অন্যদিকে চেলসির জার্সিতে ৫০০ তম ম্যাচ খেলেছেন ডিফেন্ডার আজপিলিকুয়েতা।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৭ ঘণ্টা আগে