
ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা ফুটবল দল। এক সপ্তাহ না যেতেই আবারও মাঠে নেমে পড়তে হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় আলবিসেলেস্তেরা যে ম্যাচ খেলতে নামছে, সেই দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা এবার খেলবে বলিভিয়ার বিপক্ষে। সেই ম্যাচের আগে আজ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে দলটির একাদশ নিয়ে ইঙ্গিত পাওয়া গেছে।
সেই খবর অনুযায়ী অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শুরুর একাদশে থাকার কথা। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ ম্যাচ আর্জেন্টাইন এই মিডফিল্ডার খেলেছেন ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাইপর্বের অংশ।
আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো বলিভিয়ার বিপক্ষে এ ম্যাচ দিয়ে ফিরছেন বলে জানা গেছে। সেক্ষেত্রে রক্ষণভাগে রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল-এই দুই ডিফেন্ডারকে দেখা যেতে পারে। তাতে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা হারাতে পারেন নিকোলাস ওতামেন্দি ও নাহুয়েল মলিনা। বলিভিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে লাওতারো মার্তিনেজকেও। তাতে লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ-আক্রমণভাগে এই ত্রয়ীকে দেখা যাবে আগামীকাল। যদি ম্যাক অ্যালিস্টার ফেরেন, তাহলে আরেক মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে নাও দেখা যেতে পারে শুরুর একাদশে।
বিশ্বকাপ বাছাই, কোপা আমেরিকা ও প্রীতি ফুটবল—সব মিলিয়ে টানা ১২ ম্যাচ জয়ের পর ১০ সেপ্টেম্বর জয়রথ থেমে যায় আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে গত মাসে আর্জেন্টিনা হেরেছিল ১-০ ব্যবধানে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই হারের ঠিক এক মাস পর ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেন মেসিরা। ১০ অক্টোবর আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচটিও ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে প্রায় তিন মাস পর ফেরেন মেসি।
আরও খবর পড়ুন:

ব্যস্ত সময় পার করছে আর্জেন্টিনা ফুটবল দল। এক সপ্তাহ না যেতেই আবারও মাঠে নেমে পড়তে হচ্ছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় আলবিসেলেস্তেরা যে ম্যাচ খেলতে নামছে, সেই দলে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।
এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা এবার খেলবে বলিভিয়ার বিপক্ষে। সেই ম্যাচের আগে আজ আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে দলটির একাদশ নিয়ে ইঙ্গিত পাওয়া গেছে।
সেই খবর অনুযায়ী অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের শুরুর একাদশে থাকার কথা। আন্তর্জাতিক ফুটবলে সবশেষ ম্যাচ আর্জেন্টাইন এই মিডফিল্ডার খেলেছেন ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে। আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি ছিল বিশ্বকাপ বাছাইপর্বের অংশ।
আর্জেন্টিনার তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো বলিভিয়ার বিপক্ষে এ ম্যাচ দিয়ে ফিরছেন বলে জানা গেছে। সেক্ষেত্রে রক্ষণভাগে রোমেরোর সঙ্গে লিসান্দ্রো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল-এই দুই ডিফেন্ডারকে দেখা যেতে পারে। তাতে আর্জেন্টিনার শুরুর একাদশে জায়গা হারাতে পারেন নিকোলাস ওতামেন্দি ও নাহুয়েল মলিনা। বলিভিয়ার বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে লাওতারো মার্তিনেজকেও। তাতে লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ-আক্রমণভাগে এই ত্রয়ীকে দেখা যাবে আগামীকাল। যদি ম্যাক অ্যালিস্টার ফেরেন, তাহলে আরেক মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে নাও দেখা যেতে পারে শুরুর একাদশে।
বিশ্বকাপ বাছাই, কোপা আমেরিকা ও প্রীতি ফুটবল—সব মিলিয়ে টানা ১২ ম্যাচ জয়ের পর ১০ সেপ্টেম্বর জয়রথ থেমে যায় আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে গত মাসে আর্জেন্টিনা হেরেছিল ১-০ ব্যবধানে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই হারের ঠিক এক মাস পর ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেন মেসিরা। ১০ অক্টোবর আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলা ম্যাচটিও ছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের। এই ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে প্রায় তিন মাস পর ফেরেন মেসি।
আরও খবর পড়ুন:

বাংলাদেশ-ভারতের শীতল সম্পর্কের ছাপ ক্রিকেটেও। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের দুই দেশের প্রথম ম্যাচে টসের পর হাতে হাত মেলালেন না দুই দলের অধিনায়ক। ব্যাপারটা রীতিমতো বিস্ময় হয়েই এসেছে সবার কাছে। এমন উত্তেজনার একটা আবহে শুরু হওয়া বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে নাটকীয়ভাবে (ডিএলএস মেথডে) আজ ১৮ রানে হার
৯ ঘণ্টা আগে
ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৯ ঘণ্টা আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
৯ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
১০ ঘণ্টা আগে