
জেতা তো দূরে থাক, ইন্টার মায়ামিকে চোখ রাঙাচ্ছিল নিশ্চিত পরাজয়। তবে যে মায়ামিতে আছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মতো তারকারা, সেই দল কি হাল ছেড়ে দেবে? কেউ না কেউ মায়ামির শেষ মুহূর্তে উদ্ধারকর্তা হিসেবে কাজ করেই যাচ্ছেন। এবার দলটির উদ্ধারকর্তা হিসেবে কাজ করলেন সুয়ারেজ।
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে শেষ ষোলোর প্রথম লেগে আজ মুখোমুখি হয়েছে ন্যাশভিল ও মায়ামি। এই ম্যাচের আগে ন্যাশভিল থেকে এক বিবৃতি দেওয়া হয়েছিল যাতে গিওদিস পার্ক স্টেডিয়ামের এক অংশে মায়ামির জার্সি পড়ে কেউ ঢুকতে না পারেন। তবু গিওদিস পার্কে ম্যাচটি ছিল নাটকীয়কতায় পূর্ণ। মাঠের লড়াইয়ে দাপট দেখিয়ে খেলে মায়ামি। ৭১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৬ শট। অন্যদিকে বাতিল হয়ে যায় ন্যাশভিলের গোল। শেষ পর্যন্ত ন্যাশভিল-মায়ামি ম্যাচ ড্র হয় ২-২ গোলে।
ম্যাচে অবশ্য শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। ৪ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ন্যাশভিল স্ট্রাইকার জ্যাকব শ্যাফেলবার্গ। ন্যাশভিলের এগিয়ে যাওয়ার গোলে অ্যাসিস্ট করেছেন শাক মুর। এরপর ১৩ মিনিটেই সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। নোয়া অ্যালেনের পাস থেকে বরাবরের মতো বা পায়েই শট নেন মেসি। তবে আর্জেন্টাইন তারকা ফুটবলার এবার লক্ষ্যভেদ করতে পারেননি। ১৮ মিনিটে অবশ্য ব্যবধান বাড়ানোর যাওয়ার সুযোগ পেয়েছিল ন্যাশভিল। তবে শ্যাফেলবার্গের ক্রস থেকে পাওয়া ক্রসে ঠিকমতো মাথা ছোয়াতে পারেননি ন্যাশফিল ফরোয়ার্ড অ্যালেক্স মুইল। এরপর ২৩ মিনিটে ন্যাশভিলকে আরও একটু এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন হ্যানি মুখতার। তবে সেই আক্রমণ প্রতিহত করেছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।
আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় মায়ামিকে এগিয়ে নেওয়ার সুযোগ পান মেসিই। তবে ৩৭ মিনিটে তাঁর (মেসি) আক্রমণ প্রতিহত করেছেন ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস। এরপর ৪৫মিনিটে মায়ামিকে সমতায় ফেরানোর সুযোগ পান ফেদেরিকো রেদোন্দো। এবার তাঁর মাথা ছোয়ানো শট প্রতিহত করেন ন্যাশভিল গোলরক্ষক উইলিস। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ন্যাশভিল।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ২-০ গোলে এগিয়ে যায় ন্যাশভিল। ৪৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন শ্যাফেলবার্গ। ম্যাচে ব্যবধান কমাতে খুব একটা সময় নেননি মেসি। ৫২ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন মেসি। এক পর্যায়ে ৩-১ গোলে এগিয়ে গিয়েও এগোনো হয়নি ন্যাশভিলের। ৮৫ মিনিটে গোল ন্যাশভিলের মুর। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিআর) দেখে সেই গোলটি বাতিল করা হয়। এরপর ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে সমতায় ফেরে মায়ামি। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে বুসকেতসের ক্রস থেকে হেডে গোল করেন সুয়ারেজ। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে ন্যাশভিল-মায়ামি ।

জেতা তো দূরে থাক, ইন্টার মায়ামিকে চোখ রাঙাচ্ছিল নিশ্চিত পরাজয়। তবে যে মায়ামিতে আছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের মতো তারকারা, সেই দল কি হাল ছেড়ে দেবে? কেউ না কেউ মায়ামির শেষ মুহূর্তে উদ্ধারকর্তা হিসেবে কাজ করেই যাচ্ছেন। এবার দলটির উদ্ধারকর্তা হিসেবে কাজ করলেন সুয়ারেজ।
কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে শেষ ষোলোর প্রথম লেগে আজ মুখোমুখি হয়েছে ন্যাশভিল ও মায়ামি। এই ম্যাচের আগে ন্যাশভিল থেকে এক বিবৃতি দেওয়া হয়েছিল যাতে গিওদিস পার্ক স্টেডিয়ামের এক অংশে মায়ামির জার্সি পড়ে কেউ ঢুকতে না পারেন। তবু গিওদিস পার্কে ম্যাচটি ছিল নাটকীয়কতায় পূর্ণ। মাঠের লড়াইয়ে দাপট দেখিয়ে খেলে মায়ামি। ৭১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৬ শট। অন্যদিকে বাতিল হয়ে যায় ন্যাশভিলের গোল। শেষ পর্যন্ত ন্যাশভিল-মায়ামি ম্যাচ ড্র হয় ২-২ গোলে।
ম্যাচে অবশ্য শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। ৪ মিনিটে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ন্যাশভিল স্ট্রাইকার জ্যাকব শ্যাফেলবার্গ। ন্যাশভিলের এগিয়ে যাওয়ার গোলে অ্যাসিস্ট করেছেন শাক মুর। এরপর ১৩ মিনিটেই সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। নোয়া অ্যালেনের পাস থেকে বরাবরের মতো বা পায়েই শট নেন মেসি। তবে আর্জেন্টাইন তারকা ফুটবলার এবার লক্ষ্যভেদ করতে পারেননি। ১৮ মিনিটে অবশ্য ব্যবধান বাড়ানোর যাওয়ার সুযোগ পেয়েছিল ন্যাশভিল। তবে শ্যাফেলবার্গের ক্রস থেকে পাওয়া ক্রসে ঠিকমতো মাথা ছোয়াতে পারেননি ন্যাশফিল ফরোয়ার্ড অ্যালেক্স মুইল। এরপর ২৩ মিনিটে ন্যাশভিলকে আরও একটু এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন হ্যানি মুখতার। তবে সেই আক্রমণ প্রতিহত করেছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার।
আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় মায়ামিকে এগিয়ে নেওয়ার সুযোগ পান মেসিই। তবে ৩৭ মিনিটে তাঁর (মেসি) আক্রমণ প্রতিহত করেছেন ন্যাশভিল গোলরক্ষক জো উইলিস। এরপর ৪৫মিনিটে মায়ামিকে সমতায় ফেরানোর সুযোগ পান ফেদেরিকো রেদোন্দো। এবার তাঁর মাথা ছোয়ানো শট প্রতিহত করেন ন্যাশভিল গোলরক্ষক উইলিস। প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে ন্যাশভিল।
দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই ২-০ গোলে এগিয়ে যায় ন্যাশভিল। ৪৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন শ্যাফেলবার্গ। ম্যাচে ব্যবধান কমাতে খুব একটা সময় নেননি মেসি। ৫২ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্টে গোল করেন মেসি। এক পর্যায়ে ৩-১ গোলে এগিয়ে গিয়েও এগোনো হয়নি ন্যাশভিলের। ৮৫ মিনিটে গোল ন্যাশভিলের মুর। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিআর) দেখে সেই গোলটি বাতিল করা হয়। এরপর ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে সমতায় ফেরে মায়ামি। অতিরিক্ত সময়ের ৫ মিনিটে বুসকেতসের ক্রস থেকে হেডে গোল করেন সুয়ারেজ। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়ে ন্যাশভিল-মায়ামি ।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে