
ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপ ও ন্যাশনস লিগে দুর্দান্ত খেলেছিলেন জসকো গাভারদিওল। অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্যই তাঁকে কিনতে মরিয়া ছিলেন পেপ গার্দিওলা। শেষ পর্যন্ত সফল হয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ।
গাভারদিওলকে বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬২ কোটি টাকায় দলে ভিড়িয়েছে ম্যানসিটি। পাঁচ বছরের চুক্তি নিশ্চিত হওয়ার মাধ্যমে একটি রেকর্ডও গড়েছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার। ইতিহাদের সবচেয়ে দামি ডিফেন্ডার এখন তিনি। তাঁর আগে ৮৫৪ কোটি টাকায় সর্বোচ্চ ছিলেন পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াস। আর সব মিলিয়ে সিটির দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে আছেন ১ হাজার ৪০২ কোটি টাকায় ইংলিশ স্ট্রাইকার জ্যাক গ্রিলিশ। ক্রোয়েশিয়ান তারকাকে দলে ভেড়ানোয় নতুন মৌসুম শুরুর আগে দ্বিতীয় খেলোয়াড় কিনল সিটি। গাভারদিওলেরই স্বদেশি মাতেও কোভাচিচকে কিছুদিন আগে কিনেছিল তারা।
অন্যদিকে সিটির হয়ে সর্বোচ্চ দামি ডিফেন্ডার হলেও প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় শীর্ষে আছেন হ্যারি ম্যাগুয়ার। ২০১৯ সালে লেস্টার সিটি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার সময় ১ হাজার ১০৩ কোটি টাকায় চুক্তি করেছিলেন ইংলিশ ডিফেন্ডার।
অনেক দিন ধরেই গাভারদিওলের সাবেক ক্লাব আরবি লাইপজিগের সঙ্গে যোগাযোগ করছিল সিটি। সেই হিসেবে ইংলিশ ক্লাবে ২১ বছর বয়সী তারকার আসাটা প্রায় নিশ্চিতই ছিল। তাছাড়া প্রিমিয়ার লিগে খেলার স্বপ্নও ছিল তাঁর। সিটিতে যোগ দেওয়ায় সেই স্বপ্ন পূরণের কথা শোনালেন গাভারদিওল। তিনি বলেছেন, ‘সব সময় স্বপ্ন দেখেছিলাম একদিন ইংল্যান্ডে খেলব। মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি আমার সঙ্গে চুক্তি করায় এটা আমার জন্য সম্মানের।’
সিটিতে যোগ দিয়ে গার্দিওলার প্রশংসাও করেছেন গাভারদিওল। তিনি বলেছেন, ‘সিটির সঙ্গে যুক্ত হতে পারাটা আমার এবং আমার পরিবারের জন্য বিশেষ কিছু। পেপ গার্দিওলার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া অবিশ্বাস্য বিষয়। বিশ্বাস করি যে সেরা কোচের অধীনে আমার খেলা এগিয়ে যাবে।’
বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে তৃতীয় করতে রক্ষণভাগে দুর্দান্ত ছন্দে ছিলেন গাভারদিওল। একই ছন্দে ছিলেন ন্যাশনস লিগেও। তবে দলকে ফাইনালে তুললেও স্পেনের কাছে হেরে আশাহত হতে হয় তাঁকে। লাইপজিগের হয়ে ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত ৫৯ ম্যাচে ৩ গোল করেছেন তিনি।

ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপ ও ন্যাশনস লিগে দুর্দান্ত খেলেছিলেন জসকো গাভারদিওল। অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্যই তাঁকে কিনতে মরিয়া ছিলেন পেপ গার্দিওলা। শেষ পর্যন্ত সফল হয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ।
গাভারদিওলকে বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৬২ কোটি টাকায় দলে ভিড়িয়েছে ম্যানসিটি। পাঁচ বছরের চুক্তি নিশ্চিত হওয়ার মাধ্যমে একটি রেকর্ডও গড়েছেন ক্রোয়েশিয়ার ডিফেন্ডার। ইতিহাদের সবচেয়ে দামি ডিফেন্ডার এখন তিনি। তাঁর আগে ৮৫৪ কোটি টাকায় সর্বোচ্চ ছিলেন পর্তুগিজ ডিফেন্ডার রুবেন দিয়াস। আর সব মিলিয়ে সিটির দ্বিতীয় সর্বোচ্চ। শীর্ষে আছেন ১ হাজার ৪০২ কোটি টাকায় ইংলিশ স্ট্রাইকার জ্যাক গ্রিলিশ। ক্রোয়েশিয়ান তারকাকে দলে ভেড়ানোয় নতুন মৌসুম শুরুর আগে দ্বিতীয় খেলোয়াড় কিনল সিটি। গাভারদিওলেরই স্বদেশি মাতেও কোভাচিচকে কিছুদিন আগে কিনেছিল তারা।
অন্যদিকে সিটির হয়ে সর্বোচ্চ দামি ডিফেন্ডার হলেও প্রিমিয়ার লিগে দ্বিতীয় সর্বোচ্চ। এই তালিকায় শীর্ষে আছেন হ্যারি ম্যাগুয়ার। ২০১৯ সালে লেস্টার সিটি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার সময় ১ হাজার ১০৩ কোটি টাকায় চুক্তি করেছিলেন ইংলিশ ডিফেন্ডার।
অনেক দিন ধরেই গাভারদিওলের সাবেক ক্লাব আরবি লাইপজিগের সঙ্গে যোগাযোগ করছিল সিটি। সেই হিসেবে ইংলিশ ক্লাবে ২১ বছর বয়সী তারকার আসাটা প্রায় নিশ্চিতই ছিল। তাছাড়া প্রিমিয়ার লিগে খেলার স্বপ্নও ছিল তাঁর। সিটিতে যোগ দেওয়ায় সেই স্বপ্ন পূরণের কথা শোনালেন গাভারদিওল। তিনি বলেছেন, ‘সব সময় স্বপ্ন দেখেছিলাম একদিন ইংল্যান্ডে খেলব। মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটি আমার সঙ্গে চুক্তি করায় এটা আমার জন্য সম্মানের।’
সিটিতে যোগ দিয়ে গার্দিওলার প্রশংসাও করেছেন গাভারদিওল। তিনি বলেছেন, ‘সিটির সঙ্গে যুক্ত হতে পারাটা আমার এবং আমার পরিবারের জন্য বিশেষ কিছু। পেপ গার্দিওলার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া অবিশ্বাস্য বিষয়। বিশ্বাস করি যে সেরা কোচের অধীনে আমার খেলা এগিয়ে যাবে।’
বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে তৃতীয় করতে রক্ষণভাগে দুর্দান্ত ছন্দে ছিলেন গাভারদিওল। একই ছন্দে ছিলেন ন্যাশনস লিগেও। তবে দলকে ফাইনালে তুললেও স্পেনের কাছে হেরে আশাহত হতে হয় তাঁকে। লাইপজিগের হয়ে ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত ৫৯ ম্যাচে ৩ গোল করেছেন তিনি।

চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সাথে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
৭ মিনিট আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
৩২ মিনিট আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১৩ ঘণ্টা আগে