নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিক ও তাদের পরিবারকে নিয়ে করা কাজী সালাউদ্দিনের আপত্তিকর মন্তব্যে এখন ফুঁসছে বাংলাদেশের সাংবাদিক সমাজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির বক্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলছেন কেউ কেউ। একাধিক সাংবাদিক সংগঠন থেকে উঠেছে সালাউদ্দিনের পদত্যাগের দাবি।
গতকাল (মঙ্গলবার) নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকেরা ব্রিফিং কাভারের জন্য বাফুফে ভবনের বোর্ড রুমে প্রবেশ করছিলেন। ব্রিফিং কাভারের প্রস্তুতির জন্য সাংবাদিকেরা বোর্ডের ওপর মোবাইল, টিভির বুম রাখেন। ব্রিফিং শুরুর আগে সভাপতি কাজী সালাউদ্দিন ফেডারেশনের অন্য কর্মকর্তাদের সঙ্গে অনেকটা তাচ্ছিল্যের সঙ্গে বলছিলেন, ‘সাংবাদিকরা এখানে ঢুকতে গেলে, আমার এখানে তাদের বাপ-মায়ের ছবি দিতে হবে। আরেকটা কন্ডিশন হলো, তারা বাপের ফটো পাঠাবে জুতা পরা। ঠিক আছে, এটা বাধ্যতামূলক। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’
দেশের ক্রীড়া সাংবাদিকদের অন্যতম বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। কিংবদন্তি খেলোয়াড় হিসেবে সালাউদ্দিনকে ২০১২ সালে সম্মানসূচক সদস্য দিয়েছিল সংগঠনটি। খেলাধুলায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে সালাউদ্দিনের মতো সদস্যপদ পেয়েছিলেন সাবেক বিসিবি সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ আরও অনেক বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব।
সালাউদ্দিনের এমন বক্তব্যে ক্ষুব্ধ বিএসপিএ এক বিবৃতিতে জানিয়েছে, কুরুচিপূর্ণ বক্তব্য সাংবাদিকদের মতাদর্শের পরিপন্থী। সালাউদ্দিন ও সহসভাপতি কাজী নাবিল আহমেদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘সাংবাদিকদের ওপর তাদের কতটা বিদ্বেষ, সেটা প্রকাশ পেয়েছে তাদের কথাবার্তায়। তারা শুধু সাংবাদিকদের নয়, তাদের পরিবার এমনকি সাংবাদিকদের মা-বাবাকে কটাক্ষ করতে ছাড়েননি। এটা পুরো সাংবাদিক সমাজকে ভীষণভাবে আহত করেছে।’
নিন্দা জানানোর পাশাপাশি সালাউদ্দিনের সম্মানসূচক সদস্য পদও কেড়ে নিয়েছে বিএসপিএ। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানের প্রেক্ষাপটে তার (সালাউদ্দিনের) আচরণ, বক্তব্য সবকিছুই এই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক সংগঠনের মতাদর্শের পরিপন্থী। তার কুরুচিপূর্ণ বক্তব্য ক্রীড়া সাংবাদিকদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তাই বিএসপি কমিটি আজ জরুরি সভা করে কাজী সালাউদ্দিনকে সাম্মানিক সদস্য পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।’
শুধু বিএসপিএ থেকেই নয়, দেশে সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) পক্ষ থেকে জানানো হয়েছে সালাউদ্দিনের পদত্যাগের দাবি। সংগঠনটি বিবৃতিতে বলা হয়েছে, ‘কাজী সালাউদ্দিনের দায়িত্বে দেশের জনপ্রিয় খেলা ফুটবলের মান প্রতিনিয়ত নিম্নগামী। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে। দেশে ও দেশের বাইরে ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় সালাউদ্দিন বাফুফের সভাপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলে মনে করে বিএফইউজে।’

সাংবাদিক ও তাদের পরিবারকে নিয়ে করা কাজী সালাউদ্দিনের আপত্তিকর মন্তব্যে এখন ফুঁসছে বাংলাদেশের সাংবাদিক সমাজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির বক্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলছেন কেউ কেউ। একাধিক সাংবাদিক সংগঠন থেকে উঠেছে সালাউদ্দিনের পদত্যাগের দাবি।
গতকাল (মঙ্গলবার) নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকেরা ব্রিফিং কাভারের জন্য বাফুফে ভবনের বোর্ড রুমে প্রবেশ করছিলেন। ব্রিফিং কাভারের প্রস্তুতির জন্য সাংবাদিকেরা বোর্ডের ওপর মোবাইল, টিভির বুম রাখেন। ব্রিফিং শুরুর আগে সভাপতি কাজী সালাউদ্দিন ফেডারেশনের অন্য কর্মকর্তাদের সঙ্গে অনেকটা তাচ্ছিল্যের সঙ্গে বলছিলেন, ‘সাংবাদিকরা এখানে ঢুকতে গেলে, আমার এখানে তাদের বাপ-মায়ের ছবি দিতে হবে। আরেকটা কন্ডিশন হলো, তারা বাপের ফটো পাঠাবে জুতা পরা। ঠিক আছে, এটা বাধ্যতামূলক। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’
দেশের ক্রীড়া সাংবাদিকদের অন্যতম বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। কিংবদন্তি খেলোয়াড় হিসেবে সালাউদ্দিনকে ২০১২ সালে সম্মানসূচক সদস্য দিয়েছিল সংগঠনটি। খেলাধুলায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে সালাউদ্দিনের মতো সদস্যপদ পেয়েছিলেন সাবেক বিসিবি সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ আরও অনেক বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব।
সালাউদ্দিনের এমন বক্তব্যে ক্ষুব্ধ বিএসপিএ এক বিবৃতিতে জানিয়েছে, কুরুচিপূর্ণ বক্তব্য সাংবাদিকদের মতাদর্শের পরিপন্থী। সালাউদ্দিন ও সহসভাপতি কাজী নাবিল আহমেদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘সাংবাদিকদের ওপর তাদের কতটা বিদ্বেষ, সেটা প্রকাশ পেয়েছে তাদের কথাবার্তায়। তারা শুধু সাংবাদিকদের নয়, তাদের পরিবার এমনকি সাংবাদিকদের মা-বাবাকে কটাক্ষ করতে ছাড়েননি। এটা পুরো সাংবাদিক সমাজকে ভীষণভাবে আহত করেছে।’
নিন্দা জানানোর পাশাপাশি সালাউদ্দিনের সম্মানসূচক সদস্য পদও কেড়ে নিয়েছে বিএসপিএ। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানের প্রেক্ষাপটে তার (সালাউদ্দিনের) আচরণ, বক্তব্য সবকিছুই এই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক সংগঠনের মতাদর্শের পরিপন্থী। তার কুরুচিপূর্ণ বক্তব্য ক্রীড়া সাংবাদিকদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তাই বিএসপি কমিটি আজ জরুরি সভা করে কাজী সালাউদ্দিনকে সাম্মানিক সদস্য পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।’
শুধু বিএসপিএ থেকেই নয়, দেশে সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) পক্ষ থেকে জানানো হয়েছে সালাউদ্দিনের পদত্যাগের দাবি। সংগঠনটি বিবৃতিতে বলা হয়েছে, ‘কাজী সালাউদ্দিনের দায়িত্বে দেশের জনপ্রিয় খেলা ফুটবলের মান প্রতিনিয়ত নিম্নগামী। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে। দেশে ও দেশের বাইরে ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় সালাউদ্দিন বাফুফের সভাপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলে মনে করে বিএফইউজে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৮ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে