নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাংবাদিক ও তাদের পরিবারকে নিয়ে করা কাজী সালাউদ্দিনের আপত্তিকর মন্তব্যে এখন ফুঁসছে বাংলাদেশের সাংবাদিক সমাজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির বক্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলছেন কেউ কেউ। একাধিক সাংবাদিক সংগঠন থেকে উঠেছে সালাউদ্দিনের পদত্যাগের দাবি।
গতকাল (মঙ্গলবার) নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকেরা ব্রিফিং কাভারের জন্য বাফুফে ভবনের বোর্ড রুমে প্রবেশ করছিলেন। ব্রিফিং কাভারের প্রস্তুতির জন্য সাংবাদিকেরা বোর্ডের ওপর মোবাইল, টিভির বুম রাখেন। ব্রিফিং শুরুর আগে সভাপতি কাজী সালাউদ্দিন ফেডারেশনের অন্য কর্মকর্তাদের সঙ্গে অনেকটা তাচ্ছিল্যের সঙ্গে বলছিলেন, ‘সাংবাদিকরা এখানে ঢুকতে গেলে, আমার এখানে তাদের বাপ-মায়ের ছবি দিতে হবে। আরেকটা কন্ডিশন হলো, তারা বাপের ফটো পাঠাবে জুতা পরা। ঠিক আছে, এটা বাধ্যতামূলক। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’
দেশের ক্রীড়া সাংবাদিকদের অন্যতম বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। কিংবদন্তি খেলোয়াড় হিসেবে সালাউদ্দিনকে ২০১২ সালে সম্মানসূচক সদস্য দিয়েছিল সংগঠনটি। খেলাধুলায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে সালাউদ্দিনের মতো সদস্যপদ পেয়েছিলেন সাবেক বিসিবি সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ আরও অনেক বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব।
সালাউদ্দিনের এমন বক্তব্যে ক্ষুব্ধ বিএসপিএ এক বিবৃতিতে জানিয়েছে, কুরুচিপূর্ণ বক্তব্য সাংবাদিকদের মতাদর্শের পরিপন্থী। সালাউদ্দিন ও সহসভাপতি কাজী নাবিল আহমেদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘সাংবাদিকদের ওপর তাদের কতটা বিদ্বেষ, সেটা প্রকাশ পেয়েছে তাদের কথাবার্তায়। তারা শুধু সাংবাদিকদের নয়, তাদের পরিবার এমনকি সাংবাদিকদের মা-বাবাকে কটাক্ষ করতে ছাড়েননি। এটা পুরো সাংবাদিক সমাজকে ভীষণভাবে আহত করেছে।’
নিন্দা জানানোর পাশাপাশি সালাউদ্দিনের সম্মানসূচক সদস্য পদও কেড়ে নিয়েছে বিএসপিএ। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানের প্রেক্ষাপটে তার (সালাউদ্দিনের) আচরণ, বক্তব্য সবকিছুই এই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক সংগঠনের মতাদর্শের পরিপন্থী। তার কুরুচিপূর্ণ বক্তব্য ক্রীড়া সাংবাদিকদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তাই বিএসপি কমিটি আজ জরুরি সভা করে কাজী সালাউদ্দিনকে সাম্মানিক সদস্য পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।’
শুধু বিএসপিএ থেকেই নয়, দেশে সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) পক্ষ থেকে জানানো হয়েছে সালাউদ্দিনের পদত্যাগের দাবি। সংগঠনটি বিবৃতিতে বলা হয়েছে, ‘কাজী সালাউদ্দিনের দায়িত্বে দেশের জনপ্রিয় খেলা ফুটবলের মান প্রতিনিয়ত নিম্নগামী। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে। দেশে ও দেশের বাইরে ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় সালাউদ্দিন বাফুফের সভাপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলে মনে করে বিএফইউজে।’

সাংবাদিক ও তাদের পরিবারকে নিয়ে করা কাজী সালাউদ্দিনের আপত্তিকর মন্তব্যে এখন ফুঁসছে বাংলাদেশের সাংবাদিক সমাজ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির বক্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলছেন কেউ কেউ। একাধিক সাংবাদিক সংগঠন থেকে উঠেছে সালাউদ্দিনের পদত্যাগের দাবি।
গতকাল (মঙ্গলবার) নির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকেরা ব্রিফিং কাভারের জন্য বাফুফে ভবনের বোর্ড রুমে প্রবেশ করছিলেন। ব্রিফিং কাভারের প্রস্তুতির জন্য সাংবাদিকেরা বোর্ডের ওপর মোবাইল, টিভির বুম রাখেন। ব্রিফিং শুরুর আগে সভাপতি কাজী সালাউদ্দিন ফেডারেশনের অন্য কর্মকর্তাদের সঙ্গে অনেকটা তাচ্ছিল্যের সঙ্গে বলছিলেন, ‘সাংবাদিকরা এখানে ঢুকতে গেলে, আমার এখানে তাদের বাপ-মায়ের ছবি দিতে হবে। আরেকটা কন্ডিশন হলো, তারা বাপের ফটো পাঠাবে জুতা পরা। ঠিক আছে, এটা বাধ্যতামূলক। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’
দেশের ক্রীড়া সাংবাদিকদের অন্যতম বৃহত্তম সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)। কিংবদন্তি খেলোয়াড় হিসেবে সালাউদ্দিনকে ২০১২ সালে সম্মানসূচক সদস্য দিয়েছিল সংগঠনটি। খেলাধুলায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে সালাউদ্দিনের মতো সদস্যপদ পেয়েছিলেন সাবেক বিসিবি সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ আরও অনেক বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব।
সালাউদ্দিনের এমন বক্তব্যে ক্ষুব্ধ বিএসপিএ এক বিবৃতিতে জানিয়েছে, কুরুচিপূর্ণ বক্তব্য সাংবাদিকদের মতাদর্শের পরিপন্থী। সালাউদ্দিন ও সহসভাপতি কাজী নাবিল আহমেদের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘সাংবাদিকদের ওপর তাদের কতটা বিদ্বেষ, সেটা প্রকাশ পেয়েছে তাদের কথাবার্তায়। তারা শুধু সাংবাদিকদের নয়, তাদের পরিবার এমনকি সাংবাদিকদের মা-বাবাকে কটাক্ষ করতে ছাড়েননি। এটা পুরো সাংবাদিক সমাজকে ভীষণভাবে আহত করেছে।’
নিন্দা জানানোর পাশাপাশি সালাউদ্দিনের সম্মানসূচক সদস্য পদও কেড়ে নিয়েছে বিএসপিএ। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমানের প্রেক্ষাপটে তার (সালাউদ্দিনের) আচরণ, বক্তব্য সবকিছুই এই ঐতিহ্যবাহী ক্রীড়া সাংবাদিক সংগঠনের মতাদর্শের পরিপন্থী। তার কুরুচিপূর্ণ বক্তব্য ক্রীড়া সাংবাদিকদের আত্মসম্মানে আঘাত হেনেছে। তাই বিএসপি কমিটি আজ জরুরি সভা করে কাজী সালাউদ্দিনকে সাম্মানিক সদস্য পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে।’
শুধু বিএসপিএ থেকেই নয়, দেশে সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) পক্ষ থেকে জানানো হয়েছে সালাউদ্দিনের পদত্যাগের দাবি। সংগঠনটি বিবৃতিতে বলা হয়েছে, ‘কাজী সালাউদ্দিনের দায়িত্বে দেশের জনপ্রিয় খেলা ফুটবলের মান প্রতিনিয়ত নিম্নগামী। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান সবচেয়ে নিচে। দেশে ও দেশের বাইরে ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় সালাউদ্দিন বাফুফের সভাপতি পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলে মনে করে বিএফইউজে।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১০ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১১ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৩ ঘণ্টা আগে