
কদিন আগে রোজা রেখে হ্যাটট্রিক করে আলোচনায় আসেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। ইউরোপীয় ফুটবলে রমজান মাসে মুসলিম খেলোয়াড়দের রোজা ও খেলার মধ্যে সমন্বয় করে চলতে হয়। অনেক সময় খেলার মাঠেই খেলোয়াড়দের ইফতার করে রোজা ভাঙতে দেখা গেছে।
তবে দলে থাকা মুসলিম খেলোয়াড়দের সুবিধা করে দিতে এবার অনুশীলনের সময় বদলেছে লিভারপুল কর্তৃপক্ষ। রোজায় নিজেদের সুবিধামতো অনুশীলনের সূচি পাওয়ার কথা জানিয়েছেন দলটির তারকা স্ট্রাইকার সাদিও মানে। মানে ছাড়াও লিভারপুলের অন্য মুসলিম ফুটবলারের মধ্যে আছেন মোহামেদ সালাহ, নেবি কেইটা, ইব্রাহিমা কোনাটে। এই খেলোয়াড়দের সুবিধার জন্য অনুশীলন সূচি বদলানোর যে প্রস্তাব তাতে অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও কোচ ইয়ুর্গেন ক্লপ সম্মতি দেওয়ায় রোজা রেখেও অনুশীলন চালিয়ে যেতে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন মানে।
সেনেগালের তারকা ফুটবলার মানে বলেন, ‘এটা একেবারেই সহজ নয়। রমজানে রোজা ও অনুশীলন একসঙ্গে করা অনেক কঠিন। তাই রমজানের আগে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গে কথা বলেছি। আমরা তাঁদের বলেছি সকালে অনুশীলন করা যায় কি না। এটা আমাদের জন্য সহজ। যদি আপনি সকালে অনুশীলন করেন, তবে পরে বিশ্রাম ও বাসায় যাওয়ার সময় পাওয়া যায়। যদি ২টা বা ৩টার দিকে অনুশীলন শুরু করেন, তবে সেটা কঠিন হয়ে যায়। তখন কোচ তাতে সম্মতি দেন। এটা আমাদের জন্য কাজটা সহজ করেছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’
ম্যাচের দিন কীভাবে সামলান জানতে চাইলে মানে বলেন, ‘এটা সহজ না। কিন্তু সব সময়ের মতো ম্যাচের দিনটা বিশেষ কিছু। রোজা রেখে এটা কঠিন, তবে লিভারপুল আমাদের জন্য সব সহজ করার চেষ্টা করেছে। আমরা আমাদের পুষ্টিবিদ মোনার সঙ্গে কথা বলি। বিশেষ করে ম্যাচের আগের দিন। সে আমাদের জন্য সব সহজ করে দেয়, যেন আমরা রোজা রাখতে পারি।’

কদিন আগে রোজা রেখে হ্যাটট্রিক করে আলোচনায় আসেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। ইউরোপীয় ফুটবলে রমজান মাসে মুসলিম খেলোয়াড়দের রোজা ও খেলার মধ্যে সমন্বয় করে চলতে হয়। অনেক সময় খেলার মাঠেই খেলোয়াড়দের ইফতার করে রোজা ভাঙতে দেখা গেছে।
তবে দলে থাকা মুসলিম খেলোয়াড়দের সুবিধা করে দিতে এবার অনুশীলনের সময় বদলেছে লিভারপুল কর্তৃপক্ষ। রোজায় নিজেদের সুবিধামতো অনুশীলনের সূচি পাওয়ার কথা জানিয়েছেন দলটির তারকা স্ট্রাইকার সাদিও মানে। মানে ছাড়াও লিভারপুলের অন্য মুসলিম ফুটবলারের মধ্যে আছেন মোহামেদ সালাহ, নেবি কেইটা, ইব্রাহিমা কোনাটে। এই খেলোয়াড়দের সুবিধার জন্য অনুশীলন সূচি বদলানোর যে প্রস্তাব তাতে অধিনায়ক জর্ডান হেন্ডারসন ও কোচ ইয়ুর্গেন ক্লপ সম্মতি দেওয়ায় রোজা রেখেও অনুশীলন চালিয়ে যেতে সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন মানে।
সেনেগালের তারকা ফুটবলার মানে বলেন, ‘এটা একেবারেই সহজ নয়। রমজানে রোজা ও অনুশীলন একসঙ্গে করা অনেক কঠিন। তাই রমজানের আগে আমরা অধিনায়ক ও কোচের সঙ্গে কথা বলেছি। আমরা তাঁদের বলেছি সকালে অনুশীলন করা যায় কি না। এটা আমাদের জন্য সহজ। যদি আপনি সকালে অনুশীলন করেন, তবে পরে বিশ্রাম ও বাসায় যাওয়ার সময় পাওয়া যায়। যদি ২টা বা ৩টার দিকে অনুশীলন শুরু করেন, তবে সেটা কঠিন হয়ে যায়। তখন কোচ তাতে সম্মতি দেন। এটা আমাদের জন্য কাজটা সহজ করেছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছি।’
ম্যাচের দিন কীভাবে সামলান জানতে চাইলে মানে বলেন, ‘এটা সহজ না। কিন্তু সব সময়ের মতো ম্যাচের দিনটা বিশেষ কিছু। রোজা রেখে এটা কঠিন, তবে লিভারপুল আমাদের জন্য সব সহজ করার চেষ্টা করেছে। আমরা আমাদের পুষ্টিবিদ মোনার সঙ্গে কথা বলি। বিশেষ করে ম্যাচের আগের দিন। সে আমাদের জন্য সব সহজ করে দেয়, যেন আমরা রোজা রাখতে পারি।’

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
৩৬ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে