
হার শব্দটি যেন লিভারপুলের অভিধান থেকেই হারিয়ে গেছে। প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, ইউরোপা লিগ—কোনো প্রতিযোগিতামূলক ফুটবলেই তাদের হারাতে পারছে না কোনো দল। একই সঙ্গে গোলের বন্যা তো বইয়ে দিচ্ছেই লিভারপুল। অলরেডদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই রেকর্ড বইয়ে নাম লেখালেন মোহাম্মদ সালাহ।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল বলতে গেলে আগে থেকেই এক পা দিয়ে রাখে লিভারপুল। ৭ মার্চ এপেত অ্যারেনায় শেষ ষোলোর প্রথম লেগে স্পার্তা প্রাহাকে ৫-১ গোলে হারায় লিভারপুল। এক সপ্তাহ পর অ্যানফিল্ডে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় স্পার্তা প্রাহা ও লিভারপুল। সালাহর অতিমানবীয় পারফরম্যান্সে লিভারপুল ৬-১ গোলের জয় পেয়েছে স্পার্তা প্রাহার বিপক্ষে। অলরেডদের ৬ গোলের ৪টিতেই অবদান রেখেছেন সালাহ। গোল করেন ১টি ও ৩ গোলে অ্যাসিস্ট করেন, যার মধ্যে ১০ মিনিটের গোলে রেকর্ড বইয়ে নাম লেখান সালাহ। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে ৩১ ম্যাচে করেন ২০ গোল। লিভারপুলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত মৌসুমে ২০ বা তার বেশি গোলের কৃতিত্ব এখন সালাহর।
লিভারপুলের ৬ গোলের মধ্যে সর্বোচ্চ দুই গোল করেন কোডি গাকপো। ১৪ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেন গাকপো। সালাহর মতো একটি করে গোল করেন ডারউইন নুনিয়েজ, ববি ক্লার্ক ও ডোমিনিক সোবোজলাই। যার মধ্যে ৭, ৮ ও ১০ মিনিটে গোল তিনটি করেন নুনিয়েজ, ক্লার্ক ও সোবোজলাই। এমন রেকর্ডের রাতে স্পার্তা প্রাহার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের ব্যবধানে জিতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠল লিভারপুল। স্পার্তা প্রাহার বিপক্ষে দুর্দান্ত জয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। এই ৯ ম্যাচে অলরেডরা করেছে ২৮ গোল। বিপরীতে তারা হজম করে ৬ গোল।
লিভারপুলের গোলবন্যার রাতে কোয়ার্টার ফাইনালে উঠেছে লেভারকুসেন, আতালান্তার মতো দলগুলো। বে অ্যারেনা স্টেডিয়ামে কারাবাগ এফকের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লেভারকুসেন। দুই লেগ মিলে লেভারকুসেন এগিয়ে ৫-৪ গোলে। গিউইস স্টেডিয়ামে আতালান্তা ২-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপিকে। স্পোর্টিং সিপির বিপক্ষে দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে গেছে আতালান্তা।

হার শব্দটি যেন লিভারপুলের অভিধান থেকেই হারিয়ে গেছে। প্রিমিয়ার লিগ, কারাবাও কাপ, ইউরোপা লিগ—কোনো প্রতিযোগিতামূলক ফুটবলেই তাদের হারাতে পারছে না কোনো দল। একই সঙ্গে গোলের বন্যা তো বইয়ে দিচ্ছেই লিভারপুল। অলরেডদের এমন দুর্দান্ত পারফরম্যান্সের মধ্যেই রেকর্ড বইয়ে নাম লেখালেন মোহাম্মদ সালাহ।
ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল বলতে গেলে আগে থেকেই এক পা দিয়ে রাখে লিভারপুল। ৭ মার্চ এপেত অ্যারেনায় শেষ ষোলোর প্রথম লেগে স্পার্তা প্রাহাকে ৫-১ গোলে হারায় লিভারপুল। এক সপ্তাহ পর অ্যানফিল্ডে গত রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে মুখোমুখি হয় স্পার্তা প্রাহা ও লিভারপুল। সালাহর অতিমানবীয় পারফরম্যান্সে লিভারপুল ৬-১ গোলের জয় পেয়েছে স্পার্তা প্রাহার বিপক্ষে। অলরেডদের ৬ গোলের ৪টিতেই অবদান রেখেছেন সালাহ। গোল করেন ১টি ও ৩ গোলে অ্যাসিস্ট করেন, যার মধ্যে ১০ মিনিটের গোলে রেকর্ড বইয়ে নাম লেখান সালাহ। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে ৩১ ম্যাচে করেন ২০ গোল। লিভারপুলের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা সাত মৌসুমে ২০ বা তার বেশি গোলের কৃতিত্ব এখন সালাহর।
লিভারপুলের ৬ গোলের মধ্যে সর্বোচ্চ দুই গোল করেন কোডি গাকপো। ১৪ ও ৫৫ মিনিটে জোড়া গোল করেন গাকপো। সালাহর মতো একটি করে গোল করেন ডারউইন নুনিয়েজ, ববি ক্লার্ক ও ডোমিনিক সোবোজলাই। যার মধ্যে ৭, ৮ ও ১০ মিনিটে গোল তিনটি করেন নুনিয়েজ, ক্লার্ক ও সোবোজলাই। এমন রেকর্ডের রাতে স্পার্তা প্রাহার বিপক্ষে দুই লেগ মিলিয়ে ১১-২ গোলের ব্যবধানে জিতে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠল লিভারপুল। স্পার্তা প্রাহার বিপক্ষে দুর্দান্ত জয়ে টানা ৯ ম্যাচ অপরাজিত থাকল লিভারপুল। এই ৯ ম্যাচে অলরেডরা করেছে ২৮ গোল। বিপরীতে তারা হজম করে ৬ গোল।
লিভারপুলের গোলবন্যার রাতে কোয়ার্টার ফাইনালে উঠেছে লেভারকুসেন, আতালান্তার মতো দলগুলো। বে অ্যারেনা স্টেডিয়ামে কারাবাগ এফকের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে লেভারকুসেন। দুই লেগ মিলে লেভারকুসেন এগিয়ে ৫-৪ গোলে। গিউইস স্টেডিয়ামে আতালান্তা ২-১ গোলে হারিয়েছে স্পোর্টিং সিপিকে। স্পোর্টিং সিপির বিপক্ষে দুই লেগ মিলে ৩-২ গোলে এগিয়ে গেছে আতালান্তা।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৫ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৮ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১০ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
১০ ঘণ্টা আগে