ক্রীড়া ডেস্ক

বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
১৪ বছর বয়সী ডস সান্তোস এখন সৌদি আরবের ক্লাব আল-নাসরের যুব দলে খেলছেন। যে ক্লাবটির সিনিয়র দলে খেলছেন রোনালদো। এর আগে রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের যুব দলে খেলেছেন সান্তোস।
পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল ক্রোয়েশিয়ায় ভ্লাতকো মার্কোভিচ যুব টুর্নামেন্টের সপ্তম সংস্করণে অংশ নেবে। আগামী ১৩ থেকে ১৮ মে হবে এ টুর্নামেন্টে। টুর্নামেন্টে রোনালদো জুনিয়রের দল খেলবে জাপান, গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে। ১৩ মে জাপানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। ১৪ মে গ্রিস ও ১৬ মে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।
পর্তুগালের বয়সভিত্তিক দলে ছেলে সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত, ছেলে।’ পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো আগে একবার বলেছিলেন একদিন ছেলের সঙ্গে একই দলে খেলার সম্ভাবনা নিয়ে, ‘আমি এটা চাই, চাই। এটা এমন কিছু না, যা আমাকে রাতে ঘুমাতে দেয় না, কিন্তু আমি এটা চাই। দেখা যাক কী হয়। এটা আমার চেয়ে তার হাতে বেশি।’
পারিবারিক সম্পর্ক ও বসবাসের নিয়ম অনুযায়ী, ক্রিস্টিয়ানো জুনিয়র পাঁচটি দেশের হয়ে খেলার সুযোগ রয়েছে—পর্তুগাল, যুক্তরাষ্ট্র, স্পেন, ইংল্যান্ড ও কেপ ভার্দে। আপাতত বাবার পথেই হাঁটছেন সান্তোস, প্রতিনিধিত্ব করছেন পর্তুগালের।

বাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
১৪ বছর বয়সী ডস সান্তোস এখন সৌদি আরবের ক্লাব আল-নাসরের যুব দলে খেলছেন। যে ক্লাবটির সিনিয়র দলে খেলছেন রোনালদো। এর আগে রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং জুভেন্টাসের যুব দলে খেলেছেন সান্তোস।
পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দল ক্রোয়েশিয়ায় ভ্লাতকো মার্কোভিচ যুব টুর্নামেন্টের সপ্তম সংস্করণে অংশ নেবে। আগামী ১৩ থেকে ১৮ মে হবে এ টুর্নামেন্টে। টুর্নামেন্টে রোনালদো জুনিয়রের দল খেলবে জাপান, গ্রিস ও ইংল্যান্ডের বিপক্ষে। ১৩ মে জাপানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল। ১৪ মে গ্রিস ও ১৬ মে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে তারা।
পর্তুগালের বয়সভিত্তিক দলে ছেলে সুযোগ পাওয়ায় উচ্ছ্বসিত রোনালদো ইনস্টাগ্রামে লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত, ছেলে।’ পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনালদো আগে একবার বলেছিলেন একদিন ছেলের সঙ্গে একই দলে খেলার সম্ভাবনা নিয়ে, ‘আমি এটা চাই, চাই। এটা এমন কিছু না, যা আমাকে রাতে ঘুমাতে দেয় না, কিন্তু আমি এটা চাই। দেখা যাক কী হয়। এটা আমার চেয়ে তার হাতে বেশি।’
পারিবারিক সম্পর্ক ও বসবাসের নিয়ম অনুযায়ী, ক্রিস্টিয়ানো জুনিয়র পাঁচটি দেশের হয়ে খেলার সুযোগ রয়েছে—পর্তুগাল, যুক্তরাষ্ট্র, স্পেন, ইংল্যান্ড ও কেপ ভার্দে। আপাতত বাবার পথেই হাঁটছেন সান্তোস, প্রতিনিধিত্ব করছেন পর্তুগালের।

একটা সময় মনে হয়েছিল, রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে, যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
২ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৭ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৮ ঘণ্টা আগে