
আদিম শিকারিদের বসবাস, অনুন্নত জনপদ ও নিম্ন জীবন মানের কারণে উগান্ডাকে তাচ্ছিল্যের চোখে দেখেন অনেকে। পূর্ব আফ্রিকার দেশটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রলের বন্যা বইয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণেই এবার উগান্ডার ফুটবল নিয়ে জানা গেল আরেকটি বিস্ময়কর তথ্য। সেখানকার ঘরোয়া লিগে ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কার হিসেবে দেওয়া হয় এক বোতল দই আর এক প্যাকেট পাউরুটি!
সম্প্রতি ম্যাচসেরার পুরস্কার হাতে এক ফুটবলারের দুটি ছবি ছড়িয়ে পড়েছে। অজানা কারণে সেই ফুটবলারের নাম প্রকাশ করা হয়নি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ম্যাচ শেষে ফুটবলারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। সেটি গ্রহণের সময় তাঁকে বেশ হাসি-খুশি দেখা গেছে। পরে যখন বুঝতে পারেন, হাতে এক বোতল দই আর এক প্যাকেট পাউরুটি; বেচারার চেহারায় তখন থেকেই মলিনতার ছাপ। দ্বিতীয় ছবিতে তাঁকে যেন জোর করে হাসানোর চেষ্টা করা হয়েছিল।
দইয়ের বোতলে কী লেখা ছিল, সেটি বোঝা না গেলেও পাউরুটির প্যাকেটে ‘ম্যান অব দ্য ম্যাচ’ লেখাটি ফুটবল অনুরাগীদের হাসির খোরাক জুগিয়েছে। প্যাকেটের গায়ে সেই ফুটবল লিগের লোগোও আছে।
অথচ ম্যাচে সেই ফুটবলারের পারফরম্যান্সকে স্থানীয় সংবাদমাধ্যম ‘ফেনোমেনাল মাস্টারক্লাস’ আখ্যায়িত করেছে। এমন নৈপুণ্যের উপহার কি না সামান্য দই আর পাউরুটি!
এক টুইটার ব্যবহারকারী তাই বেচারা ফুটবলারের ছবি সংবলিত সেই পোস্টে আক্ষেপ নিয়ে লিখেছেন, ‘এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) যেখানে প্রত্যেক ম্যাচে আট ক্যাটাগরিতে ৮ লাখ রুপি পুরস্কার দেওয়া হচ্ছে, সেখানে উগান্ডার অন্যতম শীর্ষ লিগে কোনো আর্থিক পুরস্কার না থাকা একেবারেই বেমানান।’

আদিম শিকারিদের বসবাস, অনুন্নত জনপদ ও নিম্ন জীবন মানের কারণে উগান্ডাকে তাচ্ছিল্যের চোখে দেখেন অনেকে। পূর্ব আফ্রিকার দেশটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ট্রলের বন্যা বইয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণেই এবার উগান্ডার ফুটবল নিয়ে জানা গেল আরেকটি বিস্ময়কর তথ্য। সেখানকার ঘরোয়া লিগে ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কার হিসেবে দেওয়া হয় এক বোতল দই আর এক প্যাকেট পাউরুটি!
সম্প্রতি ম্যাচসেরার পুরস্কার হাতে এক ফুটবলারের দুটি ছবি ছড়িয়ে পড়েছে। অজানা কারণে সেই ফুটবলারের নাম প্রকাশ করা হয়নি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, ম্যাচ শেষে ফুটবলারের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা। সেটি গ্রহণের সময় তাঁকে বেশ হাসি-খুশি দেখা গেছে। পরে যখন বুঝতে পারেন, হাতে এক বোতল দই আর এক প্যাকেট পাউরুটি; বেচারার চেহারায় তখন থেকেই মলিনতার ছাপ। দ্বিতীয় ছবিতে তাঁকে যেন জোর করে হাসানোর চেষ্টা করা হয়েছিল।
দইয়ের বোতলে কী লেখা ছিল, সেটি বোঝা না গেলেও পাউরুটির প্যাকেটে ‘ম্যান অব দ্য ম্যাচ’ লেখাটি ফুটবল অনুরাগীদের হাসির খোরাক জুগিয়েছে। প্যাকেটের গায়ে সেই ফুটবল লিগের লোগোও আছে।
অথচ ম্যাচে সেই ফুটবলারের পারফরম্যান্সকে স্থানীয় সংবাদমাধ্যম ‘ফেনোমেনাল মাস্টারক্লাস’ আখ্যায়িত করেছে। এমন নৈপুণ্যের উপহার কি না সামান্য দই আর পাউরুটি!
এক টুইটার ব্যবহারকারী তাই বেচারা ফুটবলারের ছবি সংবলিত সেই পোস্টে আক্ষেপ নিয়ে লিখেছেন, ‘এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) যেখানে প্রত্যেক ম্যাচে আট ক্যাটাগরিতে ৮ লাখ রুপি পুরস্কার দেওয়া হচ্ছে, সেখানে উগান্ডার অন্যতম শীর্ষ লিগে কোনো আর্থিক পুরস্কার না থাকা একেবারেই বেমানান।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২৪ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে