
রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জয়ের পর এখন আর্জেন্টিনার জয়জয়কার। ফিফা র্যাঙ্কিংয়েও তারা শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবনতি হয়েছে র্যাঙ্কিংয়ে।
মায়ামির হার্ড রকে সোমবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিজেদের কাছেই রেখে দেয় আর্জেন্টিনা। কোপার ফাইনালের পর ফিফা আজ র্যাঙ্কিং হালনাগাদ করেছে। র্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের পয়েন্ট ১৯০১.৪৮। আগের চেয়ে ৪১.৩৪ পয়েন্ট বেশি পেয়েছে আলবিসেলেস্তেরা। বরাবরের মতো দুইয়ে অবস্থান করছে ফ্রান্স। দিদিয়ের দেশমের পয়েন্ট এখন ১৮৫৪.৯১। এক ধাপ নিচে নেমে ব্রাজিল এখন পাঁচ নম্বরে অবস্থান করছে। সেলেসাওদের পয়েন্ট ১৭৮৫.৬১। দরিভাল জুনিয়রের দল হারিয়েছে ৬.২৪ পয়েন্ট। এবারের কোপায় উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় ব্রাজিল।
ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর লম্বা লাফ দিয়েছে স্পেন। পাঁচ ধাপ এগিয়ে স্প্যানিশরা এখন ফিফা র্যাঙ্কিংয়ের তৃতীয় দল। লুইস দে লা ফুয়েন্তের দলের পয়েন্ট এখন ১৮৩৫.৬৭। নতুন হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১০৫.৭৫ পয়েন্ট পেয়েছে স্পেন। ইউরো রানার্সআপ ইংল্যান্ড এখন এক ধাপ এগিয়ে চার নম্বরে অবস্থান করছে। কোপা রানার্সআপ কলম্বিয়ারও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে নেস্তর লরেনৎসোর দল ৯ নম্বরে উঠে এসেছে। আগের মতোই সাত ও দশ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস ও ইতালি। বেলজিয়াম ও পর্তুগাল রয়েছে ছয় ও আট নম্বরে। তিন ধাপ পিছিয়েছে বেলজিয়ানরা। পর্তুগিজরা পিছিয়েছে দুই ধাপ।
১৭ ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে উঠে এসেছে ভেনেজুয়েলা। হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে লাতিন আমেরিকার দলটি। ৫৯.১৭ পয়েন্টে ভেনেজুয়েলার পয়েন্ট এখন ১৫০১.৪৬। সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় ভেনেজুয়েলা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছে। কোপায় সেমিফাইনালে ওঠা কানাডা আট ধাপ এগিয়ে এখন ৪০ নম্বরে অবস্থান করছে। এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে। আগের মতোই তাদের পয়েন্ট ৮৯৬.৬৭।

রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জয়ের পর এখন আর্জেন্টিনার জয়জয়কার। ফিফা র্যাঙ্কিংয়েও তারা শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবনতি হয়েছে র্যাঙ্কিংয়ে।
মায়ামির হার্ড রকে সোমবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিজেদের কাছেই রেখে দেয় আর্জেন্টিনা। কোপার ফাইনালের পর ফিফা আজ র্যাঙ্কিং হালনাগাদ করেছে। র্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের পয়েন্ট ১৯০১.৪৮। আগের চেয়ে ৪১.৩৪ পয়েন্ট বেশি পেয়েছে আলবিসেলেস্তেরা। বরাবরের মতো দুইয়ে অবস্থান করছে ফ্রান্স। দিদিয়ের দেশমের পয়েন্ট এখন ১৮৫৪.৯১। এক ধাপ নিচে নেমে ব্রাজিল এখন পাঁচ নম্বরে অবস্থান করছে। সেলেসাওদের পয়েন্ট ১৭৮৫.৬১। দরিভাল জুনিয়রের দল হারিয়েছে ৬.২৪ পয়েন্ট। এবারের কোপায় উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় ব্রাজিল।
ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর লম্বা লাফ দিয়েছে স্পেন। পাঁচ ধাপ এগিয়ে স্প্যানিশরা এখন ফিফা র্যাঙ্কিংয়ের তৃতীয় দল। লুইস দে লা ফুয়েন্তের দলের পয়েন্ট এখন ১৮৩৫.৬৭। নতুন হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১০৫.৭৫ পয়েন্ট পেয়েছে স্পেন। ইউরো রানার্সআপ ইংল্যান্ড এখন এক ধাপ এগিয়ে চার নম্বরে অবস্থান করছে। কোপা রানার্সআপ কলম্বিয়ারও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে নেস্তর লরেনৎসোর দল ৯ নম্বরে উঠে এসেছে। আগের মতোই সাত ও দশ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস ও ইতালি। বেলজিয়াম ও পর্তুগাল রয়েছে ছয় ও আট নম্বরে। তিন ধাপ পিছিয়েছে বেলজিয়ানরা। পর্তুগিজরা পিছিয়েছে দুই ধাপ।
১৭ ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে উঠে এসেছে ভেনেজুয়েলা। হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে লাতিন আমেরিকার দলটি। ৫৯.১৭ পয়েন্টে ভেনেজুয়েলার পয়েন্ট এখন ১৫০১.৪৬। সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় ভেনেজুয়েলা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছে। কোপায় সেমিফাইনালে ওঠা কানাডা আট ধাপ এগিয়ে এখন ৪০ নম্বরে অবস্থান করছে। এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে। আগের মতোই তাদের পয়েন্ট ৮৯৬.৬৭।

আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
২৬ মিনিট আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
১ ঘণ্টা আগে
২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১৪ ঘণ্টা আগে