
রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জয়ের পর এখন আর্জেন্টিনার জয়জয়কার। ফিফা র্যাঙ্কিংয়েও তারা শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবনতি হয়েছে র্যাঙ্কিংয়ে।
মায়ামির হার্ড রকে সোমবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিজেদের কাছেই রেখে দেয় আর্জেন্টিনা। কোপার ফাইনালের পর ফিফা আজ র্যাঙ্কিং হালনাগাদ করেছে। র্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের পয়েন্ট ১৯০১.৪৮। আগের চেয়ে ৪১.৩৪ পয়েন্ট বেশি পেয়েছে আলবিসেলেস্তেরা। বরাবরের মতো দুইয়ে অবস্থান করছে ফ্রান্স। দিদিয়ের দেশমের পয়েন্ট এখন ১৮৫৪.৯১। এক ধাপ নিচে নেমে ব্রাজিল এখন পাঁচ নম্বরে অবস্থান করছে। সেলেসাওদের পয়েন্ট ১৭৮৫.৬১। দরিভাল জুনিয়রের দল হারিয়েছে ৬.২৪ পয়েন্ট। এবারের কোপায় উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় ব্রাজিল।
ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর লম্বা লাফ দিয়েছে স্পেন। পাঁচ ধাপ এগিয়ে স্প্যানিশরা এখন ফিফা র্যাঙ্কিংয়ের তৃতীয় দল। লুইস দে লা ফুয়েন্তের দলের পয়েন্ট এখন ১৮৩৫.৬৭। নতুন হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১০৫.৭৫ পয়েন্ট পেয়েছে স্পেন। ইউরো রানার্সআপ ইংল্যান্ড এখন এক ধাপ এগিয়ে চার নম্বরে অবস্থান করছে। কোপা রানার্সআপ কলম্বিয়ারও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে নেস্তর লরেনৎসোর দল ৯ নম্বরে উঠে এসেছে। আগের মতোই সাত ও দশ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস ও ইতালি। বেলজিয়াম ও পর্তুগাল রয়েছে ছয় ও আট নম্বরে। তিন ধাপ পিছিয়েছে বেলজিয়ানরা। পর্তুগিজরা পিছিয়েছে দুই ধাপ।
১৭ ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে উঠে এসেছে ভেনেজুয়েলা। হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে লাতিন আমেরিকার দলটি। ৫৯.১৭ পয়েন্টে ভেনেজুয়েলার পয়েন্ট এখন ১৫০১.৪৬। সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় ভেনেজুয়েলা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছে। কোপায় সেমিফাইনালে ওঠা কানাডা আট ধাপ এগিয়ে এখন ৪০ নম্বরে অবস্থান করছে। এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে। আগের মতোই তাদের পয়েন্ট ৮৯৬.৬৭।

রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জয়ের পর এখন আর্জেন্টিনার জয়জয়কার। ফিফা র্যাঙ্কিংয়েও তারা শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবনতি হয়েছে র্যাঙ্কিংয়ে।
মায়ামির হার্ড রকে সোমবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিজেদের কাছেই রেখে দেয় আর্জেন্টিনা। কোপার ফাইনালের পর ফিফা আজ র্যাঙ্কিং হালনাগাদ করেছে। র্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের পয়েন্ট ১৯০১.৪৮। আগের চেয়ে ৪১.৩৪ পয়েন্ট বেশি পেয়েছে আলবিসেলেস্তেরা। বরাবরের মতো দুইয়ে অবস্থান করছে ফ্রান্স। দিদিয়ের দেশমের পয়েন্ট এখন ১৮৫৪.৯১। এক ধাপ নিচে নেমে ব্রাজিল এখন পাঁচ নম্বরে অবস্থান করছে। সেলেসাওদের পয়েন্ট ১৭৮৫.৬১। দরিভাল জুনিয়রের দল হারিয়েছে ৬.২৪ পয়েন্ট। এবারের কোপায় উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় ব্রাজিল।
ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর লম্বা লাফ দিয়েছে স্পেন। পাঁচ ধাপ এগিয়ে স্প্যানিশরা এখন ফিফা র্যাঙ্কিংয়ের তৃতীয় দল। লুইস দে লা ফুয়েন্তের দলের পয়েন্ট এখন ১৮৩৫.৬৭। নতুন হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১০৫.৭৫ পয়েন্ট পেয়েছে স্পেন। ইউরো রানার্সআপ ইংল্যান্ড এখন এক ধাপ এগিয়ে চার নম্বরে অবস্থান করছে। কোপা রানার্সআপ কলম্বিয়ারও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে নেস্তর লরেনৎসোর দল ৯ নম্বরে উঠে এসেছে। আগের মতোই সাত ও দশ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস ও ইতালি। বেলজিয়াম ও পর্তুগাল রয়েছে ছয় ও আট নম্বরে। তিন ধাপ পিছিয়েছে বেলজিয়ানরা। পর্তুগিজরা পিছিয়েছে দুই ধাপ।
১৭ ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে উঠে এসেছে ভেনেজুয়েলা। হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে লাতিন আমেরিকার দলটি। ৫৯.১৭ পয়েন্টে ভেনেজুয়েলার পয়েন্ট এখন ১৫০১.৪৬। সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় ভেনেজুয়েলা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছে। কোপায় সেমিফাইনালে ওঠা কানাডা আট ধাপ এগিয়ে এখন ৪০ নম্বরে অবস্থান করছে। এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে। আগের মতোই তাদের পয়েন্ট ৮৯৬.৬৭।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১১ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে