দলবদলের বাজারে বিশ্ব রেকর্ড গড়ে ২০১৭ সালে নেইমার জুনিয়রকে দলে ভিড়িয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নেইমারকে এনে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতাই ছিল প্যারিসিয়ানদের মূল লক্ষ্য। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফরাসি ক্লাবটির স্বপ্ন পূরণ করতে পারেননি। সে কারণে এই দলবদলেই তাঁকে বিক্রি করতে চাচ্ছে পিএসজি।
ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, নেইমারও চাচ্ছেন পিএসজি ছাড়তে। গুঞ্জন সত্যি হলে নেইমারের নতুন ঠিকানা কোথায় হতে পারে, এ নিয়ে চলছে জল্পনা। সেই জল্পনায় যুক্ত হয়েছেন থিয়াগো সিলভাও। ব্রাজিলিয়ান ডিফেন্ডারের মতে, তাঁর বর্তমান ক্লাব চেলসিই নেইমারের জন্য ভালো হবে।
এক যুগ ধরে জাতীয় দল ব্রাজিলে সতীর্থ নেইমার-সিলভা। পিএসজিতেও সিলভার নেতৃত্বে তিন মৌসুম খেলেছেন নেইমার। তারকা ফরোয়ার্ডকে তাই ভালোভাবেই বোঝেন তিনি।
চেলসির হয়ে গত বছর চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা সিলভা বলেছেন, ‘যদি সে পিএসজি ছাড়তে চায়, তাহলে চেলসিতে আসা উচিত। এটা ওর জন্য ভালো হবে। এ ব্যাপারে ওর কোনো মতামত দরকার নেই। এখন পর্যন্ত আমিও কিছু জানি না। তবে আশা করছি এটি ফলপ্রসূ হবে।’
পরিসংখ্যান ঘাঁটলে সিলভার কথার গুরুত্ব বোঝা যাবে। চেলসির বর্তমান প্রধান কোচ থমাস টুখেল পিএসজিতেও একই দায়িত্বে ছিলেন। টুখেলের অধীনে নেইমার ছিলেন অবিশ্বাস্য ছন্দে। ৬৭ ম্যাচে করেছেন ৫১ গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন ৩২টি। মরিসিও পচেত্তিনো কোচ হয়ে আসার পর তাঁর কৌশলের সঙ্গে সেভাবে মানিয়ে নিতে পারেননি নেইমার। সে কারণে ছন্দও হারিয়ে ফেলেছেন। চেলসিতে সিলভা-টুখেলদের সঙ্গে পুনর্মিলন হলে পুরোনো রূপে ফেরার পথটা সহজ হতে পারে তাঁর।
নেইমারকে ছাড়ার ব্যাপারে পিএসজি অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। দলবদলের বাজারে জোর গুঞ্জন চলছে দলটি বিক্রি করে দেবে বার্সেলোনার সাবেক উইঙ্গারকে। ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির একাধিক সাক্ষাৎকারেও সে রকম আভাস পাওয়া গেছে।
পিএসজিতে যোগ দেওয়ার পর বেশির ভাগ সময় চোটের কারণে মাঠের বাইরে ছিলেন নেইমার। ক্লাবের প্রতি তাঁর নিবেদন নিয়েও প্রশ্ন উঠেছিল। সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে তাঁকে। সব মিলিয়ে পিএসজি আর নেইমারের পেছনে বিশাল অর্থ খরচ করতে চাচ্ছে না। তাছাড়া এমবাপ্পের সঙ্গে চুক্তি নবায়ন করাতেও ক্লাবের ব্যয় বেড়ে গেছে।
নেইমার ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন। ৩০ বছর বয়সী তারকার সঙ্গে ফরাসি চ্যাম্পিয়নদের ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে।

সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
১৯ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
২ ঘণ্টা আগে