
টানা ৯ শিরোপা জয়ে ইতালিয়ান লিগ সিরি ‘আ’কে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল জুভেন্টাস! একটা পর্যায়ে মনে হচ্ছিল, জুভেন্টাস হয়তো কখনোই লিগ শিরোপা আর হাতছাড়া করবে না। কিন্তু সবকিছুরই শেষ আছে! জুভেন্টাসের সুদিন শেষ হয়েছে গত মৌসুমে। রাজত্ব হারানো জুভরা মৌসুম শেষ করেছে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে থেকে। এমনকি তাদের সেরা চারে থাকাও শেষ দিন পর্যন্ত নিশ্চিত ছিল না।
এ পরিস্থিতিতে সামনের মৌসুমে শিরোপা পুনরুদ্ধার করাটাই জুভেন্টাসের বড় চ্যালেঞ্জ। এর মাঝে গত মৌসুমে ব্যর্থতার দায়ে কোচও বদলে ফেলেছে ‘তুরিনের বুড়ি’রা। ক্লাব কিংবদন্তি আন্দ্রেয়া পিরলোকে সরিয়ে এখন দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রিকে। এর আগেও জুভেন্টাসের কোচের দায়িত্বে ছিলেন তিনি। এখন নিজের পুরোনো সময় ফিরিয়ে আনাই হবে তাঁর প্রথম কাজ।
দীর্ঘ সময় ধরে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপাও ছুঁতে পারছে না জুভরা। সেই আক্ষেপ দূর করতে রিয়াল মাদ্রিদ থেকে চ্যাম্পিয়নস লিগ ‘স্পেশালিস্ট’ ক্রিস্টিয়ানো রোনালদোকেও উড়িয়ে এনেছিল তারা। কিন্তু তাতেও ভাগ্য ফেরেনি জুভেন্টাসের। উল্টো গত মৌসুমের ব্যর্থতার পর রোনালদোর থাকা না–থাকা নিয়েও আছে দোলাচল। তবে ইউরোপীয় অনেক সংবাদমাধ্যম বলেছে, রোনালদো নতুন মৌসুমে জুভেন্টাসেই থাকবেন। সিআর সেভেন নাকি ক্লাবকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন।
গতকাল অবশ্য রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ডিসিশন ডে’। যদিও সেটি কিসের ডিসিশন এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। রোনালদো থেকে গেলে অ্যালেগ্রি তাঁকে কীভাবে ব্যবহার করবেন, সেটিও এখন দেখার বিষয় হবে।
এরই মধ্যে অবশ্য জুভেন্টাসের নতুন তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন ইতালির ইউরো জয়ের অন্যতম নায়ক ফেদেরিকো কিয়েসা। গত মৌসুমে ধারে এলেও তাঁকে ধরে রাখতে মরিয়া জুভরা। গোল ডটকমের একটি প্রতিবেদন বলছে, রোনালদো থেকে গেলেও আগামী মৌসুমে জুভেন্টাসের মূল খেলোয়াড় হতে পারেন এ কিয়েসাই।
আগামী মৌসুমে চোখ রেখে দলবদলে আরও কিছু চমক দিতে পারে জুভেন্টাস। পরিকল্পনায় আছেন পিয়ানিচ–লোকাতেল্লিরাও। সব মিলিয়ে পুরোনো কোচের নতুন মেয়াদে বদলে যাওয়া এক জুভেন্টাসকেই হয়তো দেখা যাবে।

টানা ৯ শিরোপা জয়ে ইতালিয়ান লিগ সিরি ‘আ’কে নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলেছিল জুভেন্টাস! একটা পর্যায়ে মনে হচ্ছিল, জুভেন্টাস হয়তো কখনোই লিগ শিরোপা আর হাতছাড়া করবে না। কিন্তু সবকিছুরই শেষ আছে! জুভেন্টাসের সুদিন শেষ হয়েছে গত মৌসুমে। রাজত্ব হারানো জুভরা মৌসুম শেষ করেছে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে থেকে। এমনকি তাদের সেরা চারে থাকাও শেষ দিন পর্যন্ত নিশ্চিত ছিল না।
এ পরিস্থিতিতে সামনের মৌসুমে শিরোপা পুনরুদ্ধার করাটাই জুভেন্টাসের বড় চ্যালেঞ্জ। এর মাঝে গত মৌসুমে ব্যর্থতার দায়ে কোচও বদলে ফেলেছে ‘তুরিনের বুড়ি’রা। ক্লাব কিংবদন্তি আন্দ্রেয়া পিরলোকে সরিয়ে এখন দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাসিমিলিয়ানো অ্যালিগ্রিকে। এর আগেও জুভেন্টাসের কোচের দায়িত্বে ছিলেন তিনি। এখন নিজের পুরোনো সময় ফিরিয়ে আনাই হবে তাঁর প্রথম কাজ।
দীর্ঘ সময় ধরে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপাও ছুঁতে পারছে না জুভরা। সেই আক্ষেপ দূর করতে রিয়াল মাদ্রিদ থেকে চ্যাম্পিয়নস লিগ ‘স্পেশালিস্ট’ ক্রিস্টিয়ানো রোনালদোকেও উড়িয়ে এনেছিল তারা। কিন্তু তাতেও ভাগ্য ফেরেনি জুভেন্টাসের। উল্টো গত মৌসুমের ব্যর্থতার পর রোনালদোর থাকা না–থাকা নিয়েও আছে দোলাচল। তবে ইউরোপীয় অনেক সংবাদমাধ্যম বলেছে, রোনালদো নতুন মৌসুমে জুভেন্টাসেই থাকবেন। সিআর সেভেন নাকি ক্লাবকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েও দিয়েছেন।
গতকাল অবশ্য রোনালদো সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘ডিসিশন ডে’। যদিও সেটি কিসের ডিসিশন এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি। রোনালদো থেকে গেলে অ্যালেগ্রি তাঁকে কীভাবে ব্যবহার করবেন, সেটিও এখন দেখার বিষয় হবে।
এরই মধ্যে অবশ্য জুভেন্টাসের নতুন তারকা হিসেবে আবির্ভূত হয়েছেন ইতালির ইউরো জয়ের অন্যতম নায়ক ফেদেরিকো কিয়েসা। গত মৌসুমে ধারে এলেও তাঁকে ধরে রাখতে মরিয়া জুভরা। গোল ডটকমের একটি প্রতিবেদন বলছে, রোনালদো থেকে গেলেও আগামী মৌসুমে জুভেন্টাসের মূল খেলোয়াড় হতে পারেন এ কিয়েসাই।
আগামী মৌসুমে চোখ রেখে দলবদলে আরও কিছু চমক দিতে পারে জুভেন্টাস। পরিকল্পনায় আছেন পিয়ানিচ–লোকাতেল্লিরাও। সব মিলিয়ে পুরোনো কোচের নতুন মেয়াদে বদলে যাওয়া এক জুভেন্টাসকেই হয়তো দেখা যাবে।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
৩৫ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে