নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিঙ্গাপুর ম্যাচে চোখ রেখে জাতীয় স্টেডিয়ামে আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রীতি ম্যাচ হওয়ার কারণে এ ম্যাচে তাই পরীক্ষা নিরীক্ষার বেশ ভালো সুযোগ পাচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। কারণ, খেলোয়াড় বদলি করার ক্ষেত্রেও তেমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই।
তবু কেমন হতে পারে বাংলাদেশ একাদশ? সবশেষ ভারতের বিপক্ষে এ বছরের মার্চে ৪-২-৩-১ ছক সাজিয়েছিলেন কাবরেরা। সেই ম্যাচে হামজা চৌধুরীই ছিলেন দলের নিউক্লিয়াস। যদিও ভুটান ম্যাচের শুরুর একাদশে তাঁকে নাও দেখা যেতে পারে। তিনি অবশ্য খেলতে চেয়েছেন। এখন তাই বাকিটা নির্ভর করছে কোচের ওপর।
সংবাদ সম্মেলনে গতকাল কাবরেরা নিশ্চিত করেছেন ফাহামিদুল ইসলামের অভিষেক হবে। তবে শুরুর একাদশে তিনি থাকবেন কি না তা অনিশ্চিত। ফরোয়ার্ড লাইনে দেখা যেতে পারে সুমন রেজাকে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন তিনি। নম্বর নাইন হিসেবে তাঁর যে সামর্থ্য, তা পরখ করে দেখতে চান কাবরেরা। গোলপোস্টের নিচে শুরুটা হয়তো করবেন মিতুল মারমা। এ ছাড়া তাঁর সামনে থাকবেন শাকিল আহাদ, তপু বর্মণ, তারিক কাজী ও সাদ উদ্দিন। মিডফিল্ডে হামজা না থাকলে শুরুর একাদশে দেখা যেতে পারে সোহেল রানা কিংবা কাজেম শাহকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মিতুল মারমা, সাদ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, শাকিল আহাদ, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা/কাজেম শাহ, শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম/মজিবুর রহমান জনি, রাকিব হোসেন, সুমন রেজা

সিঙ্গাপুর ম্যাচে চোখ রেখে জাতীয় স্টেডিয়ামে আজ ভুটানের বিপক্ষে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রীতি ম্যাচ হওয়ার কারণে এ ম্যাচে তাই পরীক্ষা নিরীক্ষার বেশ ভালো সুযোগ পাচ্ছেন কোচ হাভিয়ের কাবরেরা। কারণ, খেলোয়াড় বদলি করার ক্ষেত্রেও তেমন কোনো নির্দিষ্ট নিয়ম নেই।
তবু কেমন হতে পারে বাংলাদেশ একাদশ? সবশেষ ভারতের বিপক্ষে এ বছরের মার্চে ৪-২-৩-১ ছক সাজিয়েছিলেন কাবরেরা। সেই ম্যাচে হামজা চৌধুরীই ছিলেন দলের নিউক্লিয়াস। যদিও ভুটান ম্যাচের শুরুর একাদশে তাঁকে নাও দেখা যেতে পারে। তিনি অবশ্য খেলতে চেয়েছেন। এখন তাই বাকিটা নির্ভর করছে কোচের ওপর।
সংবাদ সম্মেলনে গতকাল কাবরেরা নিশ্চিত করেছেন ফাহামিদুল ইসলামের অভিষেক হবে। তবে শুরুর একাদশে তিনি থাকবেন কি না তা অনিশ্চিত। ফরোয়ার্ড লাইনে দেখা যেতে পারে সুমন রেজাকে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন তিনি। নম্বর নাইন হিসেবে তাঁর যে সামর্থ্য, তা পরখ করে দেখতে চান কাবরেরা। গোলপোস্টের নিচে শুরুটা হয়তো করবেন মিতুল মারমা। এ ছাড়া তাঁর সামনে থাকবেন শাকিল আহাদ, তপু বর্মণ, তারিক কাজী ও সাদ উদ্দিন। মিডফিল্ডে হামজা না থাকলে শুরুর একাদশে দেখা যেতে পারে সোহেল রানা কিংবা কাজেম শাহকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মিতুল মারমা, সাদ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, শাকিল আহাদ, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা/কাজেম শাহ, শেখ মোরসালিন, ফাহামিদুল ইসলাম/মজিবুর রহমান জনি, রাকিব হোসেন, সুমন রেজা

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৩ ঘণ্টা আগে