
ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির নতুন শুরু এখন সময়ের অপেক্ষা মাত্র। সে কারণেই কিনা সদ্য অতীত হওয়া প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) মনেই রাখতে চান না মেসি। সামাজিক মাধ্যমে ফরাসি ক্লাবটিকে আনফলো করেছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
সামাজিক মাধ্যমে মেসি অ্যাকটিভ থাকেন। ইনস্টাগ্রামে তাঁকে অনুসরণ করেন ৪৭ কোটি ৮০ লাখ ভক্ত। সেই তুলনায় আর্জেন্টাইন তারকা ফুটবলার অনুসরণ করেন খুব কম কিছুই। ইনস্টাগ্রামে ২৮১ অ্যাকাউন্টকে অনুসরণ করতেন মেসি। তবে গতকাল ক্ল্যারিন জানিয়েছে, সংখ্যাটা ২৮১ থেকে ২৮০তে নেমে আসে। কমে যাওয়া সেই অ্যাকাউন্ট হলো পিএসজির। ফরাসি ক্লাবকে ইনস্টাগ্রামে মেসি আনফলো করেছেন। প্যারিসিয়ানদের কোনো সংবাদ তিনি আর দেখতে চান না। যেখানে সম্পর্কের তিক্ততায় এ বছর শেষ হয়েছে পিএসজিতে মেসির দুই মৌসুম। মাঠে নামলে দুয়োধ্বনি তো ছিলই, নানারকম ব্যঙ্গবিদ্রুপের শিকারও হতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে। এ বছরের ৩০ জুন তাঁর সঙ্গে পিএসজির আনুষ্ঠানিক চুক্তি শেষ হয়েছে।
তা ছাড়া গত মাসে পিএসজির সামাজিক মাধ্যমে ধস নেমেছিল। গত ৩ জুন পরশু পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচ ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচের পর ইনস্টাগ্রামে ১৩ লাখের বেশি অনুসারী কমে গিয়েছিল ক্লাবটির।
গত পরশু মিয়ামিতে পৌঁছেছেন মেসি। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। গতকাল ফ্লোরিডা রাজ্যের ফোর্ট লডারডেলের এক সুপার মার্কেটে কেনাকাটা করতে দেখা গেছে আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে। পরিবার নিয়েই তিনি কেনাকাটা করতে যান। ভক্তদের সঙ্গে ছবিও তোলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হয়ে যায়।
মেসির সঙ্গে ইন্টার মিয়ামির আনুষ্ঠানিক চুক্তির কাজও প্রায় হয়ে গেছে। ১৬ জুলাই আর্জেন্টাইন তারকা ফুটবলারকে সবার সঙ্গে পরিচয় করানো হবে। সেদিন ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে মিয়ামি। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্য দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাবটি। মেসির সঙ্গে মিয়ামিতে নতুন আসা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। আর এমএলএসে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে ডিডিআর মাঠে প্রথমবারের মতো সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর মিয়ামির হয়ে খেলার কথা।

ইন্টার মিয়ামিতে লিওনেল মেসির নতুন শুরু এখন সময়ের অপেক্ষা মাত্র। সে কারণেই কিনা সদ্য অতীত হওয়া প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) মনেই রাখতে চান না মেসি। সামাজিক মাধ্যমে ফরাসি ক্লাবটিকে আনফলো করেছেন আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
সামাজিক মাধ্যমে মেসি অ্যাকটিভ থাকেন। ইনস্টাগ্রামে তাঁকে অনুসরণ করেন ৪৭ কোটি ৮০ লাখ ভক্ত। সেই তুলনায় আর্জেন্টাইন তারকা ফুটবলার অনুসরণ করেন খুব কম কিছুই। ইনস্টাগ্রামে ২৮১ অ্যাকাউন্টকে অনুসরণ করতেন মেসি। তবে গতকাল ক্ল্যারিন জানিয়েছে, সংখ্যাটা ২৮১ থেকে ২৮০তে নেমে আসে। কমে যাওয়া সেই অ্যাকাউন্ট হলো পিএসজির। ফরাসি ক্লাবকে ইনস্টাগ্রামে মেসি আনফলো করেছেন। প্যারিসিয়ানদের কোনো সংবাদ তিনি আর দেখতে চান না। যেখানে সম্পর্কের তিক্ততায় এ বছর শেষ হয়েছে পিএসজিতে মেসির দুই মৌসুম। মাঠে নামলে দুয়োধ্বনি তো ছিলই, নানারকম ব্যঙ্গবিদ্রুপের শিকারও হতে হয়েছিল আর্জেন্টাইন তারকাকে। এ বছরের ৩০ জুন তাঁর সঙ্গে পিএসজির আনুষ্ঠানিক চুক্তি শেষ হয়েছে।
তা ছাড়া গত মাসে পিএসজির সামাজিক মাধ্যমে ধস নেমেছিল। গত ৩ জুন পরশু পার্ক দে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয় পিএসজি-ক্লেরমঁ ফুত। এই ম্যাচ ছিল পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ। আর্জেন্টাইন তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচের পর ইনস্টাগ্রামে ১৩ লাখের বেশি অনুসারী কমে গিয়েছিল ক্লাবটির।
গত পরশু মিয়ামিতে পৌঁছেছেন মেসি। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার। গতকাল ফ্লোরিডা রাজ্যের ফোর্ট লডারডেলের এক সুপার মার্কেটে কেনাকাটা করতে দেখা গেছে আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে। পরিবার নিয়েই তিনি কেনাকাটা করতে যান। ভক্তদের সঙ্গে ছবিও তোলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী এই ফুটবলার। সামাজিক মাধ্যমে এই ছবি ভাইরাল হয়ে যায়।
মেসির সঙ্গে ইন্টার মিয়ামির আনুষ্ঠানিক চুক্তির কাজও প্রায় হয়ে গেছে। ১৬ জুলাই আর্জেন্টাইন তারকা ফুটবলারকে সবার সঙ্গে পরিচয় করানো হবে। সেদিন ঘরের মাঠ ডিআরভি পিএনকে স্টেডিয়ামে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে মিয়ামি। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্য দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠানসূচি রেখেছে ক্লাবটি। মেসির সঙ্গে মিয়ামিতে নতুন আসা খেলোয়াড়দের পরিচয় করিয়ে দেবে এমএলএসের ক্লাবটি। আর এমএলএসে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের অভিষেক হওয়ার কথা ২১ জুলাই। ক্রুজ আজুলের বিপক্ষে ডিডিআর মাঠে প্রথমবারের মতো সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর মিয়ামির হয়ে খেলার কথা।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
২ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৩ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৪ ঘণ্টা আগে