
রুদ্ধশ্বাস জয়ে ইকুয়েডরকে হারিয়ে গতকাল সেমিফাইনালের টিকিট কেটেছিল আর্জেন্টিনা। সেমিতে প্রতিপক্ষ কে হবে, তা জানতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে আজ ভেনেজুয়েলা-কানাডা ম্যাচ পর্যন্ত। শেষ পর্যন্ত ভেনেজুয়েলাকে হারিয়ে কানাডা সেমিতে পেল আর্জেন্টিনাকে।
পেনাল্টি শুটআউটে ম্যাচের ফল যেন ২০২৪ কোপা আমেরিকার নকআউট পর্বের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। হিউস্টনে গতকাল টাইব্রেকারে জয় পেয়েছে আর্জেন্টিনা। টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে আজ ভেনেজুয়েলা-কানাডা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের নিষ্পত্তিও হয়েছে পেনাল্টি শুটআউটে। ৪-৩ গোলে জিতে কানাডা পৌঁছে গেল কোপা আমেরিকার সেমিফাইনালে। ১০ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ভেনেজুয়েলা-কানাডা পেনাল্টি শুটআউট আজ একটা ধারাবাহিকতা মেনে এগোতে থাকে। টাইব্রেকারে প্রথমে স্যালোমোন রোন্দোনের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। কানাডার প্রথম গোলটি করেন জোনাথন ডেভিড। এরপর দুই দলই তাদের দ্বিতীয় গোল মিস করে। তৃতীয় শট নেওয়ার সময় ভেনেজুয়েলা-কানাডা উভয় পক্ষই গোলের দেখা পেয়েছে। চতুর্থবার তারা আবার মিস করেছে একই সঙ্গে। পঞ্চম শটে এসে ধারাবাহিকতা ভাঙল। ভেনেজুয়েলার উইকার অ্যাঞ্জেল গোল মিস করেন। এই সুযোগে ইসমাইল কোনি গোল করে কানাডাকে এনে দিয়েছেন সেমিফাইনালের টিকিট।
টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে ভেনেজুয়েলা দাপট দেখিয়ে খেলেছে কানাডার ওপর। ৫৬ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ভেনেজুয়েলা নেয় ৩ শট। কানাডা বল দখলে রাখে ৪৪ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৭ শট। ৬৪ মিনিটে ফরোয়ার্ড রোন্দনের গোলে সমতায় ফেলে ভেনেজুয়েলা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় মূল ম্যাচ। কানাডা ও ভেনেজুয়েলা হলুদ কার্ড দেখেছে ২টি ও ১টি।

রুদ্ধশ্বাস জয়ে ইকুয়েডরকে হারিয়ে গতকাল সেমিফাইনালের টিকিট কেটেছিল আর্জেন্টিনা। সেমিতে প্রতিপক্ষ কে হবে, তা জানতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয়েছে আজ ভেনেজুয়েলা-কানাডা ম্যাচ পর্যন্ত। শেষ পর্যন্ত ভেনেজুয়েলাকে হারিয়ে কানাডা সেমিতে পেল আর্জেন্টিনাকে।
পেনাল্টি শুটআউটে ম্যাচের ফল যেন ২০২৪ কোপা আমেরিকার নকআউট পর্বের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। হিউস্টনে গতকাল টাইব্রেকারে জয় পেয়েছে আর্জেন্টিনা। টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে আজ ভেনেজুয়েলা-কানাডা দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের নিষ্পত্তিও হয়েছে পেনাল্টি শুটআউটে। ৪-৩ গোলে জিতে কানাডা পৌঁছে গেল কোপা আমেরিকার সেমিফাইনালে। ১০ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।
ভেনেজুয়েলা-কানাডা পেনাল্টি শুটআউট আজ একটা ধারাবাহিকতা মেনে এগোতে থাকে। টাইব্রেকারে প্রথমে স্যালোমোন রোন্দোনের গোলে এগিয়ে যায় ভেনেজুয়েলা। কানাডার প্রথম গোলটি করেন জোনাথন ডেভিড। এরপর দুই দলই তাদের দ্বিতীয় গোল মিস করে। তৃতীয় শট নেওয়ার সময় ভেনেজুয়েলা-কানাডা উভয় পক্ষই গোলের দেখা পেয়েছে। চতুর্থবার তারা আবার মিস করেছে একই সঙ্গে। পঞ্চম শটে এসে ধারাবাহিকতা ভাঙল। ভেনেজুয়েলার উইকার অ্যাঞ্জেল গোল মিস করেন। এই সুযোগে ইসমাইল কোনি গোল করে কানাডাকে এনে দিয়েছেন সেমিফাইনালের টিকিট।
টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে ভেনেজুয়েলা দাপট দেখিয়ে খেলেছে কানাডার ওপর। ৫৬ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ভেনেজুয়েলা নেয় ৩ শট। কানাডা বল দখলে রাখে ৪৪ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৭ শট। ৬৪ মিনিটে ফরোয়ার্ড রোন্দনের গোলে সমতায় ফেলে ভেনেজুয়েলা। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হয় মূল ম্যাচ। কানাডা ও ভেনেজুয়েলা হলুদ কার্ড দেখেছে ২টি ও ১টি।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৩ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৫ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
৫ ঘণ্টা আগে