Ajker Patrika

‘পেনাল্টি মিস কেইনকে তাড়িয়ে বেড়াবে’

‘পেনাল্টি মিস কেইনকে তাড়িয়ে বেড়াবে’

‘একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না’-হ্যারি কেইনের কাছে ব্যাপারটা ছিল যেন এমনই। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি মিস করে ইংল্যান্ডকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগটা হারালেন কেইন। অ্যালান শিয়ারারের মতে, এই ঘটনা কেইনকে অনেক দিন তাড়িয়ে বেড়াবে।

গত পরশু আল-বায়েত স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড-ফ্রান্স। প্রথমে ১-০ গোলে পিছিয়ে থাকা ইংল্যান্ডকে সমতায় ফিরিয়েছিলেন কেইন। ৫৪ মিনিটে পেনাল্টিতে সমতাসূচক গোল করেন কেইন। ৮৪ মিনিটে আবারও পেনাল্টি নিয়েছিলেন কেইন। কিন্তু এবার তাঁর শট ক্রসবারের অনেক ওপর দিয়ে চলে যায়। শিয়ারার মনে করেন, এমন ঘটনা ফরোয়ার্ডদের সঙ্গে এমন ঘটনা নতুন কিছু নয়। কিংবদন্তি এই ফুটবলার বলেন, ‘সেন্টার ফরোয়ার্ডদের ব্যাপারটাই এমন। আপনি ওই জায়গায় নিজেকে বসিয়ে দেখুন। হ্যারিকে এটা অনেক দিন তাড়িয়ে বেড়াবে। তবে ফরোয়ার্ড হিসেবে আপনাকে এই ব্যাপারটার সঙ্গে মানিয়ে নিতে হবে।’ 

ম্যাচ শেষে কেইনও সেদিন হতাশা প্রকাশ করেছিলেন। পেনাল্টি মিসের দায় নিজের কাঁধে নিয়েছিলেন ইংলিশ অধিনায়ক। কবে প্রথম পেনাল্টিতে গোল করে ইংল্যান্ডের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ওয়েইন রুনির পাশে বসলেন কেইন। দুজনেই করেছেন ৫৩ গোল। কেইন করেছেন ৮০ ম্যাচে আর রুনি করেছিলেন ১২০ ম্যাচে। শিয়ারার আন্তর্জাতিক ফুটবলে ৬৩ ম্যাচে করেছিলেন ৩০ গোল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত