Ajker Patrika

ভুল শুধরানোর সময় পাচ্ছেন রিয়ালের কোচ

ক্রীড়া ডেস্ক    
কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত
কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

গতকাল রাতে এল ক্লাসিকো হারায় রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির চাকরি নিয়ে টানাটানি! তবে স্প্যানিশ দৈনিক দিয়ারিও এস জানিয়েছে, এই মাসটা দেখেই সিদ্ধান্ত নেবে রিয়াল। আপাতত তাঁকে বরখাস্ত করার কথা ভাবছে না মাদ্রিদের ক্লাবটি।

সময়টা ভালো যাচ্ছে না আনচেলত্তির। রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসার পর শুরুর দিকটা ছিল ঝকঝকে। তাঁর অধীনে লস ব্লাঙ্কোসরা চ্যাম্পিয়নস লিগও জেতে। কিন্তু কয়েক বছর না যেতেই উল্টো চিত্র। যদিও গত মৌসুমে লা লিগা জিতেছে রিয়াল। তবু সন্তুষ্ট নয় দলটি। চ্যাম্পিয়নস লিগসহ অন্যান্য প্রতিযোগিতায় আশানুরূপ পারফর্ম না করায় সমালোচনার তীর আনচেলত্তির দিকে।

এ দিকে আনচেলত্তিকে বাদ দিলে তাঁর জায়গায় কোচ হয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে আসতে পারেন সান্তিয়াগো সোলারি। তাকে নিয়ে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে জোর আলোচনা। সাবেক এই রিয়াল ফুটবলার এর আগে ২০১৮-২০১৯ দলটির কোচের দায়িত্বে ছিলেন।

তবে লা লিগায় যদি রিয়াল দারুণ কিছু করতে পারে তাহলে হয়তো চাকরিটা বেঁচে যাবে আনচেলত্তির। লিগের পয়েন্ট টেবিলে এই মুহূর্তে রিয়াল আছেন দুইয়ে। একে আতলেতিকো মাদ্রিদ। তবে রিয়ালের সঙ্গে তাদের মাত্র এক পয়েন্টের তফাৎ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত