ক্রীড়া ডেস্ক

ফুটবলের ‘ব্যাড বয়’ তিনি। নিয়ম শৃঙ্খলার ধার ধারেন না। কোচরা তাঁকে সামলাতে হিমশিম খান। যে কারণে অমিত সম্ভাবনা ও প্রতিভা থাকা সত্ত্বেও কোথাও বেশি দিন খেলতে পারেননি মারিও বালোতেল্লি। যাযাবরের মতন ঘুরে বেড়িয়েছেন এক দেশ থেকে অন্য দেশ, এক লিগ থেকে অন্য লিগে।
সেই বালোতেল্লি আবারও ফিরেছেন সিরি ‘আ’তে। কিন্তু ফেরার ম্যাচেই ৬ মিনিটের মাথায় দেখলেন হলুদ কার্ড। দল পাল্টালেও স্বভাব যে পাল্টায়নি সেটি জানিয়ে দিলেন আরেকবার। গতকাল পার্মার বিপক্ষে ম্যাচ দিয়ে জেনোয়ার জার্সিতে অভিষেক হয়েছে বালোতেল্লির।
ম্যাচটিতে ৩৪ বছর বয়সী সাবেক স্ট্রাইকার মাঠে নামেন ৮৬ মিনিট। ততক্ষণে জেনোয়া ১-০ গোলে এগিয়ে। ম্যাচে তখন অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিট চলছে। এ সময় ফাউল করে হলুদ কার্ড দেখেন বালোতেল্লি। চার বছর পর ইতালিয়ান শীর্ষ লিগে প্রথম ম্যাচ খেললেন তিনি।
গত সপ্তাহে জেনোয়ার সঙ্গে চুক্তি করেন বালোতেল্লি। সিরি ‘আ’তে তাঁকে সবশেষ দেখা গেছে নিজের শহরের ক্লাব ব্রেসিয়ার হয়ে, ২০১৯-২০ মৌসুমে। এরপর ২০২০-২১ মৌসুমে ইতালির আরেক ক্লাব মোনজার জার্সিতেও দেখা গেছে ফুটবলের এই ব্যাড বয়কে। তবে তখন ক্লাবটি খেলছিল ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’তে।
বালোতেল্লির অভিষেক ম্যাচে জয় পেয়েছে জেনোয়া। তিন পয়েন্ট নিয়ে লিগ তালিকার অবনমন অঞ্চল থেকে এক ধাপ ওপরেও উঠে এসেছে ক্লাবটি। ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আছে ১৭ তম স্থানে। ২৪ আগস্টে মোনজার বিপক্ষে জয়ের পর এটিই জেনোয়ার প্রথম জয়।
ক্যারিয়ারের শুরুতে বালোতেল্লি খেলেছেন ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, এসি মিলান ও লিভারপুলের মতো ক্লাবে। এরপর ফ্রেঞ্চ লিগ আঁ ঘুরে মিলানের ব্রেসিরয়ার হয়ে ফিরেছিলেন ইতালিয়ান ফুটবলে। পরে তাঁকে দেখা গেছে তুরস্ক ও সুইডিশ ফুটবলেও। ইতালির হয়ে ২০১৮ সালে সবশেষ ম্যাচ খেলেছেন বালোতেল্লি।

ফুটবলের ‘ব্যাড বয়’ তিনি। নিয়ম শৃঙ্খলার ধার ধারেন না। কোচরা তাঁকে সামলাতে হিমশিম খান। যে কারণে অমিত সম্ভাবনা ও প্রতিভা থাকা সত্ত্বেও কোথাও বেশি দিন খেলতে পারেননি মারিও বালোতেল্লি। যাযাবরের মতন ঘুরে বেড়িয়েছেন এক দেশ থেকে অন্য দেশ, এক লিগ থেকে অন্য লিগে।
সেই বালোতেল্লি আবারও ফিরেছেন সিরি ‘আ’তে। কিন্তু ফেরার ম্যাচেই ৬ মিনিটের মাথায় দেখলেন হলুদ কার্ড। দল পাল্টালেও স্বভাব যে পাল্টায়নি সেটি জানিয়ে দিলেন আরেকবার। গতকাল পার্মার বিপক্ষে ম্যাচ দিয়ে জেনোয়ার জার্সিতে অভিষেক হয়েছে বালোতেল্লির।
ম্যাচটিতে ৩৪ বছর বয়সী সাবেক স্ট্রাইকার মাঠে নামেন ৮৬ মিনিট। ততক্ষণে জেনোয়া ১-০ গোলে এগিয়ে। ম্যাচে তখন অতিরিক্ত সময়ে দ্বিতীয় মিনিট চলছে। এ সময় ফাউল করে হলুদ কার্ড দেখেন বালোতেল্লি। চার বছর পর ইতালিয়ান শীর্ষ লিগে প্রথম ম্যাচ খেললেন তিনি।
গত সপ্তাহে জেনোয়ার সঙ্গে চুক্তি করেন বালোতেল্লি। সিরি ‘আ’তে তাঁকে সবশেষ দেখা গেছে নিজের শহরের ক্লাব ব্রেসিয়ার হয়ে, ২০১৯-২০ মৌসুমে। এরপর ২০২০-২১ মৌসুমে ইতালির আরেক ক্লাব মোনজার জার্সিতেও দেখা গেছে ফুটবলের এই ব্যাড বয়কে। তবে তখন ক্লাবটি খেলছিল ইতালির দ্বিতীয় বিভাগ সিরি ‘বি’তে।
বালোতেল্লির অভিষেক ম্যাচে জয় পেয়েছে জেনোয়া। তিন পয়েন্ট নিয়ে লিগ তালিকার অবনমন অঞ্চল থেকে এক ধাপ ওপরেও উঠে এসেছে ক্লাবটি। ১১ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আছে ১৭ তম স্থানে। ২৪ আগস্টে মোনজার বিপক্ষে জয়ের পর এটিই জেনোয়ার প্রথম জয়।
ক্যারিয়ারের শুরুতে বালোতেল্লি খেলেছেন ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, এসি মিলান ও লিভারপুলের মতো ক্লাবে। এরপর ফ্রেঞ্চ লিগ আঁ ঘুরে মিলানের ব্রেসিরয়ার হয়ে ফিরেছিলেন ইতালিয়ান ফুটবলে। পরে তাঁকে দেখা গেছে তুরস্ক ও সুইডিশ ফুটবলেও। ইতালির হয়ে ২০১৮ সালে সবশেষ ম্যাচ খেলেছেন বালোতেল্লি।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩৬ মিনিট আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
১ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
১ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
২ ঘণ্টা আগে