মাঠের ফুটবল থেকে অবসরের পর অনেকেই নিজেকে ফুটবলের সঙ্গেই জড়িয়ে রাখেন। কেউ বেছে নেন কোচিং ক্যারিয়ার, কেউ আবার নীতিনির্ধারণী পর্যায়ের কাজকে অগ্রাধিকার দেন। কিন্তু অবসরের তিন বছর পরই সেই দেশেই ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে বসার ঘটনা ফুটবল ইতিহাসে আছে কি না, বলা মুশকিল!
এমনই এক ঘটনার জন্ম দিয়েছেন স্যামুয়েল ইতো। তিন বছর ধরে আফ্রিকান ফুটবলে ফিফার বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকার পর এবার নিজ দেশ ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন ইতো। সব মিলিয়ে ৪৩ ভোটে সভাপতি পদে নির্বাচিত হন সাবেক এই বার্সেলোনা কিংবদন্তি। আগের সভাপতি সেইদু পেয়েছেন ৩১ ভোট।
গত শনিবার দিনব্যাপী নির্বাচনের পর ক্যামেরুন ফুটবলের নতুন কর্তা নির্বাচিত হয়েছেন ইতো। নির্বাচিত হওয়ার পর সাবেক এই ফরোয়ার্ড বলেছেন, ‘আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত হিসেবে আজকের দিনটি মনে রাখব। প্রতিটি ভোট আমাদের ফুটবলের আগামী দিনের লক্ষ্য পূরণে শক্তি হিসেবে কাজ করবে। ক্যামেরুনের ফুটবল আগে যা দেখেনি, সেই পথেই এগিয়ে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব আমরা।’
ক্যামেরুন ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচনে মোট সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দিন সকালে অবশ্য পাঁচ প্রার্থী সরে দাঁড়ান। নির্বাচনে সদ্য সাবেক সভাপতি সেইদু এমবোমবো নিওয়ার ও স্যামুয়েল ইতোর মধ্যেকার লড়াই হয়। সেখানে নিওয়ারের চেয়ে ১২ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন ইতো।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে