পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ ঘুরে দাঁড়িয়েছে অনেকবার। তাতে ড্রয়ের চেয়ে বেশির ভাগ ম্যাচেই জয় পেয়েছে রিয়াল। তবে গতকাল আর তা সম্ভব হয়নি। উল্টো আতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হেরেছে রিয়াল।
সিভিটাস মেট্রোপলিটানো স্টেডিয়ামে গতকাল মাদ্রিদ ডার্বিতে দ্রুতই গোল হজম করে রিয়াল। ৪ মিনিটে আতলেতিকো মাদ্রিদকে এগিয়ে নেন আলভারো মোরাতা। এরপর ১৮ মিনিটে আঁতোয়া গ্রিজমানের গোলে ২-০ গোলে এগিয়ে যায় আতলেতিকো। ২-০ গোলে পিছিয়ে যাওয়ার পর অবশ্য ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি রিয়ালের। ৩-১ গোলে হেরে গেছে কার্লো আনচেলত্তির দল। রিয়ালের একমাত্র গোল ৩৫ মিনিটে করেন টনি ক্রুস। এই ম্যাচে দাপট দেখিয়ে খেলেছে রিয়াল। ৬৪ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৫টি শট করেছে আনচেলত্তির দল। আর রিয়ালের লক্ষ্য বরাবর আতলেতিকোর শট ছিল ৪টি।
বড় ব্যবধানে হারায় নিজেদেরকেই দায়ী করছেন আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে রিয়াল কোচ বলেন, ‘সিস্টেম তো বদলায়নি। মাঝমাঠে আমরা ভালোই ছিলাম। তবে আমাদের শুরুটা ভালো হয়নি। রক্ষণভাগে ভালোমতো খেলতে পারিনি। আর তারা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর যেভাবে চেয়েছে সেভাবে খেলতে পেরেছে। আতলেতিকো আমাদের চেয়ে ভালো খেলেছে।’
আতলেতিকোর ৩ গোলের মধ্যে জোড়া গোল করেছেন মোরাতা। আর একটি গোল করেন গ্রিজমান। তিনটা গোল হয়েছে একইভাবে। সতীর্থের ক্রস থেকে হেডে গোল। আতলেতিকোর গোল তিনটি তাই আনচেলত্তির কাছে কার্বন কপি, ‘গোলগুলো ছিল কার্বন কপি। পেনাল্টি এলাকায় সেন্টার ব্যাক ফুটবলাররা ঠিক জায়গায় ছিল না।’

সৌদি আরবের আল নাসর ক্লাবের হয়ে একের পর এক গোল করে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাতে ভারী হচ্ছে রোনালদোর রেকর্ডের পাল্লাও। মধ্যপ্রাচ্যের দেশে যখন একের পর এক কীর্তিতে ব্যস্ত, তখন তাঁর জন্মভূমিতে তাঁরই ভাস্কর্যে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
১৮ মিনিট আগে
৪-২ গোলের জয়ের স্কোরকার্ড দেখে বার্সেলোনার জয়টা আয়েশি মনে হতেই পারে। তবে এটুকু দেখে পুরোটা বোঝা যায় না। প্রাগের ফরচুনা অ্যারেনাতে চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বে স্লাভিয়া প্রাহার বিপক্ষে খেলতে বার্সেলোনাকে যুদ্ধ করতে হয়েছিল আবহাওয়ার সঙ্গেও। শুধু তা-ই নয়, ম্যাচ শেষে বার্সা পেয়েছে একগাদা দুঃসংবাদ।
১ ঘণ্টা আগে
এই জয় তো এই হার—২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যাত্রাটা চলছে এভাবেই। উইন্ডহোকে ১৫ জানুয়ারি তানজানিয়াকে ৫ উইকেটে হারিয়েছিল উইন্ডিজ। একই মাঠে ১৮ জানুয়ারি আফগানিস্তানের কাছে ১৩৮ রানে হেরেছে ক্যারিবীয়রা। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামবে উইন্ডিজ।
২ ঘণ্টা আগে
চিত্রনাট্যটা একই রকম। গত বিপিএলেও মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ছিটকে গেছে। এবারও ঠিক একই ঘটনা ঘটেছে। পার্থক্য শুধু গত বছর খুলনা টাইগার্সের হয়ে খেলা মিরাজ এবার খেলেছেন সিলেট টাইটানসের হয়ে। সিলেটের প্রধান কোচ সোহেল ইসলামের মতে
২ ঘণ্টা আগে