নিজস্ব প্রতিবেদক, ঢাকা

খেলার শুরুতে বৃষ্টি ছিল কিছুটা কম। তাই খেলা যা হওয়ার তা হলো প্রথমার্ধেই। এরপর ধীরে বাড়তে লাগল বৃষ্টির দাপট। মাঠ আর ডি-বক্সের সামনে জমতে থাকল কাদা আর পানি। ঘাসহীন, নরম মাটির মাঠে যা করার অবশ্য শুরুতেই করে ফেলেছে আবাহনী লিমিটেড। ফুটবলাররা কয়েকবার মাঠে হোঁচট খেলেও আকাশি-নীলদের হাত থেকে ফসকায়নি ম্যাচের ফল।
তুলনামূলক আকারে ছোট টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচেই নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মাঘ মাসের শীতের মধ্যে প্রকৃতির হঠাৎ খেয়ালে সারা দেশে এখন প্রবল বর্ষণ, তাতে মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচটা কঠিনই হওয়ার কথা ছিল লিগের সর্বোচ্চ চ্যাম্পিয়ন আবাহনীর সামনে। কাঁদা মাঠে ব্রাজিলিয়ান ডোরিলটন গোমেজের গোলে মুক্তিযোদ্ধার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে এবারের মৌসুমের প্রথম দুই শিরোপাজয়ী দলটি।
মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে গেছে আবাহনী। প্রথম মিনিটেই দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন দানিয়েল কলিন্দ্রেস। ডি-বক্সের বাইরে থেকে কোস্টারিকান ফরোয়ার্ডের ডান পায়ের কোনাকুনি শট অল্পের লক্ষ্যহীন। দ্বিতীয় আক্রমণেই অবশ্য সফল আকাশি-নীলরা। ১২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নুরুল নাইয়ুম ফয়সালের ক্রসে জায়গা মতো বল পান ডোরিয়েলটন গোমেজ। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের হেড মুক্তিযোদ্ধা গোলরক্ষক রাজিবকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।
গোল হজম করার ছয় মিনিট বাদে সমতায় ফেরার চেষ্টায় মুক্তিযোদ্ধা। জাপানি অধিনায়ক তেতসুয়াকি মিসাওয়ার ক্রসে মিসরীয় আহমেদ আয়মানের শটও অল্প ব্যবধানে খুঁজে পায়নি জাল। ২৮ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার হাতছানি ছিল আবাহনীর সামনে। কলিন্দ্রেসের ফ্রি-কিক থেকে রাকিব হোসেনের মাথা ছুঁয়ে মিলাদ শেখের হেড শেষ মুহূর্তে ঝাঁপিয়ে আটকে দেন মুক্তিযোদ্ধা গোলরক্ষক রাজিব।
সমতায় ফেরার সেরা সুযোগটা মুক্তিযোদ্ধার হাতছাড়া হয়েছে ৩৪ মিনিটে। জাপানি সতীর্থ সোমা ওতানির পাস থেকে তেতসুয়াকির ভলি আবাহনী গোলরক্ষক সোহেলকে ফাঁকি দিলেও ফিরে আসে বারে প্রতিহত হয়ে। এরপর বৃষ্টি যত বেড়েছে, মাঠ হয়েছে তত ভারী। দুই দলের খেলার ছন্দও হয়েছে নষ্ট। ৭২ মিনিটেও ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল আবাহনীর সামনে। জুয়েল রানার উঁচু ক্রস হেড নিতে লাফালেও নাগালে পাননি কলিন্দ্রেস। ৮৬ মিনিটে বদলি আবু সাঈদের দূরপাল্লার এক শট থেকেও গোল হজম করতে পারত মুক্তিযোদ্ধা। অতিরিক্ত সময়ে কলিন্দ্রেসের ক্রসে বল জালে জড়াতে পারেননি জুয়েল রানা।
কাদা মাঠে অল্পের জন্য হোঁচট খাওয়া থেকে বেঁচে গেছে সাইফ স্পোর্টিং ক্লাব। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রোয়ান্ডান ডিফেন্ডার এমেরি বাইসাঙ্গের অতিরিক্ত সময়ের গোলে বাংলাদেশ পুলিশকে ১-০ ব্যবধানে হারিয়েছেন জামাল ভূঁইয়ারা।

খেলার শুরুতে বৃষ্টি ছিল কিছুটা কম। তাই খেলা যা হওয়ার তা হলো প্রথমার্ধেই। এরপর ধীরে বাড়তে লাগল বৃষ্টির দাপট। মাঠ আর ডি-বক্সের সামনে জমতে থাকল কাদা আর পানি। ঘাসহীন, নরম মাটির মাঠে যা করার অবশ্য শুরুতেই করে ফেলেছে আবাহনী লিমিটেড। ফুটবলাররা কয়েকবার মাঠে হোঁচট খেলেও আকাশি-নীলদের হাত থেকে ফসকায়নি ম্যাচের ফল।
তুলনামূলক আকারে ছোট টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে লিগের প্রথম ম্যাচেই নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হোঁচট খেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মাঘ মাসের শীতের মধ্যে প্রকৃতির হঠাৎ খেয়ালে সারা দেশে এখন প্রবল বর্ষণ, তাতে মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচটা কঠিনই হওয়ার কথা ছিল লিগের সর্বোচ্চ চ্যাম্পিয়ন আবাহনীর সামনে। কাঁদা মাঠে ব্রাজিলিয়ান ডোরিলটন গোমেজের গোলে মুক্তিযোদ্ধার বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পেয়েছে এবারের মৌসুমের প্রথম দুই শিরোপাজয়ী দলটি।
মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে গেছে আবাহনী। প্রথম মিনিটেই দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন দানিয়েল কলিন্দ্রেস। ডি-বক্সের বাইরে থেকে কোস্টারিকান ফরোয়ার্ডের ডান পায়ের কোনাকুনি শট অল্পের লক্ষ্যহীন। দ্বিতীয় আক্রমণেই অবশ্য সফল আকাশি-নীলরা। ১২ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে নুরুল নাইয়ুম ফয়সালের ক্রসে জায়গা মতো বল পান ডোরিয়েলটন গোমেজ। ব্রাজিলিয়ান স্ট্রাইকারের হেড মুক্তিযোদ্ধা গোলরক্ষক রাজিবকে ফাঁকি দিয়ে জড়ায় জালে।
গোল হজম করার ছয় মিনিট বাদে সমতায় ফেরার চেষ্টায় মুক্তিযোদ্ধা। জাপানি অধিনায়ক তেতসুয়াকি মিসাওয়ার ক্রসে মিসরীয় আহমেদ আয়মানের শটও অল্প ব্যবধানে খুঁজে পায়নি জাল। ২৮ মিনিটে আবারও এগিয়ে যাওয়ার হাতছানি ছিল আবাহনীর সামনে। কলিন্দ্রেসের ফ্রি-কিক থেকে রাকিব হোসেনের মাথা ছুঁয়ে মিলাদ শেখের হেড শেষ মুহূর্তে ঝাঁপিয়ে আটকে দেন মুক্তিযোদ্ধা গোলরক্ষক রাজিব।
সমতায় ফেরার সেরা সুযোগটা মুক্তিযোদ্ধার হাতছাড়া হয়েছে ৩৪ মিনিটে। জাপানি সতীর্থ সোমা ওতানির পাস থেকে তেতসুয়াকির ভলি আবাহনী গোলরক্ষক সোহেলকে ফাঁকি দিলেও ফিরে আসে বারে প্রতিহত হয়ে। এরপর বৃষ্টি যত বেড়েছে, মাঠ হয়েছে তত ভারী। দুই দলের খেলার ছন্দও হয়েছে নষ্ট। ৭২ মিনিটেও ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল আবাহনীর সামনে। জুয়েল রানার উঁচু ক্রস হেড নিতে লাফালেও নাগালে পাননি কলিন্দ্রেস। ৮৬ মিনিটে বদলি আবু সাঈদের দূরপাল্লার এক শট থেকেও গোল হজম করতে পারত মুক্তিযোদ্ধা। অতিরিক্ত সময়ে কলিন্দ্রেসের ক্রসে বল জালে জড়াতে পারেননি জুয়েল রানা।
কাদা মাঠে অল্পের জন্য হোঁচট খাওয়া থেকে বেঁচে গেছে সাইফ স্পোর্টিং ক্লাব। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে রোয়ান্ডান ডিফেন্ডার এমেরি বাইসাঙ্গের অতিরিক্ত সময়ের গোলে বাংলাদেশ পুলিশকে ১-০ ব্যবধানে হারিয়েছেন জামাল ভূঁইয়ারা।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১২ ঘণ্টা আগে