বার্সেলোনায় এসে যেন নিজেকে নতুন করে খুঁজে পেলেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। দলবদলে আর্সেনাল থেকে আকস্মিকভাবে বার্সায় এসে এখন জাদু দেখাচ্ছেন অবামেয়াং। গ্যাবনের এই তারকা ফুটবলার শুধু গোল করেই নন, আলোচনায় থাকেন তাঁর উদ্যাপন দিয়েও। এল ক্ল্যাসিকোতে রিয়ালের বিপক্ষে জোড়া গোলের রাতে অবামেয়াং আলোচনায় এসেছেন তাঁর ‘ড্রাগন বল জি’ উদ্যাপন নিয়ে। ড্রাগন বল জি মূলত জাপানি অ্যানিমেশন শো। যেখানে মূল চরিত্র গোকুকে এ ধরনের ভঙ্গি করতে দেখা যায়।
গোল করে অবামেয়াং অবশ্য এর আগেও ভিন্নধর্মী উদ্যাপনের কারণে আলোচনায় আসেন। এমনকি মুখে স্পাইডার ম্যান ও ব্ল্যাক প্যান্থারের মুখোশ পরেও এর আগে উদ্যাপন করেছিলেন তিনি। আর রিয়ালের বিপক্ষে উদ্যাপন তাঁর হাতে ছিল একটি বল।
এবারের উদ্যাপনের ব্যাখ্যায় ম্যাচ শেষে অবা বলেন, ‘আমার উদ্যাপনের সঙ্গে ড্রাগন বল জি এর মিল রয়েছে। আর এই বলটি আমাকে এক বন্ধু দিয়েছিল। এটি দিয়ে ইচ্ছাপূরণের প্রত্যাশা করা যায়। আমি চেয়েছিলাম গোল করতে এবং দল যেন জেতে।’
এদিকে অবার আগমনে বদলে গেছে বার্সার পারফরম্যান্সের চিত্র। একের পর এক ম্যাচে গোল করে দলের ঘুরে দাঁড়ানোয় দারুণ ভূমিকা রাখছেন সাবেক এই বরুসিয়া তারকা। এর আগে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, অবামেয়াং তাঁদের জন্য আকাশ থেকে নেমে এসেছেন। রিয়ালের বিপক্ষে আরেকবার সেই প্রমাণই যেন দিলেন অবা। এখন সামনের দিনগুলোতেও এমন দাপুটে অবাকে দেখতে চাইবেন জাভি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২৭ মিনিট আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে