নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভারতের নারী লিগে খেলতে আজ দুপুরে বিমানে উঠেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। অধিনায়কের পথ ধরে এবার ভারতে খেলতে যাওয়ার অনুমতি পেয়েছেন জাতীয় দলের তারকা ফরোয়ার্ড সানজিদা আক্তার।
নারী লিগে সাবিনা খেলবেন কিকস্টার্ট এফসির হয়ে। আগামী পরশু সাবেক দল সেথু এফসির বিপক্ষে সাবিনার খেলার সম্ভাবনা প্রবল। আর সানজিদা ডাক পেয়েছেন ইস্ট বেঙ্গল থেকে। সাবিনার কাছাকাছি সময়ে ডাক পেলেও সানজিদাকে আজ ভারতে খেলতে যাওয়ার অনুমতি দিয়েছে বাফুফে।
আজ নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘ফেব্রুয়ারিতে লিগ শুরুর কথা থাকলেও সম্ভবত আমরা সে সময়টায় লিগ আয়োজন করতে পারব না, আমাদের মাঠ সমস্যা আছে। আমাদের দুই মাস সময় লাগতে পারে। যেহেতু একটা সুযোগ এসেছে, আমি ওদের সুযোগটা হাতছাড়া করতে দিইনি। খেলে আসুক। খেলা ভালো। সাবিনা আজ চলে গেছে। সানজিদাও কয়েক দিনের ভেতর চলে যাবে।’
ফেব্রুয়ারিতে ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের মেয়েদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা। কাতারে এশিয়ান কাপের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ফিলিস্তিন ফুটবল প্রধানের সঙ্গে প্রীতি ম্যাচের ব্যবস্থা করে এসেছেন মাহফুজা আক্তার কিরণ। ১৯ থেকে ২৮ ফেব্রুয়ারির ভেতর খেলতে হবে ম্যাচ দুটি। ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ খেললে নারী লিগে খেলা স্থগিত রেখে দেশে ফিরতে হবে সাবিনা-সানজিদাদের। দুই ফুটবলারই নিজ নিজ ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন মার্চ মাস পর্যন্ত।
সাবিনা-সানজিদাদের ক্লাবের চুক্তিতে আন্তর্জাতিক ফুটবলে খেলার শর্ত ছিল না। এই শর্ত যোগ করেই খেলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানালেন কিরণ। তিনি বলেছেন, ‘আমি ওদের চুক্তি দেখেছি। আমাদের সুবিধার জন্য একটা শর্তও সেখানে যোগ করে দিয়েছি। জাতীয় ইস্যুতে যখন আমি ওদের ডাকব তখন ওদের ফিরে আসতে হবে। আমি বলেছি এই শর্ত ছাড়া আমি কোনো চুক্তি স্বাক্ষর করতে দেব না, বলেছি ওদের যেতে দেব না। কারণ ফেব্রুয়ারিতে আমাদের ফিফা প্রস্তুতি ম্যাচ নিশ্চিত হয়ে গেছে।’
সাবিনার দল কিকস্টার্ট ১০ পয়েন্টে টেবিলে দুইয়ে থাকলেও বেকায়দা অবস্থায় আছে সানজিদার ইস্ট বেঙ্গল। ৪ ম্যাচে মাত্র এক জয়ে ৩ পয়েন্টে সাত দলের ভেতর পঞ্চম অবস্থানে ইস্ট বেঙ্গল। এই মুহূর্তে দলটিতে কোনো বিদেশি ফুটবলার নেই। সানজিদা হতে পারেন দলটির প্রথম বিদেশি ফুটবলার। ১৮ জানুয়ারি ওডিশা এফসির সঙ্গে ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল। দ্রুত ভিসা পেলে সেই ম্যাচ খেলতে পারবেন সানজিদা। ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ গোকুলম কেরালার বিপক্ষে, ২৩ জানুয়ারি।

ভারতের নারী লিগে খেলতে আজ দুপুরে বিমানে উঠেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। অধিনায়কের পথ ধরে এবার ভারতে খেলতে যাওয়ার অনুমতি পেয়েছেন জাতীয় দলের তারকা ফরোয়ার্ড সানজিদা আক্তার।
নারী লিগে সাবিনা খেলবেন কিকস্টার্ট এফসির হয়ে। আগামী পরশু সাবেক দল সেথু এফসির বিপক্ষে সাবিনার খেলার সম্ভাবনা প্রবল। আর সানজিদা ডাক পেয়েছেন ইস্ট বেঙ্গল থেকে। সাবিনার কাছাকাছি সময়ে ডাক পেলেও সানজিদাকে আজ ভারতে খেলতে যাওয়ার অনুমতি দিয়েছে বাফুফে।
আজ নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘ফেব্রুয়ারিতে লিগ শুরুর কথা থাকলেও সম্ভবত আমরা সে সময়টায় লিগ আয়োজন করতে পারব না, আমাদের মাঠ সমস্যা আছে। আমাদের দুই মাস সময় লাগতে পারে। যেহেতু একটা সুযোগ এসেছে, আমি ওদের সুযোগটা হাতছাড়া করতে দিইনি। খেলে আসুক। খেলা ভালো। সাবিনা আজ চলে গেছে। সানজিদাও কয়েক দিনের ভেতর চলে যাবে।’
ফেব্রুয়ারিতে ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের মেয়েদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলবেন সাবিনারা। কাতারে এশিয়ান কাপের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ফিলিস্তিন ফুটবল প্রধানের সঙ্গে প্রীতি ম্যাচের ব্যবস্থা করে এসেছেন মাহফুজা আক্তার কিরণ। ১৯ থেকে ২৮ ফেব্রুয়ারির ভেতর খেলতে হবে ম্যাচ দুটি। ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক ম্যাচ খেললে নারী লিগে খেলা স্থগিত রেখে দেশে ফিরতে হবে সাবিনা-সানজিদাদের। দুই ফুটবলারই নিজ নিজ ক্লাবের সঙ্গে চুক্তি করেছেন মার্চ মাস পর্যন্ত।
সাবিনা-সানজিদাদের ক্লাবের চুক্তিতে আন্তর্জাতিক ফুটবলে খেলার শর্ত ছিল না। এই শর্ত যোগ করেই খেলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানালেন কিরণ। তিনি বলেছেন, ‘আমি ওদের চুক্তি দেখেছি। আমাদের সুবিধার জন্য একটা শর্তও সেখানে যোগ করে দিয়েছি। জাতীয় ইস্যুতে যখন আমি ওদের ডাকব তখন ওদের ফিরে আসতে হবে। আমি বলেছি এই শর্ত ছাড়া আমি কোনো চুক্তি স্বাক্ষর করতে দেব না, বলেছি ওদের যেতে দেব না। কারণ ফেব্রুয়ারিতে আমাদের ফিফা প্রস্তুতি ম্যাচ নিশ্চিত হয়ে গেছে।’
সাবিনার দল কিকস্টার্ট ১০ পয়েন্টে টেবিলে দুইয়ে থাকলেও বেকায়দা অবস্থায় আছে সানজিদার ইস্ট বেঙ্গল। ৪ ম্যাচে মাত্র এক জয়ে ৩ পয়েন্টে সাত দলের ভেতর পঞ্চম অবস্থানে ইস্ট বেঙ্গল। এই মুহূর্তে দলটিতে কোনো বিদেশি ফুটবলার নেই। সানজিদা হতে পারেন দলটির প্রথম বিদেশি ফুটবলার। ১৮ জানুয়ারি ওডিশা এফসির সঙ্গে ম্যাচ খেলবে ইস্ট বেঙ্গল। দ্রুত ভিসা পেলে সেই ম্যাচ খেলতে পারবেন সানজিদা। ইস্ট বেঙ্গলের পরের ম্যাচ গোকুলম কেরালার বিপক্ষে, ২৩ জানুয়ারি।

নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
২১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
৩ ঘণ্টা আগে