
লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি না হওয়ার পর থেকেই তোপের মুখে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। মেসিকে ধরে রাখার শর্তেই জোসেপ মারিয়া বার্তেমেউকে সরিয়ে সভাপতির পদে বসানো হয়েছিল লাপোর্তাকে। কিন্তু লাপোর্তা সেই কাজে পুরোপুরি ব্যর্থ। এবার লাপোর্তা নিজেই জানিয়েছেন, পিএসজিতে যাওয়ার পর মেসির সঙ্গে বার্সার সম্পর্কে ধস নেমেছে।
মেসি শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিলেন বার্সায় থেকে যেতে। ক্লাবে থাকতে নিজের বেতনও ৫০ শতাংশ কমাতে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু এরপরও মেসিকে ধরে রাখতে ব্যর্থ হয় বার্সা। ক্লাবের সঙ্গে এভাবে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই মানতে পারেননি মেসি। এ ঘটনার পর বার্সার সঙ্গে তাঁর সম্পর্কে ধস নেমেছে। বার্সা ছাড়ার পর ক্লাবের সঙ্গে মেসির সম্পর্ক নিয়ে লাপোর্তা বলেন, ‘আমার মনে হয়, এটি একটি সফল সম্পর্ক ছিল, যা অনেক দিন স্থায়ী ছিল। কিন্তু শেষ পর্যন্ত এই সম্পর্কে ধস নেমেছে।’
এ সময় আবারও ক্লাবের স্বার্থে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান লাপোর্তা, ‘বার্সেলোনার ভক্তদের মতো আমিও তাকে বার্সেলোনায় দেখতে চেয়েছিলাম। কিন্তু আমাদের ক্লাবের স্বার্থ সবার ওপরে রেখে সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি তাকে আবারও শুভকামনা জানাতে চাই। আমি তাকে সুখী দেখতে চাই। এখন সে হয়তো আমাদের প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী হিসেবেই আমাদের তাকে মোকাবিলা করতে হবে।’
এ সময় বার্সেলোনার ৪৮১ মিলিয়ন ইউরো ক্ষতি হওয়ার কথাও জানান লাপোর্তা। পাশাপাশি দলের এমন দুরবস্থার জন্য আবারও তিনি আঙুল তুলেছেন সাবেক ক্লাব সভাপতি বার্তেমেউর দিকে।

লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি না হওয়ার পর থেকেই তোপের মুখে ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। মেসিকে ধরে রাখার শর্তেই জোসেপ মারিয়া বার্তেমেউকে সরিয়ে সভাপতির পদে বসানো হয়েছিল লাপোর্তাকে। কিন্তু লাপোর্তা সেই কাজে পুরোপুরি ব্যর্থ। এবার লাপোর্তা নিজেই জানিয়েছেন, পিএসজিতে যাওয়ার পর মেসির সঙ্গে বার্সার সম্পর্কে ধস নেমেছে।
মেসি শেষ মুহূর্ত পর্যন্ত চেয়েছিলেন বার্সায় থেকে যেতে। ক্লাবে থাকতে নিজের বেতনও ৫০ শতাংশ কমাতে রাজি হয়েছিলেন তিনি। কিন্তু এরপরও মেসিকে ধরে রাখতে ব্যর্থ হয় বার্সা। ক্লাবের সঙ্গে এভাবে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার বিষয়টি স্বাভাবিকভাবেই মানতে পারেননি মেসি। এ ঘটনার পর বার্সার সঙ্গে তাঁর সম্পর্কে ধস নেমেছে। বার্সা ছাড়ার পর ক্লাবের সঙ্গে মেসির সম্পর্ক নিয়ে লাপোর্তা বলেন, ‘আমার মনে হয়, এটি একটি সফল সম্পর্ক ছিল, যা অনেক দিন স্থায়ী ছিল। কিন্তু শেষ পর্যন্ত এই সম্পর্কে ধস নেমেছে।’
এ সময় আবারও ক্লাবের স্বার্থে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান লাপোর্তা, ‘বার্সেলোনার ভক্তদের মতো আমিও তাকে বার্সেলোনায় দেখতে চেয়েছিলাম। কিন্তু আমাদের ক্লাবের স্বার্থ সবার ওপরে রেখে সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি তাকে আবারও শুভকামনা জানাতে চাই। আমি তাকে সুখী দেখতে চাই। এখন সে হয়তো আমাদের প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী হিসেবেই আমাদের তাকে মোকাবিলা করতে হবে।’
এ সময় বার্সেলোনার ৪৮১ মিলিয়ন ইউরো ক্ষতি হওয়ার কথাও জানান লাপোর্তা। পাশাপাশি দলের এমন দুরবস্থার জন্য আবারও তিনি আঙুল তুলেছেন সাবেক ক্লাব সভাপতি বার্তেমেউর দিকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
১০ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
১০ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
১২ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১৫ ঘণ্টা আগে