নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল ইসলাম বাংলাদেশ ফুটবলে যোগ হওয়ার পরও দেশের বাইরে বেড়ে ওঠা প্রতিভাবান বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসী ফুটবলারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে লাল-সবুজ জার্সি গায়ে চাপানোর। সম্প্রতি কিউবা মিচেল, জায়ান হাকিমের মতো ফুটবলাররা আলোচনায় এসেছেন এ কারণেই। তবে আগামী সপ্তাহে প্রবাসী ফুটবলারদের বিশাল এক কর্মসূচি হতে যাচ্ছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। বাফুফে প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের নাম দিয়েছে ‘বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার।’
জাতীয় স্টেডিয়ামে আগামী শনিবার, রোববার ও সোমবারে ১৪ দেশের ৫২ প্রবাসী ফুটবলারের অংশগ্রহণে তিন দিনব্যাপী ট্রায়াল হবে। এই ট্রায়াল পরিচালনা করবে বাফুফের টেকনিক্যাল কমিটি। এই কমিটিরে নেতৃত্বে থাকবেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। থাকবেন দেশের শীর্ষ ক্লাবের কোচ এবং বাফুফের নির্বাহী কমিটিতে থাকা জাতীয় দলের সাবেক ফুটবলাররাও। এই ট্রায়ালে থাকার কথা জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাও। তিনি থাকবেন পর্যবেক্ষকের ভূমিকায়। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের এই ট্রায়াল বাফুফের সঙ্গে সমন্বয় করছেন ডেনমার্ক প্রবাসী কোচ সাকিব মাহমুদ। ফ্লাইট জটিলতায় তিনি এখনো ঢাকায় আসতে পারেননি।
তিন দিনের ট্রায়ালে প্রতিদিন ফুটবলারদের দুটি গ্রুপে ভাগ করে দুই ঘণ্টার সেশন হবে। শেষ দিন প্রবাসী ফুটবলারদের মধ্যে একটি প্রীতি ম্যাচ হবে। ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলাররা ব্যক্তিগত খরচে ঢাকায় আসছেন। বাফুফে শুধু তাদের জার্সি, শর্টস ও মোজা দেবে। ব্যক্তিগত সরঞ্জামাদি ট্রায়ালে অংশ নিতে আসা খেলোয়াড়দের জোগাড় করে নিতে হবে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন, কানাডা, ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইতালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও অস্ট্রিয়ায় থাকা প্রবাসীরা ট্রায়ালে অংশ নেবেন। ট্রায়ালে অংশ নেওয়া সবচেয়ে বেশি ফুটবলার আসছেন যুক্তরাজ্য থেকে। সেখান থেকে নিবন্ধন করেছেন ২০ ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ ফুটবলার নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। সুইডেন থেকে ৫ ও কানাডা থেকে ২ ফুটবলার দেবেন ট্রায়াল। ট্রায়ালের বয়সসীমা ১৪ থেকে ২৭ পর্যন্ত। তবে মূল নজর থাকবে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ বয়সী ফুটবলারদের ওপরে।
আজ রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফের সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী ট্রায়াল নিয়ে বলেছেন, ‘আমরা ফুটবলকে নানাভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের এই কর্মসূচি হচ্ছে বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার। এটির মাধ্যমে বিদেশে থাকা বাংলাদেশিরা আমাদের দেশের লিগে বা টুর্নামেন্টে খেলতে চান তাদের আমরা উৎসাহিত করব। তাদের সঙ্গে এতে একটা বন্ধন তৈরি হচ্ছে। সেটারই অংশ হিসেবে এই ক্যাম্পেইন। ভবিষ্যতে জাতীয় দলের জন্যও তাদের ডাকা হবে।’

হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল ইসলাম বাংলাদেশ ফুটবলে যোগ হওয়ার পরও দেশের বাইরে বেড়ে ওঠা প্রতিভাবান বাংলাদেশি বংশোদ্ভূত বা প্রবাসী ফুটবলারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে লাল-সবুজ জার্সি গায়ে চাপানোর। সম্প্রতি কিউবা মিচেল, জায়ান হাকিমের মতো ফুটবলাররা আলোচনায় এসেছেন এ কারণেই। তবে আগামী সপ্তাহে প্রবাসী ফুটবলারদের বিশাল এক কর্মসূচি হতে যাচ্ছে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। বাফুফে প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের নাম দিয়েছে ‘বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার।’
জাতীয় স্টেডিয়ামে আগামী শনিবার, রোববার ও সোমবারে ১৪ দেশের ৫২ প্রবাসী ফুটবলারের অংশগ্রহণে তিন দিনব্যাপী ট্রায়াল হবে। এই ট্রায়াল পরিচালনা করবে বাফুফের টেকনিক্যাল কমিটি। এই কমিটিরে নেতৃত্বে থাকবেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। থাকবেন দেশের শীর্ষ ক্লাবের কোচ এবং বাফুফের নির্বাহী কমিটিতে থাকা জাতীয় দলের সাবেক ফুটবলাররাও। এই ট্রায়ালে থাকার কথা জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরাও। তিনি থাকবেন পর্যবেক্ষকের ভূমিকায়। বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের এই ট্রায়াল বাফুফের সঙ্গে সমন্বয় করছেন ডেনমার্ক প্রবাসী কোচ সাকিব মাহমুদ। ফ্লাইট জটিলতায় তিনি এখনো ঢাকায় আসতে পারেননি।
তিন দিনের ট্রায়ালে প্রতিদিন ফুটবলারদের দুটি গ্রুপে ভাগ করে দুই ঘণ্টার সেশন হবে। শেষ দিন প্রবাসী ফুটবলারদের মধ্যে একটি প্রীতি ম্যাচ হবে। ট্রায়ালে অংশ নেওয়া ফুটবলাররা ব্যক্তিগত খরচে ঢাকায় আসছেন। বাফুফে শুধু তাদের জার্সি, শর্টস ও মোজা দেবে। ব্যক্তিগত সরঞ্জামাদি ট্রায়ালে অংশ নিতে আসা খেলোয়াড়দের জোগাড় করে নিতে হবে।
যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইডেন, কানাডা, ফিনল্যান্ড, বেলজিয়াম, ওয়েলস, ইতালি, মালয়েশিয়া, এস্তোনিয়া, স্পেন, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড ও অস্ট্রিয়ায় থাকা প্রবাসীরা ট্রায়ালে অংশ নেবেন। ট্রায়ালে অংশ নেওয়া সবচেয়ে বেশি ফুটবলার আসছেন যুক্তরাজ্য থেকে। সেখান থেকে নিবন্ধন করেছেন ২০ ফুটবলার। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ ফুটবলার নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্র থেকে। সুইডেন থেকে ৫ ও কানাডা থেকে ২ ফুটবলার দেবেন ট্রায়াল। ট্রায়ালের বয়সসীমা ১৪ থেকে ২৭ পর্যন্ত। তবে মূল নজর থাকবে অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ বয়সী ফুটবলারদের ওপরে।
আজ রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফের সহ সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী ট্রায়াল নিয়ে বলেছেন, ‘আমরা ফুটবলকে নানাভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের এই কর্মসূচি হচ্ছে বিএফএফ নেক্সট গ্লোবাল স্টার। এটির মাধ্যমে বিদেশে থাকা বাংলাদেশিরা আমাদের দেশের লিগে বা টুর্নামেন্টে খেলতে চান তাদের আমরা উৎসাহিত করব। তাদের সঙ্গে এতে একটা বন্ধন তৈরি হচ্ছে। সেটারই অংশ হিসেবে এই ক্যাম্পেইন। ভবিষ্যতে জাতীয় দলের জন্যও তাদের ডাকা হবে।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে