নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জালান বিসার স্টেডিয়ামের গ্যালারি যেন এক খণ্ড বাংলাদেশ। খেলাটা সিঙ্গাপুরের মাঠে তাদের বিপক্ষে হলেও পাঁচ হাজার ধারণক্ষমতার গ্যালারিতে লাল-সবুজের প্রাধান্য। প্রবাসীদের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ রবে সরব সিঙ্গাপুরের স্টেডিয়াম। হাজার হাজার দর্শকের সমর্থনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ মেয়েদের কাছে পাত্তাও পেল না স্বাগতিক সিঙ্গাপুর।
বয়সভিত্তিক এশিয়ান কাপের মূল পর্বে এর আগে দুবার খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের মেয়েদের। সবশেষ ২০১৭ সালে অনূর্ধ্ব-১৬ এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিলেন মারিয়া মান্দা, মণিকা চাকমারা। বয়সভিত্তিক এশিয়ান কাপ এবার হচ্ছে অনূর্ধ্ব-১৭ ফরম্যাটে। আজ বাছাইপর্বের প্রথম পর্বে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের দল।
বাছাই পর্বের ‘ডি’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে সিঙ্গাপুর ও তুর্কমিনিস্তানের জালে দুই ম্যাচে ৯ গোল দিয়েছে লাল-সবুজের মেয়েরা। সিঙ্গাপুরের জালে পেনাল্টি থেকে জোড়া গোল সৌরভী আকন্দ প্রীতির। অন্য গোলটি ফরোয়ার্ড সুলতানা আক্তারের।
সিঙ্গাপুরের সঙ্গে এতটা একতরফা ফুটবল খেলবে বাংলাদেশ, এমনটা হয়তো কল্পনাই করতে পারেননি গ্যালারিতে আসা হাজার হাজার বাংলাদেশি সমর্থক। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে তুর্কমিনিস্তানের জালে গোল উৎসব করেছিল। বাংলাদেশ জিতেছিল ৬-০ গোলে, সিঙ্গাপুরের জয়ের ব্যবধান ছিল ৭-০। স্বাগতিকেরা এক গোলে এগিয়ে থাকায় বাংলাদেশের সামনে জয় ছাড়া আর কোনো বিকল্প ছিল না। চাপের ম্যাচে
সিঙ্গাপুরের রক্ষণকে চেপে ধরে কাঙ্ক্ষিত সাফল্য তুলে অনূর্ধ্ব-১৭ সাফে রানার্সআপ দলটি।
শুরু থেকে সিঙ্গাপুরের রক্ষণে চাপ দিতে থাকে বাংলাদেশ। যদিও শুরুটা ছিল লক্ষ্যহীনভাবে। বক্সের আশপাশে ভীতি ছড়ালেও জাল খুঁজে পাচ্ছিলেন না ফরোয়ার্ডরা। । মাঝেমধ্যে সিঙ্গাপুরও চেষ্টা করছিল ওপরে উঠে খেলতে, কিন্তু তা ছিল না ভীতি ছড়ানোর মতো।
চাপ ধরে রাখার ফল ২২ মিনিটে পেয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন সৌরভী আকন্দ প্রীতি। তুর্কমিনিস্তানের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করেছিলেন এই ফরোয়ার্ড।
বিরতির আগে ব্যবধান দ্বিগুণের দুটি ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু সিঙ্গাপুর গোলরক্ষক বরাবর মেরে দুটি সুযোগ নষ্ট করেন ফুটবলাররা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। সিঙ্গাপুরের গোলরক্ষক বাংলাদেশি ফরোয়ার্ড প্রীতিকে বক্সে ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সুযোগটাকে কাজে লাগিয়ে ৫৫ মিনিটে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন প্রীতি।
দুই গোলে এগিয়ে থেকে সিঙ্গাপুরকে আর ম্যাচে ফেরার সুযোগই দেয়নি বাংলাদেশ। উল্টো ৬২ মিনিটে ব্যবধান ৩-০ বাংলাদেশের পরের পর্বে খেলার ব্যবস্থা নিশ্চিত করেন সুলতানা আক্তার।
বাছাইয়ের প্রথম পর্ব নিশ্চিত করে এবার দ্বিতীয় পর্বের চ্যালেঞ্জ লাল-সবুজ মেয়েদের সামনে। ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হবে বাছাইয়ের দ্বিতীয় পর্ব। সেখানে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, ইরানের মতো কঠিন সব প্রতিপক্ষকে পাবে গোলাম রব্বানী ছোটনের দল।

জালান বিসার স্টেডিয়ামের গ্যালারি যেন এক খণ্ড বাংলাদেশ। খেলাটা সিঙ্গাপুরের মাঠে তাদের বিপক্ষে হলেও পাঁচ হাজার ধারণক্ষমতার গ্যালারিতে লাল-সবুজের প্রাধান্য। প্রবাসীদের ‘বাংলাদেশ, বাংলাদেশ’ রবে সরব সিঙ্গাপুরের স্টেডিয়াম। হাজার হাজার দর্শকের সমর্থনে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ মেয়েদের কাছে পাত্তাও পেল না স্বাগতিক সিঙ্গাপুর।
বয়সভিত্তিক এশিয়ান কাপের মূল পর্বে এর আগে দুবার খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের মেয়েদের। সবশেষ ২০১৭ সালে অনূর্ধ্ব-১৬ এশিয়ান কাপের মূল পর্বে খেলেছিলেন মারিয়া মান্দা, মণিকা চাকমারা। বয়সভিত্তিক এশিয়ান কাপ এবার হচ্ছে অনূর্ধ্ব-১৭ ফরম্যাটে। আজ বাছাইপর্বের প্রথম পর্বে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের দল।
বাছাই পর্বের ‘ডি’ গ্রুপ থেকে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে খেলবে বাংলাদেশ। এই গ্রুপে সিঙ্গাপুর ও তুর্কমিনিস্তানের জালে দুই ম্যাচে ৯ গোল দিয়েছে লাল-সবুজের মেয়েরা। সিঙ্গাপুরের জালে পেনাল্টি থেকে জোড়া গোল সৌরভী আকন্দ প্রীতির। অন্য গোলটি ফরোয়ার্ড সুলতানা আক্তারের।
সিঙ্গাপুরের সঙ্গে এতটা একতরফা ফুটবল খেলবে বাংলাদেশ, এমনটা হয়তো কল্পনাই করতে পারেননি গ্যালারিতে আসা হাজার হাজার বাংলাদেশি সমর্থক। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে তুর্কমিনিস্তানের জালে গোল উৎসব করেছিল। বাংলাদেশ জিতেছিল ৬-০ গোলে, সিঙ্গাপুরের জয়ের ব্যবধান ছিল ৭-০। স্বাগতিকেরা এক গোলে এগিয়ে থাকায় বাংলাদেশের সামনে জয় ছাড়া আর কোনো বিকল্প ছিল না। চাপের ম্যাচে
সিঙ্গাপুরের রক্ষণকে চেপে ধরে কাঙ্ক্ষিত সাফল্য তুলে অনূর্ধ্ব-১৭ সাফে রানার্সআপ দলটি।
শুরু থেকে সিঙ্গাপুরের রক্ষণে চাপ দিতে থাকে বাংলাদেশ। যদিও শুরুটা ছিল লক্ষ্যহীনভাবে। বক্সের আশপাশে ভীতি ছড়ালেও জাল খুঁজে পাচ্ছিলেন না ফরোয়ার্ডরা। । মাঝেমধ্যে সিঙ্গাপুরও চেষ্টা করছিল ওপরে উঠে খেলতে, কিন্তু তা ছিল না ভীতি ছড়ানোর মতো।
চাপ ধরে রাখার ফল ২২ মিনিটে পেয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন সৌরভী আকন্দ প্রীতি। তুর্কমিনিস্তানের বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করেছিলেন এই ফরোয়ার্ড।
বিরতির আগে ব্যবধান দ্বিগুণের দুটি ভালো সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। কিন্তু সিঙ্গাপুর গোলরক্ষক বরাবর মেরে দুটি সুযোগ নষ্ট করেন ফুটবলাররা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে নেয় বাংলাদেশ। সিঙ্গাপুরের গোলরক্ষক বাংলাদেশি ফরোয়ার্ড প্রীতিকে বক্সে ফাউল করলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সুযোগটাকে কাজে লাগিয়ে ৫৫ মিনিটে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন প্রীতি।
দুই গোলে এগিয়ে থেকে সিঙ্গাপুরকে আর ম্যাচে ফেরার সুযোগই দেয়নি বাংলাদেশ। উল্টো ৬২ মিনিটে ব্যবধান ৩-০ বাংলাদেশের পরের পর্বে খেলার ব্যবস্থা নিশ্চিত করেন সুলতানা আক্তার।
বাছাইয়ের প্রথম পর্ব নিশ্চিত করে এবার দ্বিতীয় পর্বের চ্যালেঞ্জ লাল-সবুজ মেয়েদের সামনে। ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হবে বাছাইয়ের দ্বিতীয় পর্ব। সেখানে অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, ইরানের মতো কঠিন সব প্রতিপক্ষকে পাবে গোলাম রব্বানী ছোটনের দল।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৮ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৮ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
৯ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
১০ ঘণ্টা আগে