বাংলাদেশি পাসপোর্টের জন্য লন্ডনের বাংলাদেশের দূতাবাসে গিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী। সেখানে বিড়ম্বনার শিকার হলেও লাল-সবুজ জার্সি গায়ে চাপাতে তাঁর আন্তরিকতায় তাঁকে নিয়ে আগ্রহ বাড়ছে বাংলাদেশের ফুটবল সমর্থকদের। হামজাকে পেতে কাজ শুরু করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।
হামজার মা বাংলাদেশি ও বাবা গ্রেনাডিয়ান। জন্ম ইংল্যান্ডে হলেও মায়ের জন্মসূত্রে হামজার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন। গতকাল ফেডারেশন ভবনে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘হামজাকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে দূতাবাস থেকে। তাঁকে নিয়ে একটা সুবিধা হচ্ছে তাঁর মা বাংলাদেশি। আমরা হয়তো দ্রুত ওর পাসপোর্ট নিতে পারব। তাঁকে দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। আমরা সেটারও প্রক্রিয়া শুরু করেছি।’ কবে নাগাদ হামজাকে জাতীয় দলে খেলানো সম্ভব, এ প্রশ্নে ইমরান বলেছেন চার মাসের মধ্যে তাঁরা আনার চেষ্টা করছেন, ‘পরের ফিফা উইন্ডো সেপ্টেম্বরে। আমরা সেই লক্ষ্য ধরেই কাজ করছি।’
বাংলাদেশ দলে খেলতে আগ্রহ আছে মোহামেডানের মালিয়ান ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতেকে। বিদেশিদের বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার নিয়ম অনুযায়ী ৫ বছর অবস্থানের কোটা পূরণ করেছেন ৩৩ বছর বয়সী দিয়াবাতে। এরপরও তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব দিতে একটু ঝামেলা পোহাতে হবে বলে মনে করেন বাফুফে সাধারণ সম্পাদক, ‘আমরা সুলেমান দিয়াবাতের সঙ্গে কথা বলেছি। সে বলেছে সে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে। এর আগে এলিটা কিংসলের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেতে সমস্যা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ শুরু করেছি। তাঁর বাংলাদেশে অবস্থানের তথ্য পেলেই আমরা কাজ শুরু করতে পারব।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে