নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশি পাসপোর্টের জন্য লন্ডনের বাংলাদেশের দূতাবাসে গিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী। সেখানে বিড়ম্বনার শিকার হলেও লাল-সবুজ জার্সি গায়ে চাপাতে তাঁর আন্তরিকতায় তাঁকে নিয়ে আগ্রহ বাড়ছে বাংলাদেশের ফুটবল সমর্থকদের। হামজাকে পেতে কাজ শুরু করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।
হামজার মা বাংলাদেশি ও বাবা গ্রেনাডিয়ান। জন্ম ইংল্যান্ডে হলেও মায়ের জন্মসূত্রে হামজার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন। গতকাল ফেডারেশন ভবনে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘হামজাকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে দূতাবাস থেকে। তাঁকে নিয়ে একটা সুবিধা হচ্ছে তাঁর মা বাংলাদেশি। আমরা হয়তো দ্রুত ওর পাসপোর্ট নিতে পারব। তাঁকে দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। আমরা সেটারও প্রক্রিয়া শুরু করেছি।’ কবে নাগাদ হামজাকে জাতীয় দলে খেলানো সম্ভব, এ প্রশ্নে ইমরান বলেছেন চার মাসের মধ্যে তাঁরা আনার চেষ্টা করছেন, ‘পরের ফিফা উইন্ডো সেপ্টেম্বরে। আমরা সেই লক্ষ্য ধরেই কাজ করছি।’
বাংলাদেশ দলে খেলতে আগ্রহ আছে মোহামেডানের মালিয়ান ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতেকে। বিদেশিদের বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার নিয়ম অনুযায়ী ৫ বছর অবস্থানের কোটা পূরণ করেছেন ৩৩ বছর বয়সী দিয়াবাতে। এরপরও তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব দিতে একটু ঝামেলা পোহাতে হবে বলে মনে করেন বাফুফে সাধারণ সম্পাদক, ‘আমরা সুলেমান দিয়াবাতের সঙ্গে কথা বলেছি। সে বলেছে সে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে। এর আগে এলিটা কিংসলের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেতে সমস্যা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ শুরু করেছি। তাঁর বাংলাদেশে অবস্থানের তথ্য পেলেই আমরা কাজ শুরু করতে পারব।’

বাংলাদেশি পাসপোর্টের জন্য লন্ডনের বাংলাদেশের দূতাবাসে গিয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ফুটবলার হামজা চৌধুরী। সেখানে বিড়ম্বনার শিকার হলেও লাল-সবুজ জার্সি গায়ে চাপাতে তাঁর আন্তরিকতায় তাঁকে নিয়ে আগ্রহ বাড়ছে বাংলাদেশের ফুটবল সমর্থকদের। হামজাকে পেতে কাজ শুরু করেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)।
হামজার মা বাংলাদেশি ও বাবা গ্রেনাডিয়ান। জন্ম ইংল্যান্ডে হলেও মায়ের জন্মসূত্রে হামজার বাংলাদেশি পাসপোর্ট পেতে খুব বেশি সমস্যা হবে না বলে মনে করেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন। গতকাল ফেডারেশন ভবনে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘হামজাকে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে দূতাবাস থেকে। তাঁকে নিয়ে একটা সুবিধা হচ্ছে তাঁর মা বাংলাদেশি। আমরা হয়তো দ্রুত ওর পাসপোর্ট নিতে পারব। তাঁকে দ্বৈত নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। আমরা সেটারও প্রক্রিয়া শুরু করেছি।’ কবে নাগাদ হামজাকে জাতীয় দলে খেলানো সম্ভব, এ প্রশ্নে ইমরান বলেছেন চার মাসের মধ্যে তাঁরা আনার চেষ্টা করছেন, ‘পরের ফিফা উইন্ডো সেপ্টেম্বরে। আমরা সেই লক্ষ্য ধরেই কাজ করছি।’
বাংলাদেশ দলে খেলতে আগ্রহ আছে মোহামেডানের মালিয়ান ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতেকে। বিদেশিদের বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার নিয়ম অনুযায়ী ৫ বছর অবস্থানের কোটা পূরণ করেছেন ৩৩ বছর বয়সী দিয়াবাতে। এরপরও তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব দিতে একটু ঝামেলা পোহাতে হবে বলে মনে করেন বাফুফে সাধারণ সম্পাদক, ‘আমরা সুলেমান দিয়াবাতের সঙ্গে কথা বলেছি। সে বলেছে সে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে। এর আগে এলিটা কিংসলের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেতে সমস্যা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা যোগাযোগ শুরু করেছি। তাঁর বাংলাদেশে অবস্থানের তথ্য পেলেই আমরা কাজ শুরু করতে পারব।’

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৯ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে