
ডারউইন নুনেজের মতো সবই করেছেন জুড বেলিংহাম। কিন্তু রেফারি গিল মানজানোর কারণে লিভারপুলের স্ট্রাইকারের মতো নায়ক হতে পারলেন না বেলিংহাম। উল্টো নিজের গোল দাবি করতে গিয়ে ফেরার ম্যাচে লাল কার্ড দেখলেন তিনি।
নটিংহাম ফরেষ্টের মাঠে গতকাল রাতে ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে লিভারপুলের নায়ক বনে যান নুনেজ। ১-০ গোলের নাটকীয় জয় এনে দিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসও করেন উরুগুয়ের ফরোয়ার্ড। তাঁকে ঘিরে তখন লিভারপুলের সে কী উদ্যাপন! প্রিমিয়ার লিগের ম্যাচের কয়েক ঘণ্টা পর এমন উৎসবের ক্ষেত্র তৈরি হয়েছিল ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায়।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ও সমর্থকদের জন্য উৎসবের মুহূর্ত তৈরি করেছিলেন বেলিংহাম। নুনেজের মতোই ম্যাচের যোগ করা সময়ে গোল করেন তিনিও। লিভারপুলের ফরোয়ার্ডের মতোই ঠিক মাথা দিয়েই। প্রতিপক্ষের জালে বল জড়ানো দেখে উদ্যাপন শুরু করে দেন তিনি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তাঁর আনন্দ বিষাদে পরিণত করে দেন রেফারি মানজানো। গোলের সময় নাকি ম্যাচের শেষ বাঁশি বাজিয়ে দেন তিনি। তখন রিয়ালের সব খেলোয়াড়েরা ঘিরে ধরেন রেফারিকে। তবে মানজানো নিজের সিদ্ধান্ত অটল থাকেন।
এতে গোল দাবি করে প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন বেলিংহাম। অবশ্য কার্ডে যতটা না রেফারির দায় তার চেয়ে বেশি রিয়াল ফরোয়ার্ডের। বেশি উত্তেজিত হয়ে রেফারিকে বলেন, ‘এটা (প্রকাশের অযোগ্য শব্দ) গোল ছিল।’ এটা শোনার সঙ্গে সঙ্গে ২০ বছর বয়সী মিডফিল্ডারকে লাল কার্ড দেখান মানজানো।
রেফারি মানজানোকে নিয়ে সামাজিক মাধ্যমে এখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সমর্থকেরা যেমন মানতে পারছে না তেমনি রিয়ালও। রেফারি সিদ্ধান্তকে তাই নজিরবিহীন বলেছে তারা। এক বিবৃতি দিয়ে লস ব্ল্যাঙ্কোসরা লিখেছে, ‘গিল মানজানোর নজিরবিহীন এক সিদ্ধান্তে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। যোগ করা সময় পর্যন্ত যখন ম্যাচ ২-২ গোলে ড্র ছিল ঠিক সে সময়ে ব্রাহিম দিয়াজের ক্রসে হেড দিয়ে গোল করে রিয়ালকে ৩-২ লিড এনে দেন বেলিংহাম। কিন্তু ম্যাচ শেষ হয়েছে বলে রেফারি গোল বাতিল করে দেন। তিন পয়েন্ট প্রাপ্য ছিল পয়েন্ট তালিকার শীর্ষে থাকাদের। কিন্তু এক পয়েন্ট পাওয়াতে মনে হচ্ছে ২-০ গোলে হেরেছি।’

ডারউইন নুনেজের মতো সবই করেছেন জুড বেলিংহাম। কিন্তু রেফারি গিল মানজানোর কারণে লিভারপুলের স্ট্রাইকারের মতো নায়ক হতে পারলেন না বেলিংহাম। উল্টো নিজের গোল দাবি করতে গিয়ে ফেরার ম্যাচে লাল কার্ড দেখলেন তিনি।
নটিংহাম ফরেষ্টের মাঠে গতকাল রাতে ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে গোল করে লিভারপুলের নায়ক বনে যান নুনেজ। ১-০ গোলের নাটকীয় জয় এনে দিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসও করেন উরুগুয়ের ফরোয়ার্ড। তাঁকে ঘিরে তখন লিভারপুলের সে কী উদ্যাপন! প্রিমিয়ার লিগের ম্যাচের কয়েক ঘণ্টা পর এমন উৎসবের ক্ষেত্র তৈরি হয়েছিল ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায়।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদ ও সমর্থকদের জন্য উৎসবের মুহূর্ত তৈরি করেছিলেন বেলিংহাম। নুনেজের মতোই ম্যাচের যোগ করা সময়ে গোল করেন তিনিও। লিভারপুলের ফরোয়ার্ডের মতোই ঠিক মাথা দিয়েই। প্রতিপক্ষের জালে বল জড়ানো দেখে উদ্যাপন শুরু করে দেন তিনি। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তাঁর আনন্দ বিষাদে পরিণত করে দেন রেফারি মানজানো। গোলের সময় নাকি ম্যাচের শেষ বাঁশি বাজিয়ে দেন তিনি। তখন রিয়ালের সব খেলোয়াড়েরা ঘিরে ধরেন রেফারিকে। তবে মানজানো নিজের সিদ্ধান্ত অটল থাকেন।
এতে গোল দাবি করে প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন বেলিংহাম। অবশ্য কার্ডে যতটা না রেফারির দায় তার চেয়ে বেশি রিয়াল ফরোয়ার্ডের। বেশি উত্তেজিত হয়ে রেফারিকে বলেন, ‘এটা (প্রকাশের অযোগ্য শব্দ) গোল ছিল।’ এটা শোনার সঙ্গে সঙ্গে ২০ বছর বয়সী মিডফিল্ডারকে লাল কার্ড দেখান মানজানো।
রেফারি মানজানোকে নিয়ে সামাজিক মাধ্যমে এখন সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। সমর্থকেরা যেমন মানতে পারছে না তেমনি রিয়ালও। রেফারি সিদ্ধান্তকে তাই নজিরবিহীন বলেছে তারা। এক বিবৃতি দিয়ে লস ব্ল্যাঙ্কোসরা লিখেছে, ‘গিল মানজানোর নজিরবিহীন এক সিদ্ধান্তে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জয় পায়নি রিয়াল মাদ্রিদ। যোগ করা সময় পর্যন্ত যখন ম্যাচ ২-২ গোলে ড্র ছিল ঠিক সে সময়ে ব্রাহিম দিয়াজের ক্রসে হেড দিয়ে গোল করে রিয়ালকে ৩-২ লিড এনে দেন বেলিংহাম। কিন্তু ম্যাচ শেষ হয়েছে বলে রেফারি গোল বাতিল করে দেন। তিন পয়েন্ট প্রাপ্য ছিল পয়েন্ট তালিকার শীর্ষে থাকাদের। কিন্তু এক পয়েন্ট পাওয়াতে মনে হচ্ছে ২-০ গোলে হেরেছি।’

গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
৩৬ মিনিট আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৪ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
৬ ঘণ্টা আগে