ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ১৮ সদস্যের দলে আছে ব্যাপক চমক। তবে দলে বোলিং আক্রমণে স্পিনারদের আধিক্যই বেশি। স্পষ্টই স্পিনে বাংলাদেশের পরীক্ষা নিতে চায় স্বাগতিকেরা। গলের কন্ডিশন বিবেচনায় ঘূর্ণি ক্ষেত্রই হওয়ার কথা। তবে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত কন্ডিশন নিয়ে কিছুটা ধোঁয়াশাও আছে।
বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও দলে তিন পেসার রেখেছে। অভিজ্ঞ কাসুন রাজিতা ও আসিতা ফার্নান্দোর সঙ্গে প্রথমবার সুযোগ পেয়েছেন ইসিতা বিজেসুন্দরা। সবশেষ দুবাইয়ে আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে চার দিনের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন এই মিডিয়াম পেসার। দুই ইনিংস মিলিয়ে শিকার করেন ১০ উইকেট। এক ইনিংসে নেন ৬ উইকেট।
তবে রাজিতাদের সঙ্গে খণ্ডকালীন হাত ঘোরাবেন পেস বোলিং অলরাউন্ডার মিলান রত্নায়েকে। শ্রীলঙ্কার সাদা জার্সিতে ৪ ম্যাচের অভিজ্ঞতা রয়েছে তাঁর। শিকার করেছেন ১০ উইকেট। বিদায়ী টেস্টে নামতে যাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসও ব্রেক-থ্রু এনে দিতে পারেন মিডিয়াম পেসে।
বাংলাদেশের ব্যাটারদের পরীক্ষা নেওয়ার মতো দারুণ স্পিন আক্রমণ শ্রীলঙ্কার। প্রবাত জয়াসুরিয়া, আকিলা ধনঞ্জয়া ও অধিনায়ক ধনাঞ্জয় ডি সিলভা বল হাতে নিয়মিত মুখ। তবে এবার তাঁদের সঙ্গে শান্ত-লিটনদের জন্য ‘দুই হাতে বল করা’ অস্ত্রও নিল শ্রীলঙ্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে আলো ছড়িয়ে তারিন্দু রত্নায়েকে প্রথমবার সুযোগ পেয়েছেন দলে। ৭১ ম্যাচে নিয়েছেন ৩৩৭ উইকেট। তাঁর আলাদা বিশেষণ হলো—দুই হাতে স্পিন জাদু দেখাতে পারদর্শী। ব্যাটও চালাতে জানেন দলের প্রয়োজনের সময়।
আকিলা ধনাঞ্জয়াও অফস্পিন ও লেগ স্পিন—দুটোই করতে পারেন। দলে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার সোনাল দিনুশাও অভিষেকের অপেক্ষায় আছেন। প্রথম শ্রেণির ৪৮ ম্যাচে ৯৯ উইকেট ও ২৪৭৮ রান তাঁর।
টেস্ট অভিষেকের অপেক্ষায় লাহিরু উদারা। ৩১ বছর বয়সী এই ব্যাটার শ্রীলঙ্কার হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছেন। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটার পাবন রত্নায়েকে ও পাসিন্দু সুরিয়াবান্দারা। ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ১০টি সেঞ্চুরিসহ করেছেন ৩০৬৮ রান। প্রথম শ্রেণির ৫৩ ম্যাচে সুরিয়াবান্দারার ১২ সেঞ্চুরি ও ৩৯৮১ রান।
আগামী পরশু থেকে গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে, যা নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
শ্রীলঙ্কার প্রথম টেস্টের দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাবন রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, তারিন্দু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিতা ফার্নান্দো, কাসুন রাজিতা, ইসিতা বিজেসুন্দরা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ১৮ সদস্যের দলে আছে ব্যাপক চমক। তবে দলে বোলিং আক্রমণে স্পিনারদের আধিক্যই বেশি। স্পষ্টই স্পিনে বাংলাদেশের পরীক্ষা নিতে চায় স্বাগতিকেরা। গলের কন্ডিশন বিবেচনায় ঘূর্ণি ক্ষেত্রই হওয়ার কথা। তবে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত কন্ডিশন নিয়ে কিছুটা ধোঁয়াশাও আছে।
বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও দলে তিন পেসার রেখেছে। অভিজ্ঞ কাসুন রাজিতা ও আসিতা ফার্নান্দোর সঙ্গে প্রথমবার সুযোগ পেয়েছেন ইসিতা বিজেসুন্দরা। সবশেষ দুবাইয়ে আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে চার দিনের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন এই মিডিয়াম পেসার। দুই ইনিংস মিলিয়ে শিকার করেন ১০ উইকেট। এক ইনিংসে নেন ৬ উইকেট।
তবে রাজিতাদের সঙ্গে খণ্ডকালীন হাত ঘোরাবেন পেস বোলিং অলরাউন্ডার মিলান রত্নায়েকে। শ্রীলঙ্কার সাদা জার্সিতে ৪ ম্যাচের অভিজ্ঞতা রয়েছে তাঁর। শিকার করেছেন ১০ উইকেট। বিদায়ী টেস্টে নামতে যাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসও ব্রেক-থ্রু এনে দিতে পারেন মিডিয়াম পেসে।
বাংলাদেশের ব্যাটারদের পরীক্ষা নেওয়ার মতো দারুণ স্পিন আক্রমণ শ্রীলঙ্কার। প্রবাত জয়াসুরিয়া, আকিলা ধনঞ্জয়া ও অধিনায়ক ধনাঞ্জয় ডি সিলভা বল হাতে নিয়মিত মুখ। তবে এবার তাঁদের সঙ্গে শান্ত-লিটনদের জন্য ‘দুই হাতে বল করা’ অস্ত্রও নিল শ্রীলঙ্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে আলো ছড়িয়ে তারিন্দু রত্নায়েকে প্রথমবার সুযোগ পেয়েছেন দলে। ৭১ ম্যাচে নিয়েছেন ৩৩৭ উইকেট। তাঁর আলাদা বিশেষণ হলো—দুই হাতে স্পিন জাদু দেখাতে পারদর্শী। ব্যাটও চালাতে জানেন দলের প্রয়োজনের সময়।
আকিলা ধনাঞ্জয়াও অফস্পিন ও লেগ স্পিন—দুটোই করতে পারেন। দলে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার সোনাল দিনুশাও অভিষেকের অপেক্ষায় আছেন। প্রথম শ্রেণির ৪৮ ম্যাচে ৯৯ উইকেট ও ২৪৭৮ রান তাঁর।
টেস্ট অভিষেকের অপেক্ষায় লাহিরু উদারা। ৩১ বছর বয়সী এই ব্যাটার শ্রীলঙ্কার হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছেন। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটার পাবন রত্নায়েকে ও পাসিন্দু সুরিয়াবান্দারা। ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ১০টি সেঞ্চুরিসহ করেছেন ৩০৬৮ রান। প্রথম শ্রেণির ৫৩ ম্যাচে সুরিয়াবান্দারার ১২ সেঞ্চুরি ও ৩৯৮১ রান।
আগামী পরশু থেকে গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে, যা নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
শ্রীলঙ্কার প্রথম টেস্টের দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাবন রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, তারিন্দু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিতা ফার্নান্দো, কাসুন রাজিতা, ইসিতা বিজেসুন্দরা।
কর ফাঁকির দায়ে এক বছরের কারাদণ্ড হয়েছে ব্রাজিল ফুটবল দলের কোচ কার্লো আনচেলত্তির। স্পেনের একটি আদালত এই রায় ঘোষণা করেছে। আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৪ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্বে থাকার সময় কর ফাঁকি দিয়েছেন এই ইতালিয়ান কোচ।
২১ মিনিট আগেওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। কাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে তাদের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। কুড়ি ওভারের সিরিজ জিতে নিশ্চয় ৫০ ওভারে হারের ক্ষতে প্রলেপ দিতে চাইবেন লিটন দাসরা। তবে কাজটা বেশ সহজ হওয়ার কথা নয়। নিজেদের সবশেষ পাঁচ টি-টোয়েন্টিতে জয়েরমুখ দেখেনি তারা।
১ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল ঘোষণার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর মন্তব্য ঘিরে শুরু হয়েছিল আলোচনা। অলরাউন্ডার ঘাটতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘যত দিন মিরাজ দলে আছে, তত দিন মোসাদ্দেকের সুযোগ নাই।’ জাতীয় দলের একজন ক্রিকেটার সম্পর্কে এ ধরনের...
৩ ঘণ্টা আগে২০২৩ সালে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। শামসুন্নাহার জুনিয়রদের দারুণ পারফরম্যান্সের সৌজন্যে নেপালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা মুকুট পরে তারা। এবার নিজেদের মাঠে আবারও সেই মুকুট ধরে রাখার অভিযান। আগামী পরশু থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের
৪ ঘণ্টা আগে