ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ১৮ সদস্যের দলে আছে ব্যাপক চমক। তবে দলে বোলিং আক্রমণে স্পিনারদের আধিক্যই বেশি। স্পষ্টই স্পিনে বাংলাদেশের পরীক্ষা নিতে চায় স্বাগতিকেরা। গলের কন্ডিশন বিবেচনায় ঘূর্ণি ক্ষেত্রই হওয়ার কথা। তবে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত কন্ডিশন নিয়ে কিছুটা ধোঁয়াশাও আছে।
বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও দলে তিন পেসার রেখেছে। অভিজ্ঞ কাসুন রাজিতা ও আসিতা ফার্নান্দোর সঙ্গে প্রথমবার সুযোগ পেয়েছেন ইসিতা বিজেসুন্দরা। সবশেষ দুবাইয়ে আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে চার দিনের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন এই মিডিয়াম পেসার। দুই ইনিংস মিলিয়ে শিকার করেন ১০ উইকেট। এক ইনিংসে নেন ৬ উইকেট।
তবে রাজিতাদের সঙ্গে খণ্ডকালীন হাত ঘোরাবেন পেস বোলিং অলরাউন্ডার মিলান রত্নায়েকে। শ্রীলঙ্কার সাদা জার্সিতে ৪ ম্যাচের অভিজ্ঞতা রয়েছে তাঁর। শিকার করেছেন ১০ উইকেট। বিদায়ী টেস্টে নামতে যাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসও ব্রেক-থ্রু এনে দিতে পারেন মিডিয়াম পেসে।
বাংলাদেশের ব্যাটারদের পরীক্ষা নেওয়ার মতো দারুণ স্পিন আক্রমণ শ্রীলঙ্কার। প্রবাত জয়াসুরিয়া, আকিলা ধনঞ্জয়া ও অধিনায়ক ধনাঞ্জয় ডি সিলভা বল হাতে নিয়মিত মুখ। তবে এবার তাঁদের সঙ্গে শান্ত-লিটনদের জন্য ‘দুই হাতে বল করা’ অস্ত্রও নিল শ্রীলঙ্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে আলো ছড়িয়ে তারিন্দু রত্নায়েকে প্রথমবার সুযোগ পেয়েছেন দলে। ৭১ ম্যাচে নিয়েছেন ৩৩৭ উইকেট। তাঁর আলাদা বিশেষণ হলো—দুই হাতে স্পিন জাদু দেখাতে পারদর্শী। ব্যাটও চালাতে জানেন দলের প্রয়োজনের সময়।
আকিলা ধনাঞ্জয়াও অফস্পিন ও লেগ স্পিন—দুটোই করতে পারেন। দলে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার সোনাল দিনুশাও অভিষেকের অপেক্ষায় আছেন। প্রথম শ্রেণির ৪৮ ম্যাচে ৯৯ উইকেট ও ২৪৭৮ রান তাঁর।
টেস্ট অভিষেকের অপেক্ষায় লাহিরু উদারা। ৩১ বছর বয়সী এই ব্যাটার শ্রীলঙ্কার হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছেন। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটার পাবন রত্নায়েকে ও পাসিন্দু সুরিয়াবান্দারা। ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ১০টি সেঞ্চুরিসহ করেছেন ৩০৬৮ রান। প্রথম শ্রেণির ৫৩ ম্যাচে সুরিয়াবান্দারার ১২ সেঞ্চুরি ও ৩৯৮১ রান।
আগামী পরশু থেকে গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে, যা নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
শ্রীলঙ্কার প্রথম টেস্টের দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাবন রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, তারিন্দু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিতা ফার্নান্দো, কাসুন রাজিতা, ইসিতা বিজেসুন্দরা।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ১৮ সদস্যের দলে আছে ব্যাপক চমক। তবে দলে বোলিং আক্রমণে স্পিনারদের আধিক্যই বেশি। স্পষ্টই স্পিনে বাংলাদেশের পরীক্ষা নিতে চায় স্বাগতিকেরা। গলের কন্ডিশন বিবেচনায় ঘূর্ণি ক্ষেত্রই হওয়ার কথা। তবে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত কন্ডিশন নিয়ে কিছুটা ধোঁয়াশাও আছে।
বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও দলে তিন পেসার রেখেছে। অভিজ্ঞ কাসুন রাজিতা ও আসিতা ফার্নান্দোর সঙ্গে প্রথমবার সুযোগ পেয়েছেন ইসিতা বিজেসুন্দরা। সবশেষ দুবাইয়ে আফগানিস্তান ‘এ’ দলের সঙ্গে চার দিনের ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন এই মিডিয়াম পেসার। দুই ইনিংস মিলিয়ে শিকার করেন ১০ উইকেট। এক ইনিংসে নেন ৬ উইকেট।
তবে রাজিতাদের সঙ্গে খণ্ডকালীন হাত ঘোরাবেন পেস বোলিং অলরাউন্ডার মিলান রত্নায়েকে। শ্রীলঙ্কার সাদা জার্সিতে ৪ ম্যাচের অভিজ্ঞতা রয়েছে তাঁর। শিকার করেছেন ১০ উইকেট। বিদায়ী টেস্টে নামতে যাওয়া অ্যাঞ্জেলো ম্যাথুসও ব্রেক-থ্রু এনে দিতে পারেন মিডিয়াম পেসে।
বাংলাদেশের ব্যাটারদের পরীক্ষা নেওয়ার মতো দারুণ স্পিন আক্রমণ শ্রীলঙ্কার। প্রবাত জয়াসুরিয়া, আকিলা ধনঞ্জয়া ও অধিনায়ক ধনাঞ্জয় ডি সিলভা বল হাতে নিয়মিত মুখ। তবে এবার তাঁদের সঙ্গে শান্ত-লিটনদের জন্য ‘দুই হাতে বল করা’ অস্ত্রও নিল শ্রীলঙ্কা। প্রথম শ্রেণির ক্রিকেটে আলো ছড়িয়ে তারিন্দু রত্নায়েকে প্রথমবার সুযোগ পেয়েছেন দলে। ৭১ ম্যাচে নিয়েছেন ৩৩৭ উইকেট। তাঁর আলাদা বিশেষণ হলো—দুই হাতে স্পিন জাদু দেখাতে পারদর্শী। ব্যাটও চালাতে জানেন দলের প্রয়োজনের সময়।
আকিলা ধনাঞ্জয়াও অফস্পিন ও লেগ স্পিন—দুটোই করতে পারেন। দলে বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার সোনাল দিনুশাও অভিষেকের অপেক্ষায় আছেন। প্রথম শ্রেণির ৪৮ ম্যাচে ৯৯ উইকেট ও ২৪৭৮ রান তাঁর।
টেস্ট অভিষেকের অপেক্ষায় লাহিরু উদারা। ৩১ বছর বয়সী এই ব্যাটার শ্রীলঙ্কার হয়ে একটি টি-টোয়েন্টি খেলেছেন। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটার পাবন রত্নায়েকে ও পাসিন্দু সুরিয়াবান্দারা। ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। ১০টি সেঞ্চুরিসহ করেছেন ৩০৬৮ রান। প্রথম শ্রেণির ৫৩ ম্যাচে সুরিয়াবান্দারার ১২ সেঞ্চুরি ও ৩৯৮১ রান।
আগামী পরশু থেকে গলে বাংলাদেশ-শ্রীলঙ্কা দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে, যা নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
শ্রীলঙ্কার প্রথম টেস্টের দল: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পাবন রত্নায়েকে, প্রবাত জয়াসুরিয়া, তারিন্দু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিতা ফার্নান্দো, কাসুন রাজিতা, ইসিতা বিজেসুন্দরা।

আইপিএলের রেশ কাটতে না কাটতেই এবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দরজা খুলে গেল মোস্তাফিজুর রহমানের জন্য। পিএসএলের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ব্যাটারদের এবার সাবধানে নড়তে হবে, কারণ, ফিজ আসছেন। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।
৬ ঘণ্টা আগে
একে একে বের হচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিমসহ অন্যান্য ক্রিকেটার এবং কোচিং স্টাফের সদস্যরা। বাংলাদেশ দলকে দেখামাত্রই বিমানবন্দরে জিম্বাবুয়ের আদিবাসীরা নাচতে থাকেন। জিম্বাবুয়ের এই নাচ-গান উপভোগ করেছে বাংলাদেশ ক্রিকেট দলও—ক্রিকেটার-কোচদেরও কেউ কেউ নেচেছেন আদিবাসীদের সঙ্গে।
১০ ঘণ্টা আগে
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এই সিদ্
১০ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় মাঠে গড়াবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের সূচিও দুই মাস আগে প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে বাংলাদেশের চাপে এখন ক্রিকেটের অভিভাবক সংস্থাকে বদলাতে হবে টুর্নামেন্টের সূচি।
১১ ঘণ্টা আগে