ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এখন আছেন ইংল্যান্ডে। লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীও আছেন সেখানে। ব্যাটে-বলে যখন সবকিছু মিলে গেল, তখন একসঙ্গে ডিনারের সুযোগ হাতছাড়া করেননি তাবিথ ও হামজা।
কিং পাওয়ার স্টেডিয়ামে গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস। এদিনই বাংলাদেশি বংশোদ্ভূত হামজার মা-বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ। হামজার পরিবার, তাবিথ ও বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ মাঠে বসে খেলা দেখেছেন। ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজার সঙ্গে ডিনার করেন বাফুফে সভাপতি। তখন বাংলাদেশের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তাঁর গভীর আগ্রহের কথা হামজা বলেছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা কদিন আগে তাঁর ফুটবল অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের বদলে বাংলাদেশ করেছেন। ফিফার থেকে সবুজ সংকেত পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। এ বছরের ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হওয়ার কথা। লেস্টার লিটির অফিশিয়াল সাইটেও হামজার নামের পাশে এখন বাংলাদেশ রয়েছে। তবে বাফুফে সভাপতির সাক্ষাতের দিন হামজাকে বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে। এমনকি লেস্টার ২-০ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে।
২০২৪ সালের ১ অক্টোবর ২৭ বছর পূর্ণ করেন হামজা। তখন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিল। ফিফা তখন বলেছিল, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা’। ফিফার কথা কতটুকু মাঠে প্রমাণ করে হামজা দেখাতে পারবেন, সেটা সময়ই বলে দেবে।
আরও পড়ুন:

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এখন আছেন ইংল্যান্ডে। লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীও আছেন সেখানে। ব্যাটে-বলে যখন সবকিছু মিলে গেল, তখন একসঙ্গে ডিনারের সুযোগ হাতছাড়া করেননি তাবিথ ও হামজা।
কিং পাওয়ার স্টেডিয়ামে গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস। এদিনই বাংলাদেশি বংশোদ্ভূত হামজার মা-বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ। হামজার পরিবার, তাবিথ ও বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ মাঠে বসে খেলা দেখেছেন। ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজার সঙ্গে ডিনার করেন বাফুফে সভাপতি। তখন বাংলাদেশের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তাঁর গভীর আগ্রহের কথা হামজা বলেছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা কদিন আগে তাঁর ফুটবল অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের বদলে বাংলাদেশ করেছেন। ফিফার থেকে সবুজ সংকেত পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। এ বছরের ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হওয়ার কথা। লেস্টার লিটির অফিশিয়াল সাইটেও হামজার নামের পাশে এখন বাংলাদেশ রয়েছে। তবে বাফুফে সভাপতির সাক্ষাতের দিন হামজাকে বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে। এমনকি লেস্টার ২-০ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে।
২০২৪ সালের ১ অক্টোবর ২৭ বছর পূর্ণ করেন হামজা। তখন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিল। ফিফা তখন বলেছিল, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা’। ফিফার কথা কতটুকু মাঠে প্রমাণ করে হামজা দেখাতে পারবেন, সেটা সময়ই বলে দেবে।
আরও পড়ুন:

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
২ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৫ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৭ ঘণ্টা আগে