ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এখন আছেন ইংল্যান্ডে। লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীও আছেন সেখানে। ব্যাটে-বলে যখন সবকিছু মিলে গেল, তখন একসঙ্গে ডিনারের সুযোগ হাতছাড়া করেননি তাবিথ ও হামজা।
কিং পাওয়ার স্টেডিয়ামে গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস। এদিনই বাংলাদেশি বংশোদ্ভূত হামজার মা-বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ। হামজার পরিবার, তাবিথ ও বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ মাঠে বসে খেলা দেখেছেন। ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজার সঙ্গে ডিনার করেন বাফুফে সভাপতি। তখন বাংলাদেশের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তাঁর গভীর আগ্রহের কথা হামজা বলেছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা কদিন আগে তাঁর ফুটবল অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের বদলে বাংলাদেশ করেছেন। ফিফার থেকে সবুজ সংকেত পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। এ বছরের ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হওয়ার কথা। লেস্টার লিটির অফিশিয়াল সাইটেও হামজার নামের পাশে এখন বাংলাদেশ রয়েছে। তবে বাফুফে সভাপতির সাক্ষাতের দিন হামজাকে বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে। এমনকি লেস্টার ২-০ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে।
২০২৪ সালের ১ অক্টোবর ২৭ বছর পূর্ণ করেন হামজা। তখন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিল। ফিফা তখন বলেছিল, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা’। ফিফার কথা কতটুকু মাঠে প্রমাণ করে হামজা দেখাতে পারবেন, সেটা সময়ই বলে দেবে।
আরও পড়ুন:

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এখন আছেন ইংল্যান্ডে। লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরীও আছেন সেখানে। ব্যাটে-বলে যখন সবকিছু মিলে গেল, তখন একসঙ্গে ডিনারের সুযোগ হাতছাড়া করেননি তাবিথ ও হামজা।
কিং পাওয়ার স্টেডিয়ামে গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) মুখোমুখি হয়েছিল লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস। এদিনই বাংলাদেশি বংশোদ্ভূত হামজার মা-বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাফুফে সভাপতি তাবিথ। হামজার পরিবার, তাবিথ ও বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ মাঠে বসে খেলা দেখেছেন। ম্যাচ শেষে বাংলাদেশ বংশোদ্ভূত ফুটবলার হামজার সঙ্গে ডিনার করেন বাফুফে সভাপতি। তখন বাংলাদেশের হয়ে খেলার ও লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর প্রতি তাঁর গভীর আগ্রহের কথা হামজা বলেছেন।
ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা কদিন আগে তাঁর ফুটবল অ্যাসোসিয়েশন ইংল্যান্ডের বদলে বাংলাদেশ করেছেন। ফিফার থেকে সবুজ সংকেত পাওয়ায় বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা নেই। এ বছরের ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হওয়ার কথা। লেস্টার লিটির অফিশিয়াল সাইটেও হামজার নামের পাশে এখন বাংলাদেশ রয়েছে। তবে বাফুফে সভাপতির সাক্ষাতের দিন হামজাকে বেঞ্চে বসে সময় কাটাতে হয়েছে। এমনকি লেস্টার ২-০ গোলে হেরেছে ক্রিস্টাল প্যালেসের কাছে।
২০২৪ সালের ১ অক্টোবর ২৭ বছর পূর্ণ করেন হামজা। তখন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ‘ফিফা ওয়ার্ল্ড কাপ’ তাদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেছিল। ফিফা তখন বলেছিল, ‘নতুন বাংলাদেশের আগামীর গর্ব হামজা’। ফিফার কথা কতটুকু মাঠে প্রমাণ করে হামজা দেখাতে পারবেন, সেটা সময়ই বলে দেবে।
আরও পড়ুন:

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
৩৬ মিনিট আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
১ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
১ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
২ ঘণ্টা আগে