
ঢাকা: হেরেও ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে ডাগ আউটে থাকছেন উলে গুনার সুলশার। কাল রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানইউকে ৩–২ গোলে হারিয়েছে রোমা। তবে দুই লেগ মিলিয়ে ব্যবধানটা ৫–৮ বলে হেরেও ফাইনালে চলে গেল ম্যানইউ। ২৬ মে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।
ওল্ড ট্র্যাফোর্ডের প্রথম লেগে ৬-২ গোলের জয়ে কাজ অনেকটা এগিয়ে রেখেছিল ম্যানইউ। ফিরতি লেগে হেরেও এই হার খুব বেশি প্রভাব ফেলেনি। ম্যাচ হারলেও শুরুতে এগিয়ে ছিল রেড ডেভিলরাই। ৩৯ মিনিটে ‘ডেড লক’ ভাঙেন এডিনসন কাভানি। ফ্রেডের বাড়িয়ে দেওয়া বল থেকে প্রায় ২০ মিটার দূরের শটে লক্ষ্যভেদ করেন কাভানি। জবাব দিতে খুব বেশি সময় নেয়নি এএস রোমা। দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে লুক শ–এরিক বেইলিরা।
পিছিয়ে থাকা দলকে আবারও ম্যাচে ফেরান কাভানি। ব্রুনো ফার্নানদেজের বাঁকানো ক্রস আর কাভানির দুর্দান্ত হেডের যৌথ প্রযোজনায় জালে জড়ায় বল। প্রথম লেগেও জোড়া গোল করেছিলেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। গোল হজম করেও আক্রমণের ধার কমায়নি রোমা। রীতিমতো কাঁপিয়ে দেয় ইউনাইটেডের দুর্গ । তবে তাতে খুব বেশি ফায়দা তুলেতে পারেনি। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে ম্যানইউর আত্মঘাতী গোল । ৩-২ গোলে জয় পেলেও প্রথম লেগের বড় হারে কপাল পুড়েছে রোমার।
রাতের আরেক ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল-ভিয়ারিয়াল ফিরতি লেগের ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে। একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছে দুই দলই। তবে গোলের দেখা পায়নি কোনো দলই। দুবার পোস্টে লাগে পিয়েরে এনরিক অউবেমায়ংয়ে শট। ঘরের মাঠে শেষ পর্যন্ত মাথা নিচু করেই মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলের জয়ে ফাইনালের টিকিট কাটে ভিয়ারিয়াল।
২৬ মে পোল্যান্ডের গোডাইন্সকে ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ভিয়ারিয়াল।

ঢাকা: হেরেও ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনালে ডাগ আউটে থাকছেন উলে গুনার সুলশার। কাল রাতে ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানইউকে ৩–২ গোলে হারিয়েছে রোমা। তবে দুই লেগ মিলিয়ে ব্যবধানটা ৫–৮ বলে হেরেও ফাইনালে চলে গেল ম্যানইউ। ২৬ মে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল।
ওল্ড ট্র্যাফোর্ডের প্রথম লেগে ৬-২ গোলের জয়ে কাজ অনেকটা এগিয়ে রেখেছিল ম্যানইউ। ফিরতি লেগে হেরেও এই হার খুব বেশি প্রভাব ফেলেনি। ম্যাচ হারলেও শুরুতে এগিয়ে ছিল রেড ডেভিলরাই। ৩৯ মিনিটে ‘ডেড লক’ ভাঙেন এডিনসন কাভানি। ফ্রেডের বাড়িয়ে দেওয়া বল থেকে প্রায় ২০ মিটার দূরের শটে লক্ষ্যভেদ করেন কাভানি। জবাব দিতে খুব বেশি সময় নেয়নি এএস রোমা। দ্বিতীয়ার্ধের প্রথম ১৫ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে লুক শ–এরিক বেইলিরা।
পিছিয়ে থাকা দলকে আবারও ম্যাচে ফেরান কাভানি। ব্রুনো ফার্নানদেজের বাঁকানো ক্রস আর কাভানির দুর্দান্ত হেডের যৌথ প্রযোজনায় জালে জড়ায় বল। প্রথম লেগেও জোড়া গোল করেছিলেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। গোল হজম করেও আক্রমণের ধার কমায়নি রোমা। রীতিমতো কাঁপিয়ে দেয় ইউনাইটেডের দুর্গ । তবে তাতে খুব বেশি ফায়দা তুলেতে পারেনি। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে ম্যানইউর আত্মঘাতী গোল । ৩-২ গোলে জয় পেলেও প্রথম লেগের বড় হারে কপাল পুড়েছে রোমার।
রাতের আরেক ম্যাচে এমিরেটস স্টেডিয়ামে আর্সেনাল-ভিয়ারিয়াল ফিরতি লেগের ম্যাচটা গোলশূন্য ড্র হয়েছে। একাধিকবার গোলের সুযোগ তৈরি করেছে দুই দলই। তবে গোলের দেখা পায়নি কোনো দলই। দুবার পোস্টে লাগে পিয়েরে এনরিক অউবেমায়ংয়ে শট। ঘরের মাঠে শেষ পর্যন্ত মাথা নিচু করেই মাঠ ছাড়ে মিকেল আর্তেতার দল। প্রথম লেগে ঘরের মাঠে ২-১ গোলের জয়ে ফাইনালের টিকিট কাটে ভিয়ারিয়াল।
২৬ মে পোল্যান্ডের গোডাইন্সকে ফাইনালে শিরোপার লড়াইয়ে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ভিয়ারিয়াল।

স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে হবে নাকি শ্রীলঙ্কায়, তা নিয়ে এখনো জটিলতা কাটেনি। এরই মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বিস্ফোরক এক বক্তব্য দিয়েছেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
৫ ঘণ্টা আগে