বিশ্বকাপ শেষে লুইস সুয়ারেজ সৌদি আরবের ক্লাব আল-খালিজে যোগ দেবেন এমনটা শোনা গিয়েছিল। তবে গুঞ্জনটা গুঞ্জনই থেকে যাচ্ছে। কেননা ব্রাজিলের ক্লাব গ্রামিওর সঙ্গে চুক্তি করবেন বলে জানিয়েছেন ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
সামাজিক মাধ্যমে সুয়ারেজের নতুন ক্লাবের বিষয়টি নিশ্চিত করেছেন রোমানো। তিনি লিখেছেন,‘গ্রামিওর সঙ্গে দুই বছরের চুক্তি করবেন লুইস সুয়ারেজ। চুক্তির মেয়াদ থাকবে ২০২৪ সাল পর্যন্ত। সৌদি ক্লাব আল-খালিজকে তার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সে ব্রাজিলে খেলবে।’
আনুষ্ঠানিকভাবে এখনো দুই পক্ষ কোনো কিছু না জানালেও রোমানো জানিয়েছেন খুব শিগগির সুয়ারেজ ও গ্রামিওর চুক্তি হতে যাচ্ছে। তিনি লিখেছেন,‘স্বাক্ষরের আগে চুক্তির বিষয়গুলোর পরীক্ষা-নিরীক্ষা চলছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।’
শুধু রোমানো নন সুয়ারেজ যে ব্রাজিলের ক্লাব গ্রামিওর সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন তা নিশ্চিত করেছেন আর্জেন্টিনার সাংবাদিক সিজার লুইস মার্লোও।
বর্তমানে ন্যাসিওনালে আছেন সুয়ারেজ। স্বদেশি ক্লাবটি হচ্ছে সাবেক বার্সেলোনা তারকার আঁতুড়ঘর। এ ক্লাবেই নিজের ক্যারিয়ারের শুরুটা করেছেন উরুগুয়ের স্ট্রাইকার। তবে ক্লাবের সঙ্গে জানুয়ারিতে চুক্তি শেষ হবে তাঁর। এ জন্যই নতুন ক্লাবের সন্ধানে ছিলেন ২০২০-২১ মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদকে লিগ চ্যাম্পিয়নের অন্যতম কারিগর।

দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৮ মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
২৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়া সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
২ ঘণ্টা আগে