
ফাহামিদুল ইসলাম ঢাকা কবে আসবেন, সেটা আগে থেকেই জানা গিয়েছিল। অবশেষে সময়মতো ঢাকা এসে পৌঁছালেন তিনি। বাংলাদেশ সময় আজ সকালে এসেছেন ইতালিপ্রবাসী এই ফুটবলার।
বাংলাদেশ ফুটবল দলের সামনে এখন ব্যস্ত সূচি। ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল। এরপর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দু্ই ম্যাচের জন্য ফাহামিদুলকে ডেকেছেন কাবরেরা। বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিতে ইতালির রোম থেকে আজ বাংলাদেশ সময় সকাল ৮টা ২১ মিনিটে ঢাকায় পা রাখলেন তিনি।
সৌদি আরবের ক্যাম্পে অনুশীলন করেও ২৫ মার্চ ভারত ম্যাচের জন্য চূড়ান্ত দলে জায়গা পাননি ফাহামিদুল। তখন বাংলাদেশ ফুটবল দলের কোচ কাবরেরা বেশ সমালোচনার মুখে পড়েছিলেন। এবার ভুটান-সিঙ্গাপুরের বিপক্ষে ফাহামিদুল সুযোগ মেলে কিনা, সেটা সময়ই বলে দেবে। ম্যাচ দুটির দল শিগগিরই ঘোষণা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ভারত ম্যাচ দিয়েই আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় হামজার। ২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও নজর কেড়েছেন হামজা। একই গ্রুপে থাকা সিঙ্গাপুরও তখন ড্র করেছিল হংকংয়ের সঙ্গে। তাতে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, হংকং—এই চার দলেরই পয়েন্ট এক। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের পরের ম্যাচটাই বাংলাদেশের এবার সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি ১০ জুন হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। এমনকি বাংলাদেশ-ভুটান প্রীতি ম্যাচটাও জাতীয় স্টেডিয়ামে হবে।
হামজা ও শমিতের বাংলাদেশ দলে যোগ দেওয়ার কথা ৪ জুন ভুটান ম্যাচের আগেই। হামজার সময়টা অবশ্য ভালো যাচ্ছে না। শেফিল্ড ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে তুলতে না পেরে হতাশায় ভেঙে পড়েন তিনি। তবে এর প্রভাব নিশ্চয়ই সিঙ্গাপুর ম্যাচে পড়বে না! জাতীয় দলের খেলা যে ভিন্ন। হামজার ঢাকায় আসার কথা ২ জুন। তবে তাঁর পরিবারের সঙ্গে আসার কথা, সবার প্রত্যাশিত ফ্লাইট নিশ্চিত হয়নি এখনো। বাফুফে সভাপতি সংবাদমাধ্যমকে অবশ্য জানিয়েছিলেন, হামজাকে ভুটানের বিপক্ষে পেতে আশাবাদী তাঁরা।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
২ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
১০ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে