
২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আগামী মাসে। প্রথম শিরোপা শিরোপা জয়ের লক্ষ্যে ম্যানচেস্টার সিটি খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। ইস্তাম্বুলে হতে যাওয়া এই ফাইনালের টিকিট পাওয়া যাবে ৮০০০ টাকায়।
ইন্টার-সিটি ফাইনালের টিকিটকে চার ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। উয়েফার ওয়েবসাইট থেকে জানা গেছে, সবচেয়ে কম দামি ক্যাটেগরি ৪ এর টিকিটের দাম ৭০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ১০৪ টাকা। ক্যাটেগরি ৩ এর টিকিটের দাম ১৮০ ইউরো (প্রায় ২১ হাজার টাকা)। ক্যাটেগরি ২ এর টিকিট কিনতে হলে খরচ করতে হবে ৪৯০ ইউরো (৫৬ হাজার ৭৩০ টাকা)। আর সবচেয়ে দামি ক্যাটেগরি ১ এর টিকিটের দাম ৬৯০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০ হাজার টাকা।
১০ জুন হতে যাওয়া ফাইনালের ভেন্যু ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামের ধারণক্ষমতা ৭২ হাজার। দুই ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান-দুই দলই ২০ হাজার করে ৪০ হাজার টিকিট পাবে। এই টিকিট তারা ক্লাব সমর্থকদের বিক্রি করতে পারবেন। বাকি ৩২ হাজারের মধ্যে ৭ হাজার ২০০ টিকিট অনলাইনে পাওয়া যাবে। ফাইনালের টিকিটের জন্য উয়েফার সাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। বাকি রইল ২৪ হাজার ৮০০ টিকিট। উয়েফা জানিয়েছে, এই টিকিটগুলো পাবে উয়েফা, স্থানীয় আয়োজক, বাণিজ্যিক অংশীদার ও চ্যানেল।
এর আগে ২০০৫ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল। এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থেকে শিরোপা জিতেছিল লিভারপুল। এই ফাইনাল পরিচিত ‘মিরাকল অব ইস্তাম্বুল’ নামে।

২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আগামী মাসে। প্রথম শিরোপা শিরোপা জয়ের লক্ষ্যে ম্যানচেস্টার সিটি খেলবে ইন্টার মিলানের বিপক্ষে। ইস্তাম্বুলে হতে যাওয়া এই ফাইনালের টিকিট পাওয়া যাবে ৮০০০ টাকায়।
ইন্টার-সিটি ফাইনালের টিকিটকে চার ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। উয়েফার ওয়েবসাইট থেকে জানা গেছে, সবচেয়ে কম দামি ক্যাটেগরি ৪ এর টিকিটের দাম ৭০ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ১০৪ টাকা। ক্যাটেগরি ৩ এর টিকিটের দাম ১৮০ ইউরো (প্রায় ২১ হাজার টাকা)। ক্যাটেগরি ২ এর টিকিট কিনতে হলে খরচ করতে হবে ৪৯০ ইউরো (৫৬ হাজার ৭৩০ টাকা)। আর সবচেয়ে দামি ক্যাটেগরি ১ এর টিকিটের দাম ৬৯০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮০ হাজার টাকা।
১০ জুন হতে যাওয়া ফাইনালের ভেন্যু ইস্তাম্বুলের আতাতুর্ক স্টেডিয়ামের ধারণক্ষমতা ৭২ হাজার। দুই ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলান-দুই দলই ২০ হাজার করে ৪০ হাজার টিকিট পাবে। এই টিকিট তারা ক্লাব সমর্থকদের বিক্রি করতে পারবেন। বাকি ৩২ হাজারের মধ্যে ৭ হাজার ২০০ টিকিট অনলাইনে পাওয়া যাবে। ফাইনালের টিকিটের জন্য উয়েফার সাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। বাকি রইল ২৪ হাজার ৮০০ টিকিট। উয়েফা জানিয়েছে, এই টিকিটগুলো পাবে উয়েফা, স্থানীয় আয়োজক, বাণিজ্যিক অংশীদার ও চ্যানেল।
এর আগে ২০০৫ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল। এসি মিলানের বিপক্ষে ৩-০ গোলে পিছিয়ে থেকে শিরোপা জিতেছিল লিভারপুল। এই ফাইনাল পরিচিত ‘মিরাকল অব ইস্তাম্বুল’ নামে।

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ ঘণ্টা আগে