নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্লান্তি যেন কখনোই পেয়ে বসে না হামজা চৌধুরীকে। দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় নেমেও তাঁর মুখে লেগে আছে সেই চিরচেনা হাসি। ঢাকা বিমানবন্দর থেকে টিম হোটেলে যাওয়ার পথে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। যদিও বেশি কিছু বলেননি।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ভুটান-সিঙ্গাপুর ম্যাচ খেলতেই আজ সকালে ঢাকায় এসেছেন হামজা। যদিও ভুটান ম্যাচে তিনি খেলবেন কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, তাঁকে (হামজা) মানিয়ে নিতে কোচ কাবরেরা পর্যাপ্ত সময় দিতে চান। ভুটান-সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচেই জিততে আশাবাদী হামজা। গাড়ির কাচ নামিয়ে বাংলাদেশের তারকা মিডফিল্ডার বলেন, ‘আমাদের ভালো সুযোগ আছে। দুটো ম্যাচই আমরা জিতব ইনশা আল্লাহ।’
হামজা এবার ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায়। জাতীয় দলের হয়ে গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তাঁর। আজ সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে হামজাকে বহনকারী বিমান। লন্ডন থেকে সিলেট হয়ে বিমান ঢাকায় এসে পৌঁছেছে। এর আগে আরেক প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামও নির্ধারিত সময়ে ঢাকা এসেছিলেন। ২৮ মে বাংলাদেশ সময় সকালে রোম থেকে ঢাকায় এসে পৌঁছেছিলেন ইতালিপ্রবাসী এই ফুটবলার।
ভুটানের বিপক্ষে পরশু ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ। সেদিনই ভোরবেলা ঢাকায় শমিত সোম এসে পৌঁছাবেন বলে শোনা যাচ্ছে। শমিত, হামজা, ফাহামিদুল এই তিন ফুটবলার ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দলে আছেন। তিন প্রবাসী ফুটবলারকে একসঙ্গে বাংলাদেশের জার্সিতে দেখার সমূহ সম্ভাবনা রয়েছে।

ক্লান্তি যেন কখনোই পেয়ে বসে না হামজা চৌধুরীকে। দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় নেমেও তাঁর মুখে লেগে আছে সেই চিরচেনা হাসি। ঢাকা বিমানবন্দর থেকে টিম হোটেলে যাওয়ার পথে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। যদিও বেশি কিছু বলেননি।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ভুটান-সিঙ্গাপুর ম্যাচ খেলতেই আজ সকালে ঢাকায় এসেছেন হামজা। যদিও ভুটান ম্যাচে তিনি খেলবেন কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, তাঁকে (হামজা) মানিয়ে নিতে কোচ কাবরেরা পর্যাপ্ত সময় দিতে চান। ভুটান-সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচেই জিততে আশাবাদী হামজা। গাড়ির কাচ নামিয়ে বাংলাদেশের তারকা মিডফিল্ডার বলেন, ‘আমাদের ভালো সুযোগ আছে। দুটো ম্যাচই আমরা জিতব ইনশা আল্লাহ।’
হামজা এবার ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায়। জাতীয় দলের হয়ে গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তাঁর। আজ সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে হামজাকে বহনকারী বিমান। লন্ডন থেকে সিলেট হয়ে বিমান ঢাকায় এসে পৌঁছেছে। এর আগে আরেক প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামও নির্ধারিত সময়ে ঢাকা এসেছিলেন। ২৮ মে বাংলাদেশ সময় সকালে রোম থেকে ঢাকায় এসে পৌঁছেছিলেন ইতালিপ্রবাসী এই ফুটবলার।
ভুটানের বিপক্ষে পরশু ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ। সেদিনই ভোরবেলা ঢাকায় শমিত সোম এসে পৌঁছাবেন বলে শোনা যাচ্ছে। শমিত, হামজা, ফাহামিদুল এই তিন ফুটবলার ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দলে আছেন। তিন প্রবাসী ফুটবলারকে একসঙ্গে বাংলাদেশের জার্সিতে দেখার সমূহ সম্ভাবনা রয়েছে।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে