নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্লান্তি যেন কখনোই পেয়ে বসে না হামজা চৌধুরীকে। দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় নেমেও তাঁর মুখে লেগে আছে সেই চিরচেনা হাসি। ঢাকা বিমানবন্দর থেকে টিম হোটেলে যাওয়ার পথে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। যদিও বেশি কিছু বলেননি।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ভুটান-সিঙ্গাপুর ম্যাচ খেলতেই আজ সকালে ঢাকায় এসেছেন হামজা। যদিও ভুটান ম্যাচে তিনি খেলবেন কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, তাঁকে (হামজা) মানিয়ে নিতে কোচ কাবরেরা পর্যাপ্ত সময় দিতে চান। ভুটান-সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচেই জিততে আশাবাদী হামজা। গাড়ির কাচ নামিয়ে বাংলাদেশের তারকা মিডফিল্ডার বলেন, ‘আমাদের ভালো সুযোগ আছে। দুটো ম্যাচই আমরা জিতব ইনশা আল্লাহ।’
হামজা এবার ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায়। জাতীয় দলের হয়ে গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তাঁর। আজ সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে হামজাকে বহনকারী বিমান। লন্ডন থেকে সিলেট হয়ে বিমান ঢাকায় এসে পৌঁছেছে। এর আগে আরেক প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামও নির্ধারিত সময়ে ঢাকা এসেছিলেন। ২৮ মে বাংলাদেশ সময় সকালে রোম থেকে ঢাকায় এসে পৌঁছেছিলেন ইতালিপ্রবাসী এই ফুটবলার।
ভুটানের বিপক্ষে পরশু ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ। সেদিনই ভোরবেলা ঢাকায় শমিত সোম এসে পৌঁছাবেন বলে শোনা যাচ্ছে। শমিত, হামজা, ফাহামিদুল এই তিন ফুটবলার ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দলে আছেন। তিন প্রবাসী ফুটবলারকে একসঙ্গে বাংলাদেশের জার্সিতে দেখার সমূহ সম্ভাবনা রয়েছে।

ক্লান্তি যেন কখনোই পেয়ে বসে না হামজা চৌধুরীকে। দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় নেমেও তাঁর মুখে লেগে আছে সেই চিরচেনা হাসি। ঢাকা বিমানবন্দর থেকে টিম হোটেলে যাওয়ার পথে তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকেরা। যদিও বেশি কিছু বলেননি।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে এশিয়ান কাপ বাছাইয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ভুটান-সিঙ্গাপুর ম্যাচ খেলতেই আজ সকালে ঢাকায় এসেছেন হামজা। যদিও ভুটান ম্যাচে তিনি খেলবেন কিনা, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। কারণ, তাঁকে (হামজা) মানিয়ে নিতে কোচ কাবরেরা পর্যাপ্ত সময় দিতে চান। ভুটান-সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচেই জিততে আশাবাদী হামজা। গাড়ির কাচ নামিয়ে বাংলাদেশের তারকা মিডফিল্ডার বলেন, ‘আমাদের ভালো সুযোগ আছে। দুটো ম্যাচই আমরা জিতব ইনশা আল্লাহ।’
হামজা এবার ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায়। জাতীয় দলের হয়ে গত ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তাঁর। আজ সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করে হামজাকে বহনকারী বিমান। লন্ডন থেকে সিলেট হয়ে বিমান ঢাকায় এসে পৌঁছেছে। এর আগে আরেক প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামও নির্ধারিত সময়ে ঢাকা এসেছিলেন। ২৮ মে বাংলাদেশ সময় সকালে রোম থেকে ঢাকায় এসে পৌঁছেছিলেন ইতালিপ্রবাসী এই ফুটবলার।
ভুটানের বিপক্ষে পরশু ঢাকার জাতীয় স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ। সেদিনই ভোরবেলা ঢাকায় শমিত সোম এসে পৌঁছাবেন বলে শোনা যাচ্ছে। শমিত, হামজা, ফাহামিদুল এই তিন ফুটবলার ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক দলে আছেন। তিন প্রবাসী ফুটবলারকে একসঙ্গে বাংলাদেশের জার্সিতে দেখার সমূহ সম্ভাবনা রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
৪ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে