ক্রীড়া ডেস্ক

৩৮তম জন্মদিনটা লিওনেল মেসির জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। নিজের ছায়া হয়ে থাকা মেসি বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের ম্যাচে কোনো অবদান রাখতে পারেননি। তাঁর দল ইন্টার মায়ামি পারেনি জয় নিয়ে মাঠ ছাড়তে। এমনকি তাঁকে কার্ডও দেখতে হয়েছে।
বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ইন্টার মায়ামি খেলেছে পালমেইরাসের বিপক্ষে। এই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন সায়মন মার্চিনিয়াক। ৪৫ মিনিটের পর অতিরিক্ত যোগ করা সময়ে বল নিয়ে যখন দৌড়াতে থাকেন পালমেইরাস মিডফিল্ডার রাফায়েল ভিগা। তখন তাঁর (ভিগা) কাছ থেকে বল কেড়ে নিতে যান মেসি। ভিগা পড়ে গেলে মেসিকে হলুদ কার্ড দেখান মার্চিনিয়াক। এভাবে হলুদ কার্ড পাওয়ায় মেসি যেমন হতভম্ব হয়েছেন, তেমনি তাঁর চোখেমুখে বিরক্তির ছাপ দেখা গেছে স্পষ্ট।
মেসি আজ হলুদ কার্ড পাওয়ার পর কাতার বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিয়েছে ইএসপিএন এফসি। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ক্যাপশনে ইএসপিএন এফসি লিখেছে, ‘পালমেইরাসের কাউন্টার অ্যাটাকের সময় ট্যাকটিকাল ফাউলের কারণে মেসিকে হলুদ কার্ড দেখিয়েছেন সায়মন মার্চিনিয়াক। এই রেফারিই ২০২২ বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন।’ ইএসপিএনের পোস্টে ওপরে রয়েছে কাতার বিশ্বকাপ ফাইনালের দুটি ছবি, যার মধ্যে একটিতে বোঝা গেছে, আড়াই বছর আগে ফাইনালে মার্চিনিয়াকের সিদ্ধান্তে মেসি খুশি হতে পারেননি। পাশের ছবিতে কিলিয়ান এমবাপ্পে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দেখা গেছে। নিচে ক্লাব বিশ্বকাপে আজ হলুদ কার্ড পাওয়ার পর মেসির হতাশার ছবি রয়েছে।
ইন্টার মায়ামি-পালমেইরাস ম্যাচে মার্চিনিয়াক আজ শুধু মেসিকেই হলুদ কার্ড দেখিয়েছেন। এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। অন্যদিকে আড়াই বছর আগে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে ৮ হলুদ কার্ড দেখিয়েছিলেন মার্চিনিয়াক। ধ্রুপদী সেই ফাইনাল জিতে মেসি পেয়েছিলেন তাঁর পরম আরাধ্য বিশ্বকাপ। তখন আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপখরা ঘুচে গিয়েছিল।

ইন্টার মায়ামি-পালমেইরাস ২-২ গোলে ড্র হওয়ায় ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল পালমেইরাস। ৩ ম্যাচ শেষে পালমেইরাস, মায়ামি দুই দলেরই পয়েন্ট সমান ৫। কিন্তু গোল ব্যবধানে পালমেইরাস (+২) এগিয়ে থাকে মায়ামির (+১) চেয়ে। মায়ামি তাই গ্রুপ রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।

৩৮তম জন্মদিনটা লিওনেল মেসির জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। নিজের ছায়া হয়ে থাকা মেসি বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের ম্যাচে কোনো অবদান রাখতে পারেননি। তাঁর দল ইন্টার মায়ামি পারেনি জয় নিয়ে মাঠ ছাড়তে। এমনকি তাঁকে কার্ডও দেখতে হয়েছে।
বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ইন্টার মায়ামি খেলেছে পালমেইরাসের বিপক্ষে। এই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন সায়মন মার্চিনিয়াক। ৪৫ মিনিটের পর অতিরিক্ত যোগ করা সময়ে বল নিয়ে যখন দৌড়াতে থাকেন পালমেইরাস মিডফিল্ডার রাফায়েল ভিগা। তখন তাঁর (ভিগা) কাছ থেকে বল কেড়ে নিতে যান মেসি। ভিগা পড়ে গেলে মেসিকে হলুদ কার্ড দেখান মার্চিনিয়াক। এভাবে হলুদ কার্ড পাওয়ায় মেসি যেমন হতভম্ব হয়েছেন, তেমনি তাঁর চোখেমুখে বিরক্তির ছাপ দেখা গেছে স্পষ্ট।
মেসি আজ হলুদ কার্ড পাওয়ার পর কাতার বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিয়েছে ইএসপিএন এফসি। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ক্যাপশনে ইএসপিএন এফসি লিখেছে, ‘পালমেইরাসের কাউন্টার অ্যাটাকের সময় ট্যাকটিকাল ফাউলের কারণে মেসিকে হলুদ কার্ড দেখিয়েছেন সায়মন মার্চিনিয়াক। এই রেফারিই ২০২২ বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন।’ ইএসপিএনের পোস্টে ওপরে রয়েছে কাতার বিশ্বকাপ ফাইনালের দুটি ছবি, যার মধ্যে একটিতে বোঝা গেছে, আড়াই বছর আগে ফাইনালে মার্চিনিয়াকের সিদ্ধান্তে মেসি খুশি হতে পারেননি। পাশের ছবিতে কিলিয়ান এমবাপ্পে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দেখা গেছে। নিচে ক্লাব বিশ্বকাপে আজ হলুদ কার্ড পাওয়ার পর মেসির হতাশার ছবি রয়েছে।
ইন্টার মায়ামি-পালমেইরাস ম্যাচে মার্চিনিয়াক আজ শুধু মেসিকেই হলুদ কার্ড দেখিয়েছেন। এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। অন্যদিকে আড়াই বছর আগে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে ৮ হলুদ কার্ড দেখিয়েছিলেন মার্চিনিয়াক। ধ্রুপদী সেই ফাইনাল জিতে মেসি পেয়েছিলেন তাঁর পরম আরাধ্য বিশ্বকাপ। তখন আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপখরা ঘুচে গিয়েছিল।

ইন্টার মায়ামি-পালমেইরাস ২-২ গোলে ড্র হওয়ায় ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল পালমেইরাস। ৩ ম্যাচ শেষে পালমেইরাস, মায়ামি দুই দলেরই পয়েন্ট সমান ৫। কিন্তু গোল ব্যবধানে পালমেইরাস (+২) এগিয়ে থাকে মায়ামির (+১) চেয়ে। মায়ামি তাই গ্রুপ রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৩ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৩ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৮ ঘণ্টা আগে