
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট বিক্রি হয়েছে অল্প সময়েই। সাধারণ দর্শকের জন্য অনলাইনে ১৮ হাজার টিকিট ছেড়েছিল বাফুফে। কিন্তু দেশের অন্যতম বড় সমর্থক গোষ্ঠী ফুটবল আল্ট্রাস। তারা বাফুফের কাছে ৩ হাজার টিকিটের দাবি করেছে। কিন্তু বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, ১০০ টিকিট দেওয়া হবে।
বাফুফের সামনে আজ বিকেল ৩টা থেকে অবস্থান নিয়েছেন আল্ট্রাসের সদস্যরা। আল্ট্রাসের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি বলেন, ‘ফাহামিদুল ইস্যুতে আমরা যে সময় সরব ছিলাম, তখন বাফুফে সভাপতি বলেছিলেন তোমরা প্রয়োজনে আমার কাছে আসতে পারো। যেহেতু আমরা গ্রুপ হিসেবে খেলা দেখতে যাই, গ্যালারিতে আমাদেরও একটা বৈশিষ্ট্য আছে। আমাদের সংস্কৃতিটা সাধারণ ফুটবল দর্শকদের সঙ্গে মেলে না। সে জন্য আমরা চেয়েছিলাম আমাদের জন্য ৩ হাজার টিকিট বরাদ্দ দেওয়া হোক। বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম আমাদের ৭-১০ দিনের মধ্যে জানানোর কথা বলেছিলেন। কিন্তু তাঁর কোনো প্রতিক্রিয়া পাইনি।’
অভি আরও বলেন, ‘যদি তারা আমাদের জানাত অনলাইন থেকে কিনতে হবে, তাহলে একটা চেষ্টা করতাম। কিন্তু শেষ মুহূর্তে আমাদের জানায় ১০০ টিকিট দেওয়া হবে। এই ১০০ টিকিট আমরা কাকে দেব। কারণ, আমাদের স্বেচ্ছাসেবীর সংখ্যাই ১০০-এর বেশি। আমরা আমাদের ন্যায্য হক চাচ্ছি। আমরা মনে করছি, তারা আমাদের অস্তিত্বকে অস্বীকার করছে। আমরা যেকোনো মূল্যে খেলা দেখতে প্রস্তুত। সে জন্য আজ দাবি নিয়ে বসেছি।’
জাতীয় স্টেডিয়ামে ১০ জুন সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে পরশু ভুটানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১১ ঘণ্টা আগে