
লা লিগায় গত রাতে ভায়োকানোর কাছে হারের পর বরখাস্ত হয়েছেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোমান। কোমানের বিদায়ের ২৪ ঘণ্টা না পেরোতেই নতুন কোচের নাম ঘোষণা করল কাতালান ক্লাবটি। জাভি হার্নান্দেজকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।
কোমানকে বরাখাস্ত করার পর জাভিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর তিনি বিষয়টি লাপোর্তার সঙ্গে আলোচনা করে প্রস্তাবে রাজি হয়েছেন। জাভি বার্সার দায়িত্ব বুঝে নেওয়ার আগে সের্গিও বারহুয়ান অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন।
ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম আগেই জানিয়েছিল, জাভিকে বার্সার কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সাবেক বার্সা কিংবদন্তি এর আগেও কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। যদিও কোনোবারই রাজি হননি তিনি। নিজেকে আরও প্রস্তুত করে নেওয়ার কথা জানিয়েছিলেন তখন। তবে এবার আর সাবেক ক্লাবের দেওয়া প্রস্তাবে না করতে পারলেন না।
বর্তমানে কাতারের ক্লাব আল সাদের প্রধান কোচের দায়িত্বে আছেন জাভি। গোলডটকমের মতে, এই মুহূর্তে কাতার ছেড়ে আসতে হলে জাভিকে ‘এক্সিট ক্লজ’ দিয়ে আসতে হবে। ঘরের ছেলেকে কোচ হিসেবে পেতে প্রয়োজনীয় ফি দিতে আপত্তি নেই বার্সার। শেষপর্যন্ত বার্সার এই দুঃসময়ে ৪১ বছর বয়সী জাভির হাতেই উঠছে কোচের গুরুদায়িত্ব।
মৌসুমের শুরু থেকেই খারাপ সময় পার করছে বার্সা। ঘরে-বাইরে কোথাও সুবিধা করতে পারছে না স্প্যানিশ জায়ান্টরা। সেই ধারাবাহিকতায় গত রাতে ভায়োকানোর মাঠ থেকেও হার নিয়ে ফিরতে হয়েছে। লিগের ১০ ম্যাচের তিনটিতেই হারতে হয়েছে। চ্যাম্পিয়নস লিগের অবস্থা তো আরও ভয়াবহ। তিন ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট পেয়েছে চারবারের ইউরোপসেরা দলটি। সমর্থকদের তোপের মুখে ছিলেন কোমান। তবে ধারণা করা হচ্ছে, গত রাতের হারটাই কাল হয়েছে ৫৮ বছর বয়সী এই ডাচ কোচের।

লা লিগায় গত রাতে ভায়োকানোর কাছে হারের পর বরখাস্ত হয়েছেন বার্সেলোনার কোচ রোনাল্ড কোমান। কোমানের বিদায়ের ২৪ ঘণ্টা না পেরোতেই নতুন কোচের নাম ঘোষণা করল কাতালান ক্লাবটি। জাভি হার্নান্দেজকে কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা।
কোমানকে বরাখাস্ত করার পর জাভিকে প্রস্তাব দেওয়া হয়েছিল। এরপর তিনি বিষয়টি লাপোর্তার সঙ্গে আলোচনা করে প্রস্তাবে রাজি হয়েছেন। জাভি বার্সার দায়িত্ব বুঝে নেওয়ার আগে সের্গিও বারহুয়ান অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন।
ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম আগেই জানিয়েছিল, জাভিকে বার্সার কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সাবেক বার্সা কিংবদন্তি এর আগেও কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন। যদিও কোনোবারই রাজি হননি তিনি। নিজেকে আরও প্রস্তুত করে নেওয়ার কথা জানিয়েছিলেন তখন। তবে এবার আর সাবেক ক্লাবের দেওয়া প্রস্তাবে না করতে পারলেন না।
বর্তমানে কাতারের ক্লাব আল সাদের প্রধান কোচের দায়িত্বে আছেন জাভি। গোলডটকমের মতে, এই মুহূর্তে কাতার ছেড়ে আসতে হলে জাভিকে ‘এক্সিট ক্লজ’ দিয়ে আসতে হবে। ঘরের ছেলেকে কোচ হিসেবে পেতে প্রয়োজনীয় ফি দিতে আপত্তি নেই বার্সার। শেষপর্যন্ত বার্সার এই দুঃসময়ে ৪১ বছর বয়সী জাভির হাতেই উঠছে কোচের গুরুদায়িত্ব।
মৌসুমের শুরু থেকেই খারাপ সময় পার করছে বার্সা। ঘরে-বাইরে কোথাও সুবিধা করতে পারছে না স্প্যানিশ জায়ান্টরা। সেই ধারাবাহিকতায় গত রাতে ভায়োকানোর মাঠ থেকেও হার নিয়ে ফিরতে হয়েছে। লিগের ১০ ম্যাচের তিনটিতেই হারতে হয়েছে। চ্যাম্পিয়নস লিগের অবস্থা তো আরও ভয়াবহ। তিন ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট পেয়েছে চারবারের ইউরোপসেরা দলটি। সমর্থকদের তোপের মুখে ছিলেন কোমান। তবে ধারণা করা হচ্ছে, গত রাতের হারটাই কাল হয়েছে ৫৮ বছর বয়সী এই ডাচ কোচের।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে