ক্রীড়া ডেস্ক
মুগ্ধতা ছড়িয়েই চলেছেন লিওনেল মেসি। বয়স ৩৮ পেরোলেও গোলের পর গোল করে চলেছেন। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গায় তিনি আছেন দারুণ ছন্দে। মাঝেমধ্যে এমন গোল করেন আর্জেন্টাইন ফুটবলার, যা দেখে ভক্ত-সমর্থক, কোচরা রীতিমতো অবাক হয়ে যান।
সাপুতো স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-মন্ট্রিয়ল ম্যাচ। এই ম্যাচে মন্ট্রিয়লকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। যার মধ্যে মেসি ৪০ ও ৬২ মিনিটে করেছেন জোড়া গোল। যেখানে আর্জেন্টাইন কিংবদন্তির দ্বিতীয় গোলটি নিয়ে চলছে আলোচনা।
হালকা গতি কমিয়ে মন্ট্রিয়লের দুই ফুটবলারকে বোকা বানিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। বক্সে তাঁকে আটকাতে আশপাশে পাঁচ ফুটবলার ছিলেন। মেসি তখন সোজা না গিয়ে বাঁ দিকে হালকা বাঁক নিয়ে ঢুকে পড়েন মন্ট্রিয়লের রক্ষণদুর্গে। তারপর মন্ট্রিয়ল গোলরক্ষক জোনাথন সিরোইসকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন মেসি।
The greatest of all time 🐐 pic.twitter.com/gr4vRt7QHX
— Inter Miami CF (@InterMiamiCF) July 6, 2025
ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। মেসির মতো খেলোয়াড় থাকলে দল অনেকটা এগিয়ে থাকে বলে মনে করেন মাশচেরানো। আর্জেন্টাইন কোচ বলেন, ‘লিও খেলতে পারলে সবচেয়ে খুশি হয়। ফিট থাকলে সে তো খেলবেই। স্পষ্ট করে বললে সে যখন খেলে তখন আমাদের একটা বাড়তি সুবিধা থাকে। সেই সুবিধাটা আমরা কাজে লাগাতে চাই।’
পিএসজির কাছে ৪-০ গোলে হেরে ২৯ জুন ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে গিয়েছিল ইন্টার মায়ামি। এক সপ্তাহ পর আজ মায়ামি প্রতিযোগিতামূলক ফুটবলে খেলতে নেমে উড়ন্ত জয় পেয়েছে। মেসির জোড়া গোলের পাশাপাশি তাঁর দুই সতীর্থ তাদিও আলেন্দে ও তেলেসকো সেগোভিয়া একটি করে গোল করেছেন। মন্ট্রিয়লের একমাত্র গোল ২ মিনিটে করেছেন প্রিন্স ওউসু। এই গোল হজমের পর মায়ামি যেভাবে ৪-১ গোলে জিতেছে, তাতে মাশচেরানো উচ্ছ্বসিত। মায়ামি কোচ বলেন, ‘সাধারণত আমরা ভালো খেলেছি। ক্লাব বিশ্বকাপের পর লিগে খেলা সহজ নয়। তবে খেলোয়াড়েরা পরিস্থিতি দারুণভাবে সামলেছে। রাতটা দারুণ ছিল। আমরা তিন পয়েন্ট পেয়েছি। এটা এমএলএসে আমাদের ভালো করতে অনুপ্রাণিত করছে।’
১৭ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ৩ হারে ইন্টার মায়ামির পয়েন্ট এখন ৩২। দলটি এখন ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ৬ নম্বরে রয়েছে। ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিনসিনাটি। দুই ও তিনে থাকা ন্যাশভিল ও ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪১ ও ৪০। পয়েন্ট তালিকার প্রথম তিনের প্রত্যেকেই ২১টি করে ম্যাচ খেলেছে।
মুগ্ধতা ছড়িয়েই চলেছেন লিওনেল মেসি। বয়স ৩৮ পেরোলেও গোলের পর গোল করে চলেছেন। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল—সব জায়গায় তিনি আছেন দারুণ ছন্দে। মাঝেমধ্যে এমন গোল করেন আর্জেন্টাইন ফুটবলার, যা দেখে ভক্ত-সমর্থক, কোচরা রীতিমতো অবাক হয়ে যান।
সাপুতো স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ ভোরে অনুষ্ঠিত হয়েছে মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামি-মন্ট্রিয়ল ম্যাচ। এই ম্যাচে মন্ট্রিয়লকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। যার মধ্যে মেসি ৪০ ও ৬২ মিনিটে করেছেন জোড়া গোল। যেখানে আর্জেন্টাইন কিংবদন্তির দ্বিতীয় গোলটি নিয়ে চলছে আলোচনা।
হালকা গতি কমিয়ে মন্ট্রিয়লের দুই ফুটবলারকে বোকা বানিয়ে বক্সে ঢুকে পড়েন মেসি। বক্সে তাঁকে আটকাতে আশপাশে পাঁচ ফুটবলার ছিলেন। মেসি তখন সোজা না গিয়ে বাঁ দিকে হালকা বাঁক নিয়ে ঢুকে পড়েন মন্ট্রিয়লের রক্ষণদুর্গে। তারপর মন্ট্রিয়ল গোলরক্ষক জোনাথন সিরোইসকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন মেসি।
The greatest of all time 🐐 pic.twitter.com/gr4vRt7QHX
— Inter Miami CF (@InterMiamiCF) July 6, 2025
ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো। মেসির মতো খেলোয়াড় থাকলে দল অনেকটা এগিয়ে থাকে বলে মনে করেন মাশচেরানো। আর্জেন্টাইন কোচ বলেন, ‘লিও খেলতে পারলে সবচেয়ে খুশি হয়। ফিট থাকলে সে তো খেলবেই। স্পষ্ট করে বললে সে যখন খেলে তখন আমাদের একটা বাড়তি সুবিধা থাকে। সেই সুবিধাটা আমরা কাজে লাগাতে চাই।’
পিএসজির কাছে ৪-০ গোলে হেরে ২৯ জুন ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে গিয়েছিল ইন্টার মায়ামি। এক সপ্তাহ পর আজ মায়ামি প্রতিযোগিতামূলক ফুটবলে খেলতে নেমে উড়ন্ত জয় পেয়েছে। মেসির জোড়া গোলের পাশাপাশি তাঁর দুই সতীর্থ তাদিও আলেন্দে ও তেলেসকো সেগোভিয়া একটি করে গোল করেছেন। মন্ট্রিয়লের একমাত্র গোল ২ মিনিটে করেছেন প্রিন্স ওউসু। এই গোল হজমের পর মায়ামি যেভাবে ৪-১ গোলে জিতেছে, তাতে মাশচেরানো উচ্ছ্বসিত। মায়ামি কোচ বলেন, ‘সাধারণত আমরা ভালো খেলেছি। ক্লাব বিশ্বকাপের পর লিগে খেলা সহজ নয়। তবে খেলোয়াড়েরা পরিস্থিতি দারুণভাবে সামলেছে। রাতটা দারুণ ছিল। আমরা তিন পয়েন্ট পেয়েছি। এটা এমএলএসে আমাদের ভালো করতে অনুপ্রাণিত করছে।’
১৭ ম্যাচে ৯ জয়, ৫ ড্র ও ৩ হারে ইন্টার মায়ামির পয়েন্ট এখন ৩২। দলটি এখন ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ৬ নম্বরে রয়েছে। ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে সিনসিনাটি। দুই ও তিনে থাকা ন্যাশভিল ও ফিলাডেলফিয়ার পয়েন্ট ৪১ ও ৪০। পয়েন্ট তালিকার প্রথম তিনের প্রত্যেকেই ২১টি করে ম্যাচ খেলেছে।
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
১১ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
১১ ঘণ্টা আগে