চ্যাম্পিয়নস লিগ
ক্রীড়া ডেস্ক

প্লে-অফে ম্যানচেস্টার সিটিকে হারানোর পরই কিলিয়ান এমবাপ্পে চেয়েছিলেন শেষ ষোলোয় প্রতিপক্ষ যেন আতলেতিকো মাদ্রিদ হয়। তাঁর ইচ্ছাই শেষ পর্যন্ত পূরণ হলো। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় নগর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। একই শহরে খেলা হওয়ায় ভ্রমণ নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না বর্তমান চ্যাম্পিয়নদের।
আতলেতিকো অবশ্য আগেই শেষ ষোলোয় সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে রিয়ালকে মারিয়ে আসতে হয়েছে প্লে-অফের পথ। দুই লেগ মিলিয়ে সিটিকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে তারা। আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে। হাইভোল্টেজ ম্যাচে পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্বদেশি ক্লাব বায়ার লেভারকুসেন।
রিয়াল-আতলেতিকো ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পিএসভি-আর্সেনাল ম্যাচের জয়ী দলের। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পিএসজি-লিভারপুল ম্যাচের জয়ী দল ও ক্লাব ব্রুগ-অ্যাস্টন ভিলা ম্যাচের জয়ী দল। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে।
বেনফিকা-বার্সেলোনা ম্যাচের জয়ী দল তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড-লিল ম্যাচের জয়ী দলের। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুসেন ম্যাচের জয়ী দল ও ফেয়েনুর্দ-ইন্টার মিলান ম্যাচের জয়ী দল। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে।
এদিকে শেষ ষোলোর প্রথম লেগ ৪ ও ৫ মার্চ এবং দ্বিতীয় লেগ হবে ১১ ও ১২ মার্চ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৮ ও ৯ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ১৫ ও ১৬ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ২৯ ও ৩০ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ৬ ও ৭ মে। ফাইনাল ৩১ মে মিউনিখে।
শেষ ষোলোয় মুখোমুখি যারা
পিএসজি-লিভারপুল
ক্লাব ব্রুগ-অ্যাস্টন ভিলা
রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ
পিএসভি-আর্সেনাল
বেনফিকা-বার্সেলোনা
বরুশিয়া ডর্টমুন্ড-লিল
বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুসেন
ফেয়েনুর্দ-ইন্টার মিলান

প্লে-অফে ম্যানচেস্টার সিটিকে হারানোর পরই কিলিয়ান এমবাপ্পে চেয়েছিলেন শেষ ষোলোয় প্রতিপক্ষ যেন আতলেতিকো মাদ্রিদ হয়। তাঁর ইচ্ছাই শেষ পর্যন্ত পূরণ হলো। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় নগর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। একই শহরে খেলা হওয়ায় ভ্রমণ নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না বর্তমান চ্যাম্পিয়নদের।
আতলেতিকো অবশ্য আগেই শেষ ষোলোয় সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে রিয়ালকে মারিয়ে আসতে হয়েছে প্লে-অফের পথ। দুই লেগ মিলিয়ে সিটিকে ৬-৩ ব্যবধানে হারিয়েছে তারা। আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা তুলনামূলক সহজ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে। হাইভোল্টেজ ম্যাচে পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ স্বদেশি ক্লাব বায়ার লেভারকুসেন।
রিয়াল-আতলেতিকো ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পিএসভি-আর্সেনাল ম্যাচের জয়ী দলের। প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পিএসজি-লিভারপুল ম্যাচের জয়ী দল ও ক্লাব ব্রুগ-অ্যাস্টন ভিলা ম্যাচের জয়ী দল। প্রথম ও দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের জয়ী দল মুখোমুখি হবে প্রথম সেমিফাইনালে।
বেনফিকা-বার্সেলোনা ম্যাচের জয়ী দল তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড-লিল ম্যাচের জয়ী দলের। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুসেন ম্যাচের জয়ী দল ও ফেয়েনুর্দ-ইন্টার মিলান ম্যাচের জয়ী দল। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টার ফাইনালের জয়ী দল মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে।
এদিকে শেষ ষোলোর প্রথম লেগ ৪ ও ৫ মার্চ এবং দ্বিতীয় লেগ হবে ১১ ও ১২ মার্চ। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ৮ ও ৯ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ১৫ ও ১৬ এপ্রিল। সেমিফাইনালের প্রথম লেগ ২৯ ও ৩০ এপ্রিল এবং দ্বিতীয় লেগ ৬ ও ৭ মে। ফাইনাল ৩১ মে মিউনিখে।
শেষ ষোলোয় মুখোমুখি যারা
পিএসজি-লিভারপুল
ক্লাব ব্রুগ-অ্যাস্টন ভিলা
রিয়াল মাদ্রিদ-আতলেতিকো মাদ্রিদ
পিএসভি-আর্সেনাল
বেনফিকা-বার্সেলোনা
বরুশিয়া ডর্টমুন্ড-লিল
বায়ার্ন মিউনিখ-বায়ার লেভারকুসেন
ফেয়েনুর্দ-ইন্টার মিলান

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যস্ত সময় পার করবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কমপক্ষে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি। যার প্রথমটি শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। সেই দল ঘোষণায় চমক দেখাল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)।
৩৪ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু দুই মাস আগে থেকে ঘোষণা করা হলেও শেষমুহূর্তে এসে জটিলতা তৈরি হয়েছে। কারণ, নিরাপত্তাজনিত কারণে ভারতের মাঠে কোনো ম্যাচ খেলতে চায় না বাংলাদেশ ক্রিকেট দল। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
২ ঘণ্টা আগে
গুঞ্জন সত্যি হয়েছে। রিয়াল মাদ্রিদে শেষ হয়েছে জাবি আলোনসো অধ্যায়। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারার পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে চাকরি ছেড়েছেন সাবেক এই তারকা ফুটবলার। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল।
২ ঘণ্টা আগে
রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তান সিরিজ হচ্ছে না ১৩ বছর ধরে। শুধু তা-ই নয়, পাকিস্তানেও ভারতীয় ক্রিকেট দল অনেক দিন ধরে খেলছে না। এমনকি পাকিস্তান কোনো টুর্নামেন্টের আয়োজক হলে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কঠোর আপত্তি জানায়। সাঈদ আজমল এটার কোনো মানে খুঁজে পান না।
২ ঘণ্টা আগে