
বিপদ যে কখনো বলেকয়ে আসে না, সেটা আবার দেখা গেল গত রাতে ডুসেলডর্ফ অ্যারেনায়। অস্ট্রিয়া-ফ্রান্স ম্যাচে হঠাৎ করেই নাক ভেঙে যায় কিলিয়ান এমবাপ্পের। এমন এক মেজর টুর্নামেন্টে এমবাপ্পের ভাঙা নাক ফ্রান্সের দুশ্চিন্তা তো অবশ্যই বাড়িয়েছে।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন এমবাপ্পে। দিনটা ফরাসি ফরোয়ার্ডের জন্য সুখকর ছিল না। গোলের সুযোগ হাতছাড়া করেছেন। ম্যাচের ৯০ মিনিটের সময় দুর্ঘটনায় পড়েছেন তিনি। হেড করতে গিয়ে এমবাপ্পের নাকের সঙ্গে আঘাত লাগে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোর। নাক দিয়ে অঝোরে যখন রক্ত ঝরতে থাকে, তখনই মাঠ থেকে তুলে নেওয়া হয় এমবাপ্পেকে। ফরাসি ফরোয়ার্ডের নাকের অবস্থা নিয়ে ইএসপিএনের সঙ্গে কথা বলেছেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপে দিয়ালো। এফএফএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিলিয়ান এমবাপ্পের নাক ভেঙে গেছে ডুসেলডর্ফে এই সোমবার অস্ট্রিয়া-ফ্রান্স ম্যাচের দ্বিতীয়ার্ধে। ফ্রান্সের অধিনায়ককে প্রথমে দেখাশোনা করেন মেডিকেল স্টাফ ও চিকিৎসক ফ্র্যাঙ্ক লে গল। তাঁরা নাক ভেঙে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছেন। ডুসেলডর্ফ হাসপাতালে হয়েছে রেডিওলজিক্যাল পরীক্ষা।’
কোনো হাড় ভেঙে গেলে সাধারণত অস্ত্রোপচার করা হয়। তবে এমবাপ্পের অস্ত্রোপচার লাগবে না বলে জানা গেছে। দিয়ালো বলেন, ‘কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স দলের বেস ক্যাম্পে ফিরে গেছেন। খুব দ্রুতই তার চিকিৎসা হবে। তবে আপাতত তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না। ফ্রান্স দলের নাম্বার টেনের জন্য একটি মাস্ক বানানো হবে।’
এমবাপ্পের ভাঙা নাক যে দুশ্চিন্তা বাড়িয়েছে, তা প্রকাশ পেয়েছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কথায়ও। দেশম বলেছেন, ‘নাকে সে বাজেভাবে আঘাত পেয়েছে। আমাদের এখন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। মেডিকেল স্টাফ ব্যাপারটা দেখছে। সেরে উঠতে কত দিন লাগে, সেটা দেখার বিষয়। এটা আমাদের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়। তাঁকে (এমবাপ্পে) নিয়ে অথবা তাঁকে ছাড়া ফ্রান্স দল অবশ্যই এক জিনিস নয়।’
৯০ মিনিটে যে ঘটনা গত রাতে ঘটেছে, তাতে এমবাপ্পে ও দানসো দুজনেই হলুদ কার্ড দেখেছেন। শেষ পর্যন্ত অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি এসেছে অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলান ওবারের গোলে। এবারের ইউরোতে ফ্রান্স পড়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ ফ্রান্স খেলবে ২১ ও ২৫ জুন নেদারল্যান্ডস ও পোল্যান্ডের বিপক্ষে।

বিপদ যে কখনো বলেকয়ে আসে না, সেটা আবার দেখা গেল গত রাতে ডুসেলডর্ফ অ্যারেনায়। অস্ট্রিয়া-ফ্রান্স ম্যাচে হঠাৎ করেই নাক ভেঙে যায় কিলিয়ান এমবাপ্পের। এমন এক মেজর টুর্নামেন্টে এমবাপ্পের ভাঙা নাক ফ্রান্সের দুশ্চিন্তা তো অবশ্যই বাড়িয়েছে।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন এমবাপ্পে। দিনটা ফরাসি ফরোয়ার্ডের জন্য সুখকর ছিল না। গোলের সুযোগ হাতছাড়া করেছেন। ম্যাচের ৯০ মিনিটের সময় দুর্ঘটনায় পড়েছেন তিনি। হেড করতে গিয়ে এমবাপ্পের নাকের সঙ্গে আঘাত লাগে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোর। নাক দিয়ে অঝোরে যখন রক্ত ঝরতে থাকে, তখনই মাঠ থেকে তুলে নেওয়া হয় এমবাপ্পেকে। ফরাসি ফরোয়ার্ডের নাকের অবস্থা নিয়ে ইএসপিএনের সঙ্গে কথা বলেছেন ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি ফিলিপে দিয়ালো। এফএফএফের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিলিয়ান এমবাপ্পের নাক ভেঙে গেছে ডুসেলডর্ফে এই সোমবার অস্ট্রিয়া-ফ্রান্স ম্যাচের দ্বিতীয়ার্ধে। ফ্রান্সের অধিনায়ককে প্রথমে দেখাশোনা করেন মেডিকেল স্টাফ ও চিকিৎসক ফ্র্যাঙ্ক লে গল। তাঁরা নাক ভেঙে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হতে পেরেছেন। ডুসেলডর্ফ হাসপাতালে হয়েছে রেডিওলজিক্যাল পরীক্ষা।’
কোনো হাড় ভেঙে গেলে সাধারণত অস্ত্রোপচার করা হয়। তবে এমবাপ্পের অস্ত্রোপচার লাগবে না বলে জানা গেছে। দিয়ালো বলেন, ‘কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স দলের বেস ক্যাম্পে ফিরে গেছেন। খুব দ্রুতই তার চিকিৎসা হবে। তবে আপাতত তার কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হচ্ছে না। ফ্রান্স দলের নাম্বার টেনের জন্য একটি মাস্ক বানানো হবে।’
এমবাপ্পের ভাঙা নাক যে দুশ্চিন্তা বাড়িয়েছে, তা প্রকাশ পেয়েছে ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের কথায়ও। দেশম বলেছেন, ‘নাকে সে বাজেভাবে আঘাত পেয়েছে। আমাদের এখন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে। মেডিকেল স্টাফ ব্যাপারটা দেখছে। সেরে উঠতে কত দিন লাগে, সেটা দেখার বিষয়। এটা আমাদের জন্য খুবই দুশ্চিন্তার বিষয়। তাঁকে (এমবাপ্পে) নিয়ে অথবা তাঁকে ছাড়া ফ্রান্স দল অবশ্যই এক জিনিস নয়।’
৯০ মিনিটে যে ঘটনা গত রাতে ঘটেছে, তাতে এমবাপ্পে ও দানসো দুজনেই হলুদ কার্ড দেখেছেন। শেষ পর্যন্ত অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি এসেছে অস্ট্রিয়ান ডিফেন্ডার ম্যাক্সিমিলান ওবারের গোলে। এবারের ইউরোতে ফ্রান্স পড়েছে ‘ডি’ গ্রুপে। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ ফ্রান্স খেলবে ২১ ও ২৫ জুন নেদারল্যান্ডস ও পোল্যান্ডের বিপক্ষে।

২৮০১৬ আন্তর্জাতিক রান নিয়ে এতদিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই একটা টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪৩৫৭।
২৩ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪০ মিনিট আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৬ ঘণ্টা আগে