আজকের পত্রিকা ডেস্ক

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের পাঁচ ভেন্যুর দুটিতে মুন্সিগঞ্জ ও গাজীপুরে হয়েছে প্রথম দিনের প্রথম দুটি ম্যাচ। কিন্তু দুই মাঠের অবস্থা এমন, যা দেখে প্রশ্নটি আপনাআপনি ঠোঁটে চলে আসে—এমন মাঠে কি খেলা যায়?
প্রথম ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে খেলেছে মোহামেডান ও ঢাকা ওয়ান্ডারার্স। দুই দলের ফুটবলারদের অনেকেই মাঠে পা রেখে অবাক। কারও মনে জেঁকে বসে চোটে পড়ার ভয়। কেউ আবার হেসে কূল পাননি। ওয়ার্মআপের সময় ক্লাব কর্তাদের কয়েকজনকে মাঠ নিয়ে সমালোচনায় মাততে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়ান্ডারার্সের একজন সিনিয়র ফুটবলার আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের ফুটবল কোন পথে, সেটা মাঠ দেখলে বোঝা যায়। বছরের পর বছর এমন মাঠেই যদি ফুটবল খেলতে হয়, উন্নতির আশা করা কঠিন।’
১৯৯৫ সালে নির্মিত শহীদ বরকত স্টেডিয়াম এত দিনেও পায়নি পরিপূর্ণতা। শুরুতে এটির নাম ছিল গাজীপুর জেলা স্টেডিয়াম। পরে ভাষাশহীদ আবুল বরকতের নামে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, স্টেডিয়ামটিতে মূলত বাংলাদেশের জাতীয় দিবসগুলোতে কুচকাওয়াজ কর্মসূচি, কনসার্ট এবং জেলার বিভিন্ন ক্রীড়া আয়োজন বিশেষ করে ক্রিকেট, ফুটবল ও খেলোয়াড় বাছাইয়ের কাজ হয়। সেটি এবার ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টের অন্যতম ভেন্যু। নির্মাণের পর স্টেডিয়ামটির সংস্কারে প্রায় ৩ কোটি টাকা ব্যয় করে জাতীয় ক্রীড়া পরিষদ। তারপরও মাঠের এমন রুক্ষ অবস্থা যে চোটে পড়ায় ভয় নিয়ে খেলতে হয় ফুটবলারদের।
ম্যাচের আগে যতটা পারা যায় খানাখন্দ মেরামত করা হয়েছে। এ বিষয়ে কথা হয় গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর হান্নান মিয়ার সঙ্গে। মাঠের নাজুক অবস্থায় তিনি হতাশ হয়ে বলেন, ‘১৫-১৬ বছর ধরে খেলা হয় না। বাফুফের কেউ খোঁজও রাখে না। আমরা নিজেরা যতটুকু পারি মাঝেমধ্যে পরিচর্যা করি। কিছুদিন আগেও এ মাঠে গোলপোস্ট ছিল না। প্রিমিয়ার লিগের ম্যাচের আগে গোলপোস্ট লাগানো হয়েছে। কী বলব, স্কোরবোর্ডও নেই।’
দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলেছে ব্রাদার্স-পুলিশ এফসি। ১৯৭৪ সালে নির্মিত প্রায় ৮ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠটি দিনে দিনে চাকচিক্য হারিয়েছে। এবারের আগে ২০২১ ও ২০২২ সালে এই মাঠে প্রিমিয়ার লিগের কিছু ম্যাচ হয়েছিল। তখন এতটা বাজে অবস্থা দেখা যায়নি। এবার এটি ব্রাদার্সের হোম ভেন্যু। কিন্তু গতকাল এখানে খেলে তিক্ত অভিজ্ঞতা হয়েছে ব্রাদার্স ও পুলিশ এফসির খেলোয়াড়দের। মাঠের কোনো অংশে অল্প ঘাস, আবার কোনো অংশ ধূসর।
প্রিমিয়ার লিগের প্রথম দিনের খেলার জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম এবং মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের মাঠ। মাঠের এই বিবর্ণতায় ঘরোয়া ফুটবলের প্রতিচ্ছবি দেখছেন দেশের ফুটবলবোদ্ধারা।

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের পাঁচ ভেন্যুর দুটিতে মুন্সিগঞ্জ ও গাজীপুরে হয়েছে প্রথম দিনের প্রথম দুটি ম্যাচ। কিন্তু দুই মাঠের অবস্থা এমন, যা দেখে প্রশ্নটি আপনাআপনি ঠোঁটে চলে আসে—এমন মাঠে কি খেলা যায়?
প্রথম ম্যাচে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে খেলেছে মোহামেডান ও ঢাকা ওয়ান্ডারার্স। দুই দলের ফুটবলারদের অনেকেই মাঠে পা রেখে অবাক। কারও মনে জেঁকে বসে চোটে পড়ার ভয়। কেউ আবার হেসে কূল পাননি। ওয়ার্মআপের সময় ক্লাব কর্তাদের কয়েকজনকে মাঠ নিয়ে সমালোচনায় মাততে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক ওয়ান্ডারার্সের একজন সিনিয়র ফুটবলার আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের ফুটবল কোন পথে, সেটা মাঠ দেখলে বোঝা যায়। বছরের পর বছর এমন মাঠেই যদি ফুটবল খেলতে হয়, উন্নতির আশা করা কঠিন।’
১৯৯৫ সালে নির্মিত শহীদ বরকত স্টেডিয়াম এত দিনেও পায়নি পরিপূর্ণতা। শুরুতে এটির নাম ছিল গাজীপুর জেলা স্টেডিয়াম। পরে ভাষাশহীদ আবুল বরকতের নামে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়। খোঁজ নিয়ে জানা গেছে, স্টেডিয়ামটিতে মূলত বাংলাদেশের জাতীয় দিবসগুলোতে কুচকাওয়াজ কর্মসূচি, কনসার্ট এবং জেলার বিভিন্ন ক্রীড়া আয়োজন বিশেষ করে ক্রিকেট, ফুটবল ও খেলোয়াড় বাছাইয়ের কাজ হয়। সেটি এবার ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার টুর্নামেন্টের অন্যতম ভেন্যু। নির্মাণের পর স্টেডিয়ামটির সংস্কারে প্রায় ৩ কোটি টাকা ব্যয় করে জাতীয় ক্রীড়া পরিষদ। তারপরও মাঠের এমন রুক্ষ অবস্থা যে চোটে পড়ায় ভয় নিয়ে খেলতে হয় ফুটবলারদের।
ম্যাচের আগে যতটা পারা যায় খানাখন্দ মেরামত করা হয়েছে। এ বিষয়ে কথা হয় গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কাউন্সিলর হান্নান মিয়ার সঙ্গে। মাঠের নাজুক অবস্থায় তিনি হতাশ হয়ে বলেন, ‘১৫-১৬ বছর ধরে খেলা হয় না। বাফুফের কেউ খোঁজও রাখে না। আমরা নিজেরা যতটুকু পারি মাঝেমধ্যে পরিচর্যা করি। কিছুদিন আগেও এ মাঠে গোলপোস্ট ছিল না। প্রিমিয়ার লিগের ম্যাচের আগে গোলপোস্ট লাগানো হয়েছে। কী বলব, স্কোরবোর্ডও নেই।’
দিনের আরেক ম্যাচে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলেছে ব্রাদার্স-পুলিশ এফসি। ১৯৭৪ সালে নির্মিত প্রায় ৮ হাজার দর্শক ধারণক্ষমতার মাঠটি দিনে দিনে চাকচিক্য হারিয়েছে। এবারের আগে ২০২১ ও ২০২২ সালে এই মাঠে প্রিমিয়ার লিগের কিছু ম্যাচ হয়েছিল। তখন এতটা বাজে অবস্থা দেখা যায়নি। এবার এটি ব্রাদার্সের হোম ভেন্যু। কিন্তু গতকাল এখানে খেলে তিক্ত অভিজ্ঞতা হয়েছে ব্রাদার্স ও পুলিশ এফসির খেলোয়াড়দের। মাঠের কোনো অংশে অল্প ঘাস, আবার কোনো অংশ ধূসর।
প্রিমিয়ার লিগের প্রথম দিনের খেলার জয়-পরাজয় ছাপিয়ে আলোচনায় গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম এবং মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের মাঠ। মাঠের এই বিবর্ণতায় ঘরোয়া ফুটবলের প্রতিচ্ছবি দেখছেন দেশের ফুটবলবোদ্ধারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
৮ মিনিট আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
১ ঘণ্টা আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
২ ঘণ্টা আগে