
রিয়াল মাদ্রিদে আসার পরই বিভিন্ন কারণে আলোচনায় ভিনিসিয়ুস জুনিয়র। পারফরম্যান্সের চেয়েও অন্যান্য ঘটনায় আলোচনাটা হয় বেশি। রিয়ালের নতুন মৌসুম শুরু হতে না হতেই সমালোচনা শুরু ভিনিকে নিয়ে। ব্রাজিলের এই ফরোয়ার্ডের পাশে দাঁড়ালেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
ভিনিকে নিয়ে আলোচনা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শনিবার রাতের ম্যাচ নিয়ে। অ্যানোয়েটা স্টেডিয়ামে দর্শকেরা ভিনিকে বারবার বিরক্ত করার চেষ্টা করেন। তাঁর পায়ে বল যাওয়া মাত্রই দুয়ো শুনেছেন। বারবার মুচকি হাসি দেওয়া ভিনির আসল জবাব দর্শকেরা পেয়েছেন ৫৮ মিনিটে। পেনাল্টি থেকে গোল করার পর ঠোঁটে আঙুল দিয়ে দর্শকদের চুপ থাকার ইঙ্গিত দেন তিনি। আনচেলত্তি এখানে ভিনির কোনো দোষ দেখছেন না। রিয়াল মাদ্রিদ কোচ বলেন,
‘বাজে কাজের প্রতি একটা প্রতিক্রিয়া এটা। অপমান তো কেউ মেনে নেবে না। আমিও না। কারও মুখে হাত রেখে অঙ্গভঙ্গি করা তো স্বাভাবিক কিছু। এখানে বোঝানো হচ্ছে যে যেকোনো কিছু হতে পারে।’
দর্শকদের প্রতি চুপ থাকার ইঙ্গিত দিয়ে ভিনি যে উদযাপন করেছেন, সেটা অবশ্য অনেকেই মানতে পারেননি। রিয়ালের সাবেক স্ট্রাইকার প্রেদ্রাক মিয়াতোভিচও মানতে পারেননি সেটা (ভিনির উদযাপন)। মিয়াতোভিচের মতে এভাবে ভিনি নিজেই নিজের ক্ষতি করছেন। ভিনির উদযাপনের সমালোচনা করে মিয়াতোভিচ বলেছিলেন, ‘সে পাথর ছুড়ছে নিজের দিকেই। সবকিছু জেনেও সে এমনটা করছে। একটু ঠান্ডা মাথায় ভাবা উচিত। তার উদযাপন নিয়ে সত্যিই আমরা হতাশ।’
২০২৩-২৪ মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ-তিনটি মেজর শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। যেখানে লা লিগায় ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে তারা। চ্যাম্পিয়নস লিগে শিরোপা রক্ষার মিশনে আজ তাদের প্রতিপক্ষ ভিএফএফ স্টুটগার্ট। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

রিয়াল মাদ্রিদে আসার পরই বিভিন্ন কারণে আলোচনায় ভিনিসিয়ুস জুনিয়র। পারফরম্যান্সের চেয়েও অন্যান্য ঘটনায় আলোচনাটা হয় বেশি। রিয়ালের নতুন মৌসুম শুরু হতে না হতেই সমালোচনা শুরু ভিনিকে নিয়ে। ব্রাজিলের এই ফরোয়ার্ডের পাশে দাঁড়ালেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।
ভিনিকে নিয়ে আলোচনা রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে শনিবার রাতের ম্যাচ নিয়ে। অ্যানোয়েটা স্টেডিয়ামে দর্শকেরা ভিনিকে বারবার বিরক্ত করার চেষ্টা করেন। তাঁর পায়ে বল যাওয়া মাত্রই দুয়ো শুনেছেন। বারবার মুচকি হাসি দেওয়া ভিনির আসল জবাব দর্শকেরা পেয়েছেন ৫৮ মিনিটে। পেনাল্টি থেকে গোল করার পর ঠোঁটে আঙুল দিয়ে দর্শকদের চুপ থাকার ইঙ্গিত দেন তিনি। আনচেলত্তি এখানে ভিনির কোনো দোষ দেখছেন না। রিয়াল মাদ্রিদ কোচ বলেন,
‘বাজে কাজের প্রতি একটা প্রতিক্রিয়া এটা। অপমান তো কেউ মেনে নেবে না। আমিও না। কারও মুখে হাত রেখে অঙ্গভঙ্গি করা তো স্বাভাবিক কিছু। এখানে বোঝানো হচ্ছে যে যেকোনো কিছু হতে পারে।’
দর্শকদের প্রতি চুপ থাকার ইঙ্গিত দিয়ে ভিনি যে উদযাপন করেছেন, সেটা অবশ্য অনেকেই মানতে পারেননি। রিয়ালের সাবেক স্ট্রাইকার প্রেদ্রাক মিয়াতোভিচও মানতে পারেননি সেটা (ভিনির উদযাপন)। মিয়াতোভিচের মতে এভাবে ভিনি নিজেই নিজের ক্ষতি করছেন। ভিনির উদযাপনের সমালোচনা করে মিয়াতোভিচ বলেছিলেন, ‘সে পাথর ছুড়ছে নিজের দিকেই। সবকিছু জেনেও সে এমনটা করছে। একটু ঠান্ডা মাথায় ভাবা উচিত। তার উদযাপন নিয়ে সত্যিই আমরা হতাশ।’
২০২৩-২৪ মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ-তিনটি মেজর শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। যেখানে লা লিগায় ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে তারা। চ্যাম্পিয়নস লিগে শিরোপা রক্ষার মিশনে আজ তাদের প্রতিপক্ষ ভিএফএফ স্টুটগার্ট। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচটি।

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই চোখে পড়বে ঝালমুড়ি-ভেলপুরির অস্থায়ী দোকান। সেসব খাবার আবার সানন্দে খাচ্ছে নারী ফুটবলাররা। হোক সেটা ম্যাচের আগে কিংবা পরে।
২১ মিনিট আগে
চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। আজ সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে ২০২৬ বিশ্বকাপ ট্রফি। এর আগে ২০০২, ২০১৪ ও ২০২২ বিশ্বকাপ সামনে রেখেও ট্রফি এসেছিল ঢাকায়। এবারের সফরে ফিফার প্রতিনিধি হিসেবে সঙ্গে আছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ডিফেন্সিভ মিডফিল্ডার গিলবার্তো সিলভা।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে কেন টিকতে পারলেন না জাভি আলোনসো। রিয়ালের ‘ঘরের ছেলে’ জাবি আলোনসো কোচ হিসেবে যদি টিকতে না পারেন, তাহলে বাইরে থেকে আসা কোচ কীভাবে কাজ করবেন বার্নাব্যুতে!
১ ঘণ্টা আগে
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১৩ ঘণ্টা আগে