Ajker Patrika

লিভারপুলের নতুন অধিনায়ক ফন ডাইক

লিভারপুলের নতুন অধিনায়ক ফন ডাইক

শূন্যস্থান কখনো শূন্য থাকে না। নতুনদের আগমনে তা পূর্ণতা পায়। ঠিক তেমনি লিভারপুলের অধিনায়কত্বের পদটিও আর শূন্য থাকল না। জর্ডান হেন্ডারসন অল রেডস ছেড়ে সৌদি ক্লাব আল ইত্তিফাকে যোগ দিলে নতুন অধিনায়ক হিসেবে ভার্জিল ফন ডাইকের নাম ঘোষণা করেন কোচ ইয়ুর্গেন ক্লপ। 

প্রাক-মৌসুমে চলাকালে লিভারপুলের অধিনায়কত্বের দায়িত্ব পান ফন ডাইক। এর আগে অবশ্য অধিনায়কের দায়িত্ব পালন করেছেন রক্ষণভাগের এই সেনানী। তবে সেই অভিজ্ঞতা ছিল অস্থায়ী হিসেবে। এবার স্থায়ী হিসেবেই দায়িত্ব পালন করবেন ৩২ বছর বয়সী ডিফেন্ডার। তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন আরেক ডিফেন্ডার ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড। 

লিভারপুলের নেতৃত্ব পেয়ে গর্বিত বলে জানিয়েছেন ফন ডাইক। নেদারল্যান্ডসের ডিফেন্ডার বলেছেন, ‘এটা আমার, স্ত্রী-সন্তান এবং আমাদের পরিবারের জন্য সত্যিই একটি গর্বের দিন। এটা অসাধারণ এক অনুভূতি। এই মুহূর্তে এটা ভাষায় বর্ণনা করা কঠিন। এটা এমন কিছু যার জন্য সত্যিই গর্বিত।’ 

২০১৮ সালে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন ফন ডাইক। ইংলিশ ক্লাবে যোগ দিয়ে ২২২টি ম্যাচ খেলেছেন তিনি। এ সময় অল রেডদের হয়ে প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ সহ আরও বেশ কিছু শিরোপা জিতেছেন এই ডিফেন্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফরিদপুরে দুই পক্ষের মধ্যে চার ঘণ্টা ধরে সংঘর্ষ, আহত ২৫

আমদানি শুল্ক একলাফে ৬০ শতাংশ কমল, স্মার্টফোনের দাম কত কমবে

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমাল এনবিআর

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত