
পিএসজি খেলোয়াড়দের এখন উৎসবের সময়। গত পরশুর স্ত্রাসবুর্গের মাঠে ড্র করে এক ম্যাচ হাতে রেখে রেকর্ড ১১ তম ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতেছে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা।
কিন্তু উৎসবের মাঝেই প্যারিসিয়ানদের প্রার্থনায় বসতে হচ্ছে সার্জিও রিকোর জন্য। ঘোড়দৌড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন পিএসজির স্প্যানিশ গোলরক্ষক। রিকোকে ইনটেনসিভ কেয়ারে (আইসিইউ) রাখা হয়েছে। পিএসজি জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
লিগ ওয়ান শিরোপা নিষ্পত্তি হওয়ার পর প্যারিসে ছুটি না কাটিয়ে নিজ দেশ স্পেনের সেভিয়ায় ফিরে যান রিকো। সেখানেই দুর্ঘটনার শিকার হোন তিনি। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, ২৯ বছর বয়সী রিকো স্পেনের হুয়েলভা অঞ্চলের এল রোসিওতে ঘোড়দৌড়ে অংশ নিয়েছিলেন। সেখানে দৌড়ে থাকা আরেকটি ঘোড়ার সঙ্গে সংঘর্ষে আহত হোন তিনি।
রিকোতে দুর্ঘটনাস্থল থেকে সেভিয়ার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারে করে। গত শনিবার স্ত্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে বেঞ্চে বসেছিলেন তিনি। টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত হওয়ার ছুটি ঘোষিত হলে রিকো নিজ দেশে ফিরে যান।
পিএসজির এক মুখপাত্র বলেছেন, ‘তার (রিকো) অবস্থা আশঙ্কাজনক।’ পরে ক্লাব থেকে জানানো হয়, তাঁর প্রিয়জনদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করা হচ্ছে।
সেভিয়ার সাবেক এই গোলরক্ষক ২০২০ সালে পিএসজিতে যোগ দেন। তার আগে ২০১৮-১৯ মৌসুমে ধারে কাটান প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামে। পিএসজির হয়ে রিকো ২৯ ম্যাচ খেলেছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে সেভিয়া থেকে চলে যান তিনি। তাঁর এই সাবেক স্প্যানিশ ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে রিকোর দ্রুত সুস্থতা কামনা করেছে। টুইটারে সেভিয়া লিখেছে, ‘দ্রুত সুস্থ হয়ে উঠো।’

পিএসজি খেলোয়াড়দের এখন উৎসবের সময়। গত পরশুর স্ত্রাসবুর্গের মাঠে ড্র করে এক ম্যাচ হাতে রেখে রেকর্ড ১১ তম ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতেছে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা।
কিন্তু উৎসবের মাঝেই প্যারিসিয়ানদের প্রার্থনায় বসতে হচ্ছে সার্জিও রিকোর জন্য। ঘোড়দৌড়ে মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছেন পিএসজির স্প্যানিশ গোলরক্ষক। রিকোকে ইনটেনসিভ কেয়ারে (আইসিইউ) রাখা হয়েছে। পিএসজি জানিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
লিগ ওয়ান শিরোপা নিষ্পত্তি হওয়ার পর প্যারিসে ছুটি না কাটিয়ে নিজ দেশ স্পেনের সেভিয়ায় ফিরে যান রিকো। সেখানেই দুর্ঘটনার শিকার হোন তিনি। স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, ২৯ বছর বয়সী রিকো স্পেনের হুয়েলভা অঞ্চলের এল রোসিওতে ঘোড়দৌড়ে অংশ নিয়েছিলেন। সেখানে দৌড়ে থাকা আরেকটি ঘোড়ার সঙ্গে সংঘর্ষে আহত হোন তিনি।
রিকোতে দুর্ঘটনাস্থল থেকে সেভিয়ার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় হেলিকপ্টারে করে। গত শনিবার স্ত্রাসবুর্গের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে বেঞ্চে বসেছিলেন তিনি। টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত হওয়ার ছুটি ঘোষিত হলে রিকো নিজ দেশে ফিরে যান।
পিএসজির এক মুখপাত্র বলেছেন, ‘তার (রিকো) অবস্থা আশঙ্কাজনক।’ পরে ক্লাব থেকে জানানো হয়, তাঁর প্রিয়জনদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করা হচ্ছে।
সেভিয়ার সাবেক এই গোলরক্ষক ২০২০ সালে পিএসজিতে যোগ দেন। তার আগে ২০১৮-১৯ মৌসুমে ধারে কাটান প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহামে। পিএসজির হয়ে রিকো ২৯ ম্যাচ খেলেছেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে সেভিয়া থেকে চলে যান তিনি। তাঁর এই সাবেক স্প্যানিশ ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে রিকোর দ্রুত সুস্থতা কামনা করেছে। টুইটারে সেভিয়া লিখেছে, ‘দ্রুত সুস্থ হয়ে উঠো।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে